মাদারীপুরে ড্রেজারের বালু তোলার পাইপ বসানো নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছে আরও তিনজন। শনিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের সরদার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের সরদার কান্দি গ্রামের মৃত আজিবার সরদারের দুই ছেলে আতাবুর সরদার (৪০) ও সাইফুল সরদার (৩৫)। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আহতরা হলেন- খোয়াজপুর ইউনিয়নের মুজাম সরদারের ছেলে পলাশ সরদার (১৭), একই ইউনিয়নের আজিজুল হাওলাদারের ছেলে তাজেল হাওলাদার (১৮), আজিবার সরদারের ছেলে অলিল সরদার (৪০)। সাইফুল স্বেচ্ছাসেবক লীগ খোয়াজপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন।   

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের টেকেরহাট এলাকার মোল্লা বাড়ি ও সরদার বাড়ির মাঝখানে ড্রেজারের বালু তোলার পাইপ বসানো নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পর আতাবুর সরদার (৪০) ও সাইফুল সরদারের (৩৫) মৃত্যু হয়। 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.

মোকসেদুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। নিহতদের মরদেহের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা করতে আসেনি নিহতের পরিবার। ভুক্তভোগী পরিবার মামলা করতে এলে মামলা নেওয়া হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: স ঘর ষ স ব চ ছ স বক ল গ ম দ র প র সদর ব র সরদ র সরদ র র

এছাড়াও পড়ুন:

ইসরায়েলের সেনা ঘাঁটিতে হুতিদের হামলা

ইয়েমেনি বিদ্রোহীরা ইসরায়েলের হাইফা শহরের কাছে হামলা চালিয়েছে। শুক্রবার সকালে এ হামলা চালানো হয় বলে গোষ্ঠীটি জানিয়েছে।

গোষ্ঠীটি জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের একটি সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

গোষ্ঠীটির সামরিক মুখপাত্র টেলিভিশনে এক বিবৃতিতে বলেছেন, তারা হাইফার দক্ষিণ-পূর্বে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটির দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর জানা যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনী এর আগে জানিয়েছিল, ভোর ৫টা ৩০ মিনিটের দিকে হাইফা এবং শহরের আশেপাশের এলাকায় শত্রুপক্ষের বিমানের সাইরেন সক্রিয় করা হয়েছিল এবং ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছিল।

২০২৩ সালে ইসরায়েল গাজায় হামলা শুরু করার পর থেকে ফিলিস্তিবাসীর প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের ওপর হামলা শুরু করে হুতিরা। তারা লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত বাণিজ্যিক জাহাজগুলোর ওপরও হামলা চালাচ্ছে। হুতিদের দমন করতে যুক্তরাষ্ট্র ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। তবে হুতিরা সাফ জানিয়েছে, কোনো হামলাই তাদেরকে দমাতে পারবে না।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ