গাজীপুরের কালিয়াকৈরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ ৩৮ জনের নামে মামলা হয়েছে। মামলায় আরো ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে মতিউর রহমান নামে এক যুবক মামলাটি করেন। ওই মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, “একটি মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে।” 

আরো পড়ুন:

কুমিল্লার আ.

লীগ নেতা কবিরুল কারাগারে 

‌‘আমার কাছে বালির মূল্য বেশি, মানুষের কোনো মূল্য নাই’

গ্রেপ্তারকৃত হলেন- উপজেলার মৌচাক জামতালা এলাকার আকরাম আলীর ছেলে ও মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছামান উদ্দিন (৬০)। 

মামলার অন্য আসামিরা হলেন- কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সারোয়ার হোসেন শামিম, সাবেক উপজেলা চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান সিকদার ও সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ বেলালী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার, মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট সকাল ১০টার দিকে মতিউর রহমানসহ দুই-তিন হাজার ছাত্র-জনতা সফিপুর বাজার থেকে মিছিল নিয়ে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। আনসার একাডেমির ৩ নম্বর গেটের সামনে পৌঁছালে আসামিদের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষ শরু হয়। এসময় আওয়ামী লীগের নেতাদের নির্দেশে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি বর্ষণ করা হয়। আসামিদের ছোররা গুলিতে বাদী আহত হন। পরবর্তীতে তিনি ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা নেন। অবস্থার উন্নতি না হলে, তাকে পঙ্গু হাসপাতাল থেকে কুর্মিটোলা জেরারেল হাসপাতালে রেফার্ড করা হয়। 

ঢাকা/রেজাউল/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম উপজ ল

এছাড়াও পড়ুন:

রায়ের পর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত: রিজওয়ানা হাসান

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে দেশে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সোমবার সকালে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে ‘দ্য সোল অব জুট’ নামে এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা।

সম্পর্কিত নিবন্ধ