তিন ট্রান্সফরমারের খোলস রেখে তামার তার চুরি
Published: 3rd, May 2025 GMT
জয়পুরহাটের কালাই পৌর শহরের পোড়াগ্যাড়া মাঠে পাহারাদারকে বেঁধে রেখে একটি গভীর নলকূপের ১০ কেভি ক্ষমতার তিনটি ট্রান্সফরমারের তামার তার চুরি করেছে দুর্বৃত্তরা। এ সময় খোলস ফেলে রেখে গেছে তারা। গতকাল শনিবার নলকূপের মালিক বিষয়টি টের পেয়ে পল্লী বিদ্যুৎ সমিতি ও থানায় জানান।
এর আগে শুক্রবার রাতে চুরির ঘটনা ঘটে। এ নিয়ে চলতি মৌসুমে উপজেলায় ৭৯টি ট্রান্সফরমার ও ১৫টি মিটার চুরির ঘটনা ঘটল বলে একাধিক সূত্রে জানা গেছে। একের পর এক চুরির কারণে প্রামাণিকপাড়ার হেলাল উদ্দিন প্রামাণিক তাঁর নলকূপের ট্রান্সফরমার ও মিটার রক্ষায় এবং সেচকাজ পরিচালনায় পাহারাদার রাখেন।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তাঁকে রেখে বাড়িতে আসেন তিনি। রাত সাড়ে ৯টার দিকে পাহারাদারকে বেঁধে খুঁটি থেকে তিনটি ট্রান্সফরমার নামিয়ে খোলস রেখে তামার তার নিয়ে যায় দুর্বৃত্তরা।
শনিবার সকালে কৃষকরা মাঠে গিয়ে নলকূপের ঘরের জানালা দিয়ে দেখতে পান, পাহারাদার দেলোয়ারের মুখে স্কচটেপ লাগিয়ে হাত-পা বেঁধে ঘরের মেঝেতে ফেলে রাখা হয়েছে। খবর পেয়ে পাম্পের মালিক এসে তাঁকে উদ্ধার করেন।
পাহারাদার দেলোয়ার হোসেন বলেন, রাত সাড়ে ৯টার দিকে ছয়-সাতজন এসে তাঁকে মারধর শুরু করে। একপর্যায়ে তাঁকে বেঁধে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। এরপর তারা কী করেছে, তিনি জানেন না।
খবর পেয়ে ঘরের মধ্য থেকে দেলোয়ারকে উদ্ধার করে বাড়িতে আনেন জানিয়ে গভীর নলকূপের মালিক হেলাল উদ্দিন প্রামাণিক বলেন, মৌসুমের মাঝামাঝি সময়ে তিনটি ট্রান্সফরমার নিতে ২ লাখ ১০ হাজার টাকা জমা দিতে হবে। কী করবেন, ভেবে পাচ্ছেন না তিনি। কালাই থানার ওসি জাহিদ হোসেনের ভাষ্য, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: ট র ন সফরম র র নলক প র
এছাড়াও পড়ুন:
দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হালিম (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার তারাগুনিয়া সাবস্টেশনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হালিম ভেড়ামারা উপজেলার ষোলদাগ গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে সাবস্টেশনের মধ্যে একটি লাশ পড়ে আছে বলে খবর পেয়ে বিদ্যুৎ অফিসের লোকজন সেখানে যায়। পাওয়ার ট্রান্সফরমার মেশিনের নীচে আর্থিং তার হাতের মুঠোয় ধরে একটি যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের হাত ও পায়ে বৈদ্যুতিক শকে পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
দৌলতপুর জোনাল অফিসার এজিএম তৌফিকুর রহমান বাচ্চু বলেন, সাবস্টেশনের চারদিকে দুই স্তরের কাঁটাতার বেড়া ভেদ করে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। কয়েকটি পাওয়ার ট্রান্সফরমার মেশিনের তার কাটা হয়েছে। তবে কেটে ফেলা তার ও কাটা কোনো যন্ত্র সাবস্টেশনের মধ্যে পড়ে ছিল না।
এজিএম আরও বলেন, আর্থিং কেটে ফেলায় বড় ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। যদি গ্রাউন্ডিং বা আর্থিং না থাকে তাহলে পাওয়ার ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে যেতে পারে। ফলে একটা বড় দুর্ঘটনা থেকে এলাকাবাসী ও আমাদের এই সমিতির সাবস্টেশন বেঁচে গেছে।
দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বলেন, এই চক্রে একাধিক ব্যক্তি ছিল। একজন মারা গেলেও অন্যরা পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।