ফেনীতে দুই কিশোরের বিরুদ্ধে কবুতর ও মুরগি চুরির অভিযোগ এনে তাঁদের মায়েদের নাকে খত দিতে বাধ্য করেছেন স্থানীয় এক বিএনপি নেতা। ফেনী সদর উপজেলায় ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটি দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নেট ব্যবহারকারীরা। এ ঘটনায় অভিযুক্ত ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি দেলোয়ার হোসেনের দলীয় পদ স্থগিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী, নির্যাতিত নারী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামে ১ মে রাতে গ্রাম্য সালিসি বৈঠক বসে। সালিসে আশপাশের চার এলাকার মানুষকে ডাকা হয়। এ সময় কবুতর ও মুরগির মালিক জাহাঙ্গীর তাঁর প্রাণী চুরির অভিযোগ আনেন। সালিসে উপস্থিত দুই কিশোরকে এ জন্য দায়ী করা হয়। এরপর নাকে খত দেওয়ানো হয় তাঁদের মায়েদের।

ভিডিওতে দেখা যায়, কবুতর ও মুরগি চুরির অপবাদে দুই কিশোরের মায়েদের দোষী সাব্যস্ত করে নাকে খত দেওয়ার আদেশ দেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন। এ সময় সালিসি বৈঠকে উপস্থিত চার এলাকার মানুষের সামনে হাঁটু গেড়ে বসে প্রকাশ্যে নাকে খত দেন দুই মা। হেনস্তা হওয়া দুই মায়ের স্বজনেরা এমন ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েন। তবে বিএনপি নেতার এমন কর্মকাণ্ডে তাৎক্ষণিক মুখ খুলতে সাহস পাননি কেউ।

মায়েদের হেনস্তা করায় বিচার চেয়েছেন সন্তানেরা। এমন অমানবিক ঘটনা তাদের মায়ের সঙ্গে ঘটায় তারা প্রশাসনের কাছে বিচার চেয়েছে।

অভিযুক্ত বিএনপি নেতা দেলোয়ার হোসেন নাকে খত দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, পরিবেশ–পরিস্থিতির কারণে এমনটি করতে হয়েছে। তবে এটি মানবাধিকার লঙ্ঘন বলেও তিনি স্বীকার করে নিয়েছেন।

মানবাধিকার সংগঠন অধিকার ফেনী ইউনিটের সংগঠক তন্বী সোম বলেন, এভাবে মধ্যযুগীয় কায়দায় দুই মাকে হেনস্তা করা চরম মানবাধিকার লঙ্ঘন। ছোট একটি বিষয় নিয়ে শত শত মানুষের সামনে এমনভাবে ঘটে যাওয়া এ ঘটনা কোনোভাবে মেনে নেওয়া যায় না। জড়িত সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেছেন।

ফেনী জেলা আইনজীবী সমিতির সহসভাপতি রহিমা খাতুন বলেন, জনসমক্ষে এমন নির্যাতন অপরাধযোগ্য। সালিসের নামে এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারও নেই।

ফেনীর পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান বলেন, সালিসি বিচারে দুই মাকে নাকে খত দেওয়ার বিষয়টি তিনি খতিয়ে দেখছেন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান ও সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেনের বিএনপির সব পর্যায়ে পদ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সদর উপজ ল ব এনপ র

এছাড়াও পড়ুন:

লিভারপুলকে ৩–০ গোলে হারিয়ে গার্দিওলার ১০০০তম ম্যাচ উদ্‌যাপন

কোচ হিসেবে ১ হাজারতম ম্যাচ! পেপ গার্দিওলার জন্য বড় উপলক্ষই ছিল ম্যানচেস্টার সিটি-লিভারপুল ম্যাচটি। ইতিহাদে লিভারপুলকে ৩-০ গোলে হারিয়ে গার্দিওলার মাইলফলক ম্যাচটিকে স্মরণীয় করে রাখল ম্যানচেস্টার সিটি। আর্লিং হলান্ড, নিকো গঞ্জালেজ ও জেরেমি ডকু গোল তিনটি এনে দিয়েছেন দলকে।

প্রথমার্ধে আর্লিং হলান্ড পেনাল্টি মিস না করলে ব্যবধানটা বড় হতে পারত আরও। লিভারপুলও অবশ্য বলতে পারে তাদের একটি গোল বাতিল না হলে ম্যাচের গতিপ্রকৃতিও হয়তো পাল্টে যেত। ৩৮ মিনিটে দারুণ এক হেডে লিভারপুলকে সমতায় ফিরিয়েছিলেন ভার্জিন ফন ডাইক। সিটি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার সামনে থাকা লিভারপুল খেলোয়াড় অ্যান্ডি রবার্টসন অফসাইড পজিশনে থাকায় বাতিল করা হয় সেই গোল। রবার্টসন দোন্নারুম্মার পথ আটকে রেখেছিলেন কি না তা নিয়ে অবশ্য বিতর্ক আছে।

তবে ওই গোল বাতিলের আগে-পরে সিটির প্রাধান্যই ছিল ম্যাচে।

বিস্তারিত আসছে...

সম্পর্কিত নিবন্ধ