ট্রাকের ধাক্কায় সিটি কলেজের শিক্ষার্থীর মৃত্যু
Published: 14th, January 2025 GMT
রাজধানীর শ্যামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছে। তার নাম আরাফাত তানজিদ ওরফে চয়ন (১৭)। সে ঢাকার সিটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী মো. সাহেদ (১৭) আহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে শ্যামপুরের ধোলাইপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মাইন উদ্দিন তালুকদার প্রথম আলোকে বলেন, সিমেন্টবাহী ট্রাক ও মোটরসাইকেলটি একই দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি দ্রুতগতিতে ট্রাকটিকে অতিক্রম করার সময় ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি রাস্তায় ছিটকে পড়ে চালক ও আরোহী দুজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় রাত তিনটার দিকে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন। সাহেদ হাসপাতালে চিকিৎসাধীন।
আরাফাতের চাচা মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চাঁপাইনবাবগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌরী চন্দ মারা গেছেন
ছবি: সংগৃহীত