২০২৫ সালের আলিম পরীক্ষার ফলাফলেও দেশের শীর্ষ অবস্থান ধরে রেখেছে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখা। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এই মাদ্রাসার শিক্ষার্থীরা এবারও দেশের মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছেন।

প্রাপ্ত তথ্যানুসারে, প্রতিষ্ঠানটির অধীনে এ বছর এক হাজার ২৭৭ শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধিত হন। এর মধ্যে, পরীক্ষায় অংশ নিয়েছেন এক হাজার ২৭২ জন এবং উত্তীর্ণ হয়েছেন এক হাজার ২৬০ জন। উত্তীর্ণের হার ৯৯ দশমিক ৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৬৬১ শিক্ষার্থী।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে ৫২০ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৫১৭ জন। এর মধ্যে, জিপিএ-৫ পেয়েছেন ৩৯০ জন। সাধারণ বিভাগে ৭৫৭ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৭৪৩ জন, জিপিএ-৫ পেয়েছেন ২৭১ জন।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড.

মো. হেফজুর রহমান ও শিক্ষকরা শিক্ষার্থীদের এমন কৃতিত্বে সন্তোষ প্রকাশ করেছেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

গত কয়েক বছর ধরে মাদ্রাসা বোর্ডে দেশের শীর্ষ স্থান ধরে রেখেছে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখা।

ঢাকা/রেজাউল/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর ক ষ র কর ছ ন

এছাড়াও পড়ুন:

সন্ধ্যায় সারা দিনের আলোচিত খবর

ছবি: সৌরভ দাশ

সম্পর্কিত নিবন্ধ