ঘোর অন্ধকার থেকে আলোতে এসেছি: মির্জা ফখরুল
Published: 16th, October 2025 GMT
আওয়ামী লীগের শাসনামলকে অন্ধকার সময় আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা ঘোর অন্ধকার থেকে আলোতে এসেছি। প্রায় ১৫ বছর ফ্যাসিস্ট শাসনামলের পরে ছাত্র অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা মুক্ত হয়েছি।”
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁওয়ের হরিপুর স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত হয়ে তিনি এ মন্তব্য করেন।
আরো পড়ুন:
সরকারকে সবাই ব্যস্ত রেখেছে যেন নির্বাচন না হয়: মির্জা ফখরুল
দয়া করে দেশটাকে বাঁচান, আর বিভেদ সৃষ্টি করবেন না: মির্জা ফখরুল
মির্জা ফখরুল বলেন, “অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা দিয়েছে। আমরা প্রত্যাশা করি, বাংলাদেশের জাতীয়তাবাদী মানুষ— হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান এক হয়ে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করবে। আমরা গণতন্ত্রকে আরো মসৃণ করতে চাই।”
ঢাকা/হিমেল/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম র জ ফখর ল ইসল ম আলমগ র ব এনপ আওয় ম ল গ ফখর ল
এছাড়াও পড়ুন:
হ্যাটট্রিকে পুসকাস ও ডি স্টেফানোকে মনে করালেন লেভা
রবার্ট লেভানডফস্কির হ্যাটট্রিক, লামিনে ইয়ামালের টানা তিন ম্যাচে গোল, মার্কাস রাশফোর্ডের জোড়া অ্যাসিস্ট—আক্রমণভাগের কাছ থেকে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক এর চেয়ে বেশি হয়তো চাইতে পারতেন না। লা লিগায় কাল ফ্লিকের মন ভরিয়ে দেওয়ার মতো পারফর্মই করেছেন ফরোয়ার্ডরা।
নিজেদের মাঠ বালাইদোসে সেলতা ভিগো দুই দফা সমতা ফেরালেও শেষ পর্যন্ত বার্সার কাছে ম্যাচটা হেরেছে ৪–২ গোলে। কাল রাতেই আরেক ম্যাচে ভায়েকানোর মাঠে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ। রিয়াল হোঁচট খাওয়ায় তাদের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে বার্সা। শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট ৩১, দুইয়ে উঠে আসা বার্সার ২৮। দুই দলই ১২টি করে ম্যাচ খেলেছে।
চোটের কারণে এক মাস মাঠের বাইরে ছিলেন লেভানডফস্কি। ২ নভেম্বর লা লিগায় এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরলেও বদলি নেমে খেলেছেন মাত্র ১৬ মিনিট। ৫ নভেম্বর চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগার বিপক্ষেও বদলি নেমেছিলেন। শতভাগ ফিট লেভা কাল সেলতার বিপক্ষে খেলেছেন শুরু থেকেই। প্রথমার্ধে জোড়া গোলের পর দ্বিতীয়ার্ধে করেন নিজের তৃতীয় ও দলের শেষ গোল।
লেভানডফস্কির তিন গোলের দুটিতে বলের জোগান দিয়েছেন মার্কাস রাশফোর্ড (ডানে)