ফতুল্লায় দুই যুবক কে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে ফতুল্লার শিয়াচর লালখাস্থ পিটিআই ভবনের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলো   সাগর (৩০) ও মোঃ সুজন শেখ(৩০)।

এ ঘটনায় আহত সুজন শেখ বাদী হয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মোঃ নয়ন ওরফে নাইক্কা নয়ন (৩২),  দরবার মিয়া (২৪),  জনি  (৩৫),আশরাফুল (২০), সোবহান (২৩), ইব্রাহিম (২৩), রাজিব (২৩) সহ অজ্ঞাত নামা আরো ৮/১০ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে জানা  যায়, অভিযুক্তরা সকলেই পেশাদার অপরাধী। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা,চুরি,ছিনতাই,চাঁদাবাজী সহ সমাজ বিরোধী নানা অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত।

সোমবার  রাত সাতটার দিকে বাদীর পরিচিত ফয়জুল ইসলাম নামের এক সহোযোগির নিকট থেকে জোড়পূর্বক ভয়ভীতি প্রদর্শন করে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় অভিযুক্তরা। টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনাটি ফয়জুল ইসলাম তাদেরকে অবগত করে। 

পরবর্তীতে মঙ্গলবার রাত সাতটার দিকে বাদী সহ আহত সাগর অভিযুক্ত আসামীদের কে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনার বিষয়ে জানতে চেয়ে টাকা ফেরৎ দেওয়ার জন্য বলে।

এতে করে অভিযুক্ত আসামীরা ধারালো অস্ত্র দিয়ে বাদী সহ তার সহোযোগি সাগর কে এলোপাতাড়ি কোপায়। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত আসামীরা ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, এবিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: সন ত র স ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

৩২ নম্বরের দিকে যাওয়া ২টি বুলডোজার আটকে দিল সেনাবাহিনী

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের দিকে যাওয়া দুটি বুলডোজার আটকে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ছাত্র-জনতার সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটে।

সূত্র জানায়, দুটি বুলডোজার ট্রাকে করে ধানমন্ডি ৩২ নম্বরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। বুলডোজারের ওপরে কিছু তরুণকে স্লোগান দিতে দেখা যায়। এ সময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলার ঘোষণা দিচ্ছিল। পরে সেনাবাহিনী ও বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ৩২ নম্বরে প্রবেশের রাস্তায় বুলডোজার দুটি আটকে দেন। ছাত্র-জনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরু‌দ্ধে রায় ঘোষণা চলছে। সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আলোচিত এ মামলার রায় ঘোষণার কার্যক্রম শুরু হয়। রায় ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশজুড়ে এলাকায় সর্বোচ্চ সতর্কতা এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নেওয়া হয়েছে।

গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাড়িটিতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছিল এবং চলতি বছরের ফেব্রুয়ারিতেও বুলডোজার এনে বাড়িটির কিছু অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছিল।

ঢাকা/এমআর/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ