ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুর্গন্ধ পেয়ে বসতঘর থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার দেবগ্রামের মধ্যপাড়া নিজ বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

মৃত ব্যক্তির নাম তোফাজ্জল মিয়া (৩৮)। তিনি উপজেলার পৌরসভার দেবগ্রামের বাসিন্দা মৃত ইদ্রিস মিয়ার ছেলে। তাঁর স্ত্রী চট্টগ্রামে থাকেন। তাঁদের আট বছরের একটি মেয়েসন্তান রয়েছে। তোফাজ্জল দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে দেবগ্রামের মধ্যপাড়ার কাদির মোল্লার বাড়ির পাশে তোফাজ্জলের বসতঘর থেকে দুর্গন্ধ হচ্ছিল। এতে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তাঁরা দরজা খুলে বসতঘরের মেঝেতে তোফাজ্জলের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে আখাউড়া থানা–পুলিশ লাশ উদ্ধার করে। তোফাজ্জল নিজের বসতঘরে একাই থাকতেন। কারও সঙ্গে তেমন মেলামেশা করতেন না। সব সময় একই পোশাক পরতেন ও অস্বাভাবিক আচরণ করতেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.

ছমিউদ্দিন বলেন, তোফাজ্জল মিয়া মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং একাই থাকতেন। বসতঘরের দরজা পাঁচ থেকে ছয় দিন ধরে ভেতর থেকে বন্ধ ছিল। তাঁর মৃত্যুর বিষয়টি প্রথমে কেউ টের পাননি। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে লাশ উদ্ধার করা হয়। এটি স্বাভাবিক মৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আলজেরিয়া জাতীয় দলে ডাক পেলেন জিদানের ছেলে লুকা

ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে প্রথমবারের মতো জাতীয় দলে ডেকেছে আলজেরিয়া। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের খুব কাছাকাছি আছে আলজেরিয়া।

২৭ বছর বয়সী গোলরক্ষক লুকা ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেললেও কখনো সিনিয়র দলে সুযোগ পাননি। ২০১৮ সালে ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলে খেললেও জাতীয় দলে ডাক পাননি। বাবার পারিবারিক সূত্রে আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা রাখেন লুকা। তাঁর জন্ম ফ্রান্সের মার্শেইয়ে হলেও রয়েছে আলজেরিয়ার নাগরিকত্বও। লুকার বাবা জিদান আলজেরিয়ান বংশোদ্ভূত। দাদা ইসমাইল ও দাদি মালিকা ছিলেন আলজেরিয়ান।

দুই সপ্তাহ আগে ফিফা লুকার জাতীয় দল পরিবর্তনের অনুমোদন দেয়। জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন সেখানেও খেলেছেন লুকা। রিয়াল মাদ্রিদের একাডেমিতে তাঁর ফুটবল ক্যারিয়ারের শুরু। পরে খেলেছেন স্পেনের রেসিং সান্তানদের, রায়ো ভায়েকানো ও এসডি এইবারে। বর্তমানে খেলছেন স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাদায়।

বাবা ও মায়ের সঙ্গে লুকা জিদান

সম্পর্কিত নিবন্ধ