মানুষকে কাছে টানতে পারিনি সংগীত দিয়ে: কবীর সুমন
Published: 16th, March 2025 GMT
দুই বাংলার জনপ্রিয় এবং স্পষ্টবাদী সংগীতশিল্পী কবীর সুমনের আজ জন্মদিন। ১৯৪৯ সালের ১৬ মার্চ উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেন তিনি। বাংলা গান দিয়ে জয় করে নিয়েছেন কোটি কোটি ভক্তের মন। অথচ তারই প্রশ্ন, বাংলা আধুনিক গান কি আসলেই আধুনিক? সমকালীন? এটা ভাবার আছে।
কবীর সুমন রবীন্দ্রনাথ ঠাকুরের গানকেও আধুনিক গান হিসেবে প্রশ্নহীন ভাবে গ্রহণ করতে নারাজ। একটি ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘অনেক সময় অনেকেই বলছেন, রবীন্দ্রনাথ সবচেয়ে আধুনিক। আমার প্রশ্ন হচ্ছে, কোন হিসেবে? বাঙালি এমন একটা ভাব করে, আমাদের এক পিস রবীন্দ্রনাথ আছে, এক পিস নজরুল আছে; সারা পৃথিবীটাই আমাদের। কিন্তু তাতো না। হিন্দিতে যে লিরিক লেকা হয়েছে, যে কবিতা লেখা হয়েছে, গল্প লেখা হয়েছে তা তুলনাহীন। ওরাতো এমন গর্ব করে বলেন না সারাক্ষণ। আমরা এমন রবীন্দ্রনাথ গাইছি, সাধারণ লোক শুনতে চাইছে না।’’
এই শিল্পী আক্ষেপ করে বলেন, ‘‘আমরাতো মানুষকে কাছে টানতে পারিনি সংগীত দিয়ে। ’’
আরো পড়ুন:
আজ যীশুর জন্মদিন
‘ব্রেকিং নিউজ’ এ তটিনী
উল্লেখ্য, কবীর সুমনের বাবা ছিলেন সুরিন্দ্রনাথ এবং মা উমা চট্টোপাধ্যায়। কবীর সুমনের গানের হাতেখড়ি হয় বাবার কাছে। একাডেমিক পড়াশোনা শেষ করে বেশ কয়েক বছর দেশে-বিদেশে সাংবাদিকতা করেন তিনি। এরপর ১৯৯২ সালে গতানুগতিক ধারার বাইরে আধুনিক গান নিয়ে হাজির হয় কবীর সুমন। এর আগে তিনি রবীন্দ্রসংগীত নিয়ে কাজ করলেও ৯২ সালে ‘তোমাকে চাই’ একক গানের মধ্য দিয়ে সংগীত অনুরাগীদের মনে ব্যাপক সাড়া ফেলেন।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চেন্নাইয়ের বিদায়, অবসরের ইঙ্গিত দিলেন ধোনি!
আইপিএল ২০২৫-এর প্লে-অফে জায়গা হলো না চেন্নাই সুপার কিংসের। ঘরের মাঠ এম চিদাম্বরম স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের কাছে ৪ উইকেটে হেরে এবারের আসর থেকে ছিটকে গেছে মহেন্দ্র সিং ধোনির দল। ম্যাচ শেষ হওয়ার পর শুধু চেন্নাইয়ের বিদায়ই নয়, আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ‘ক্যাপ্টেন কুল’ ধোনি। শুরু হয়েছে জোর গুঞ্জন—এটাই কি তার শেষ আইপিএল?
ম্যাচ শুরুর আগেই টসের সময় ধোনিকে ঘিরে তৈরি হয় রহস্য। ধারাভাষ্যকার ড্যানি মরিসনের সরাসরি প্রশ্ন ছিল, ধোনি কি আগামী মৌসুমেও আইপিএলে দেখা যাবে? জবাবে হেসে ধোনি বলেন, ‘আমি তো জানি না পরের ম্যাচেই খেলব কি না।’ এই মন্তব্যেই ধোনির ভবিষ্যৎ নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। যদিও ম্যাচ শেষে নিজের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে কোনও মন্তব্য করেননি ধোনি। তাকেও সে ব্যাপারে আর প্রশ্ন করেননি সঞ্চালক।
ধোনির মন্তব্যে সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট বলেন, ‘ধোনি একজন চিরস্মরণীয় কিংবদন্তি। তার আর কিছু প্রমাণের নেই। সম্ভবত এবার সরে দাঁড়ানোর সময় এসেছে। যদিও ভক্তদের জন্য তা কষ্টদায়ক হবে।’
চেন্নাই প্রথমে ব্যাট করে ১৯১ রান তোলে। স্যাম কারানের ৮৮ রানের ইনিংস ছাড়া ব্যাট হাতে কেউই তেমন জ্বলে উঠতে পারেননি। শেষ দিকে যুজবেন্দ্র চাহালের হ্যাটট্রিকে মাত্র ৪ বল বাকি থাকতে গুটিয়ে যায় ইনিংস। চাহাল ৪ উইকেট নেন, জানসেন ও আর্শদীপ নেন ২টি করে।
জবাবে পাঞ্জাবের হয়ে ঝড়ো সূচনা এনে দেন প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিং। প্রভসিমরান খেলেন ৩৬ বলে ৫৪ রানের দারুণ ইনিংস। এরপর শ্রেয়াস আইয়ারের ৭২ রানের অনবদ্য ইনিংস এবং শশাঙ্ক সিংয়ের শেষের ২৩ রানের ক্যামিওতে দুই বল বাকি থাকতেই জয় তুলে নেয় পাঞ্জাব। এই জয়ে তারা উঠে এসেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।