রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন দেখা দেয়নি এবং তিনি আশা করেন, এই পরিস্থিতি তৈরি হবে না।

রাশিয়ার সরকারি টেলিভিশনে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। পুতিন জানিয়েছেন, ইউক্রেনের সংঘাতকে ‘যৌক্তিক উপসংহারে’ আনার শক্তি এবং উপায় রাশিয়ার রয়েছে।

রাশিয়ার উপর ইউক্রেনীয় হামলা সম্পর্কে রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদকের প্রশ্নের জবাবে পুতিন বলেন, “ওই (পারমাণবিক) অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন হয়নি.

.. এবং আমি আশা করি এগুলোর প্রয়োজন হবে না।”

তিনি বলেন, “২০২২ সালে যা শুরু হয়েছিল তা রাশিয়ার প্রয়োজনীয় ফলাফলের সাথে একটি যৌক্তিক পরিণতিতে পৌঁছানোর জন্য আমাদের যথেষ্ট শক্তি ও সামর্থ্য আছে।”

২০২২ সালের ফেব্রুয়ারিতে পুতিন ইউক্রেনে হাজার হাজার রুশ সেনা মোতায়েনের নির্দেশ দেন। এ ঘটনাকে ক্রেমলিন তার প্রতিবেশীর বিরুদ্ধে ‘বিশেষ সামরিক অভিযান’ বলে অভিহিত করে।

পরবর্তীতে কিয়েভ থেকে রাশিয়ার সেনাদের বিতাড়িত করা হয়েছিল। মস্কোর বাহিনী বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ নিয়ন্ত্রণ করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক উপায়ে এই সংঘাতের অবসান ঘটাতে চান বলে জানিয়েছেন। পুতিন সাম্প্রতিক সপ্তাহগুলোতে শান্তি মীমাংসার জন্য আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন।

ঢাকা/শাহেদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইউক র ন

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ-আরব আমিরাত টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চূড়ান্তই ছিল। আজ সূচি প্রকাশ করল আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। এক বিজ্ঞপ্তিতে দুই ম্যাচের সূচি প্রকাশ করেছে তারা।

চলতি মাসে পাকিস্তান সফরের আগে এই সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ১৭ ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে দুটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। দুটি ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ৯টায়)।

শুক্রবার (২ মে) এক বিবৃতিতে আরব আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সুবহান আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ ছেলেদের দলের বিপক্ষে আরেকটি টি–টোয়েন্টি সিরিজের আয়োজক হতে পারা রোমাঞ্চের। সর্বশেষ তিন বছরের মধ্যে তাদের সঙ্গে এটি আমাদের দ্বিতীয় দ্বিপক্ষীয় সিরিজ হতে চলেছে। ভালো দলের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতকে খেলার সুযোগ করে দিতে আমরা সব সময় আগ্রহী।’

আরো পড়ুন:

অর্থ আত্মসাৎ: খুলনায় নারী ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মিরাজের বীরত্বে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখলো বাংলাদেশ

উল্লেখ্য, আরব আমিরাতের বিপক্ষে এখন পর্যন্ত তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জিতেছে তিনটিতেই। প্রথমটি জিতেছে মিরপুরে ২০১৬ এশিয়া কাপে, বাকি দুটি ২০২২ আরব আমিরাত সফরে। সর্বশেষ ২০২২ সালে আরব আমিরাতের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ।

ঢাকা/রিয়াদ/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলাদেশ-আরব আমিরাত টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ