কুড়িগ্রামে ট্রাক্টরে ট্রেনের ধাক্কা, আহত ২
Published: 5th, May 2025 GMT
কুড়িগ্রাম জেলা শহরের নাজিরা রেল ক্রসিংয়ে পার্বতীপুর থেকে রমনাগামী ট্রেন একটি ট্রাক্টরকে ধাক্কা দিলে এর চালক ও হেলপার আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (৫ মে) সকাল ১১টার দিকে ট্রেনটি কুড়িগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে চিলমারীর রমনা যাওয়ার পথে নাজিরা রেল ক্রসিং এ আসে। এ সময় পাথর বোঝাই একটি ট্রাক্টর রেল ক্রসিং অতিক্রম করার চেষ্টা করলে সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় ট্রাক্টর দুমড়ে মুচড়ে যায় এবং চালক ও সহকারী আহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে ট্রাক্টর সরিয়ে নিলে রেল চলাচল স্বাভাবিক হয়। এই রেল ক্রসিংয়ে গেট বা সিগন্যাল নেই।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের টিম লিডার নুরে আলম সিদ্দিকী বলেন, ক্ষতিগ্রস্ত ট্রাক্টরটি রেল লাইন থেকে সরানো হয়েছে। আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুন:
এনায়েত উল্লাহর ১৯০ গাড়ি জব্দের আদেশ
ঝলকাঠিতে অটোরিকশায় মাহিন্দ্রার ধাক্কা, নিহত ২
ঢাকা/সৈকত/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন সড়ক দ র ঘটন র ল ক রস
এছাড়াও পড়ুন:
ব্যালন ডি’অর: মেসির অভিনন্দনবার্তা, নেইমারের হতাশা
বারবার চোটে পড়া তো ছিলই, সমালোচিত ছিলেন মাঠের বাইরে কর্মকাণ্ড নিয়েও। একসময় হুমকিতে পড়েছিল ক্যারিয়ারও। বার্সেলোনায় ব্যর্থ হয়ে হতাশা নিয়ে শেষ পর্যন্ত পাড়ি জমান পিএসজিতে। আর নিজ দেশে ফিরতেই যেন বদলে গেল উসমান দেম্বেলের ভাগ্য। ২০২৪-২৫ মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে এখন তিনি জিতে নিলেন ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ ট্রফি ব্যালন ডি’অরও।
গত মৌসুম শেষ হওয়ার পর দেম্বেলের ব্যালন ডি’অর জয় একরকম অনুমেয়ই ছিল। ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়সহ পিএসজির ট্রেবল জয়ে এমবাপ্পের ব্যাপক ভূমিকা ছিল। গোল করায়, করানোয় এবং দলকে উজ্জীবিত রাখায় সমান ভূমিকা রেখেছেন তিনি।
যার ফলস্বরূপ মিলেছে বর্ষসেরার এই পুরস্কার। পুরস্কার পাওয়ার পর দেম্বেলেকে প্রশংসায় ভাসাচ্ছেন সবাই। ব্যালন ডি’অরের রাজা ও দেম্বেলের সাবেক সতীর্থ লিওনেল মেসিও শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুনকান্নায় ব্যালন ডি’অর বরণ দেম্বেলের, বোনমাতির তিনে তিন১৩ ঘণ্টা আগেগতকাল রাতে ব্যালন ডি’অর জয়ের পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ছবি পোস্ট করে দেম্বেলে লিখেছেন, ‘অনেক আনন্দ, গর্ব আর আবেগে মন ভরে আছে। একটি স্বপ্ন সত্যি হলো। এই যাত্রাপথে যারা সব সময় আমাকে সমর্থন করেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা।’ দেম্বেলের এই পোস্টের মন্তব্যে মেসি লিখেছেন, ‘দারুণ! অভিনন্দন, আমি তোমার জন্য খুব খুশি। তুমি এটা পাওয়ার যোগ্য।’
দেম্বেলের পোস্টে মেসির মন্তব্য