ব্রাজিলে মাদকবিরোধী অভিযানে নিহত ১৩২
Published: 29th, October 2025 GMT
ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পুলিশ অভিযানে রাজধানী রিও ডি জেনেরিওতে কমপক্ষে ১৩২ জন নিহত হয়েছে। বুধবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
রিও পাবলিক ডিফেন্ডারের কার্যালয় থেকে প্রাপ্ত সংখ্যা মঙ্গলবার প্রকাশিত মৃত্যুর সংখ্যার দ্বিগুণেরও বেশি। ওই দনি রাজ্য কর্তৃপক্ষ চার পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ৬৪ জন নিহত হওয়ার কথা জানিয়েছে। রাজ্য সরকার জানিয়েছে যে এই অভিযানগুলি একটি বড় মাদক চক্রকে লক্ষ্য করে করা হয়েছিল।
রিওর গভর্নর ক্লদিও কাস্ত্রো জানিয়েছেন, তিনি নিশ্চিত যে অভিযানে নিহতরা অপরাধী ছিল, কারণ বন্দুকযুদ্ধ বেশিরভাগ অংশই বনভূমিতে ছিল।
তিনি বলেন, “আমি মনে করি না যে সংঘর্ষের দিন কেউ বনে হেঁটে বেড়াবে।”
হারিয়ে যাওয়া আত্মীয়দের খুঁজতে যাওয়া পেনহার বাসিন্দারা তাদের পাড়ার পিছনের একটি বনাঞ্চল থেকে অনেক মৃতদেহ খুঁজে পেয়েয়েছে। ঘটনাস্থলের লোকজনের মতে, যেখানে ৭০ টিরও বেশি মৃতদেহ রাস্তার মাঝখানে সারিবদ্ধভাবে পড়েছিল।
নিহতদের একজনের মা তাউয়া ব্রিটো বলেন, “আমি কেবল আমার ছেলেকে এখান থেকে বের করে তাকে কবর দিতে চাই।”
রিও রাজ্য সরকার জানিয়েছে, কোমান্ডো ভার্মেলহো গ্যাংকে লক্ষ্য করে এই অভিযানটি এ যাবৎকালের সবচেয়ে বড়। এই গ্যাংটি শহরের পাহাড়ি সমুদ্রতীরবর্তী অঞ্চলের মধ্য দিয়ে বিস্তৃত দরিদ্র এবং ঘনবসতিপূর্ণ বসতিগুলোতে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিমানবাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগের সুযোগ
বাংলাদেশ বিমানবাহিনীতে অফিসার ক্যাডেট পদে যোগদানের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৯৪ বিএএফএ কোর্সে এ নিয়োগ দেওয়া হবে। পদসংখ্যা অনির্ধারিত।
পদের নাম: অফিসার ক্যাডেটশিক্ষাগত যোগ্যতা
১. জিডি (পি): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ। GCE ও লেভেলে পদার্থ, গণিতসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি ও এ লেভেলে পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি।
২. এটিসি/এডিডব্লিউসি: উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ। ও লেভেলে পদার্থ, গণিতসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি ও এ লেভেলে পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি। এটিসি/এডিডব্লিউসি প্রার্থীদের শাখা এক বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে।
আরও পড়ুনট্রেইনি অফিসার নেবে বেসরকারি ব্যাংক, স্নাতকে আবেদন, শুরুতে বেতন ৩১,০০০২ ঘণ্টা আগেঅন্যান্য যোগ্যতাউচ্চতা: (পুরুষ) কমপক্ষে ৬৪ ইঞ্চি। (মহিলা) জিডি (পি): কমপক্ষে ৬৪ ইঞ্চি, অন্যান্য শাখা: কমপক্ষে ৬২ ইঞ্চি।
বুকের মাপ: (পুরুষ) কমপক্ষে ৩২ ইঞ্চি। প্রসারণ: ২ ইঞ্চি। (মহিলা) কমপক্ষে ২৮ ইঞ্চি। প্রসারণ: ২ ইঞ্চি।
ওজন: বয়স ও উচ্চতানুযায়ী।
আরও পড়ুনপরিবেশ অধিদপ্তরে রাজস্ব খাতে বড় নিয়োগ, নেবে ১৮৮ জন২৮ অক্টোবর ২০২৫বয়সসীমা১৬ বছর ৬ মাস থেকে ২২ বছর (২৩ জুন ২০২৬ তারিখে)
আবেদনের নিয়মhttps://joinairforce.baf.mil.bd ঠিকানায় আবেদন করতে হবে।
যোগদানের সম্ভাব্য তারিখ২৩ জুন ২০২৬
আবেদনের সময়সীমাআবেদন শেষ: ৩১ অক্টোবর ২০২৫
* বিস্তারিত তথ্য ও অনলাইন আবেদনের জন্য এখানে ক্লিক করুন
আরও পড়ুনহার্ভার্ডের গবেষণা বলছে, মূল্য হারাতে বসেছে ১০ ডিগ্রি২৮ অক্টোবর ২০২৫