নেইমার, জেমস বন্ড থেকে তাসকিনের চিকিৎসক যিনি
Published: 6th, May 2025 GMT
তোতলামি সারানোর চিকিৎসকও কখনো কখনো তোতলা হতে পারেন। তখন তোতলামি সারাতে সেই চিকিৎসককে যেতে হয় অন্য চিকিৎসকের কাছে। প্রফেসর জেমস ক্যাল্ডারের অবস্থাও খুব একটা আলাদা নয়। পা ও গোড়ালির (অ্যাঙ্কেল) অস্ত্রোপচারে বিশেষজ্ঞ ক্যাল্ডার। দ্য টাইমসের প্রতিবেদক তাঁর সঙ্গে সাক্ষাৎ করার এক সপ্তাহ আগেই এক সতীর্থ চিকিৎসকের মাধ্যমে হাঁটুতে অস্ত্রোপচার করান ক্যাল্ডার।
সেই প্রতিবেদকের সঙ্গে সাক্ষাতের সময় ক্যাল্ডারের হাঁটাচলা স্বাভাবিকই ছিল। খোঁড়াতে দেখা যায়নি। ক্যাল্ডার নিজেই জানালেন তাঁর বর্তমান পরিস্থিতি, ‘অস্ত্রোপচার করানোর আগে এবং করানোর এক দিন পর যেমন ছিলাম, এখন তার চেয়ে ভালোভাবে হাঁটু ভাঁজ করতে পারছি।’
মজা করে কেউ কেউ বলতে পারেন, চিকিৎসকের নিজেরই যদি এ অবস্থা হয়, তাহলে তাঁর রোগীদের না জানি কী অবস্থা!
আরও পড়ুন‘পাসপোর্ট সময়মতো না আসায়’ ইউরো জেতা হয়নি রাফিনিয়ার১০ ঘণ্টা আগেনা। ক্রীড়াবিদদের কাছে ক্যাল্ডার খুব জনপ্রিয় অর্থোপেডিকস চিকিৎসক। বিশ্বসেরা সার্জন ও দ্রুত সেরে ওঠার প্রয়োজন হলে ক্রীড়াবিদেরা ভিড় জমান মধ্য লন্ডনে ক্যাল্ডারের প্রতিষ্ঠা করা ফোর্টিয়াস ক্লিনিকে। এই ক্লিনিকের তিনি সহপ্রতিষ্ঠাতা। ক্লিনিকে ঢোকার পথে হলরুমে নেইমার ও ভার্জিল ফন ডাইকের সই করা দুটি জার্সি ফ্রেমে বাঁধাই করে ঝুলিয়ে রাখা। চোটের কারণে কিছুদিন আগে শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে না পারা বাংলাদেশের পেসার তাসকিন আহমেদও ক্যাল্ডারকে দেখিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে অ্যাকিলিস টেনডিনোপ্যাথিতে ভোগা তাসকিন গত মাসের শেষ দিকে ইংল্যান্ডে যান। গত ২৯ এপ্রিল ক্যাল্ডারের সঙ্গে তাঁর দেখা করার দিন-তারিখ ঠিক করা হয়েছিল। ক্যাল্ডারকে নিয়ে তখন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছিলেন, ‘ওই চিকিৎসক একজন বিশেষজ্ঞ গোড়ালির সার্জন। আমরা নিজেরাও যথেষ্ট খোঁজখবর নিয়েছি এবং সিদ্ধান্ত নেওয়ার আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গেও যোগাযোগ করেছি। সব দিক বিবেচনায় আমরা সেরা বিকল্পটাই বেছে নিয়েছি।’
নেইমারও চোটের চিকিৎসা করিয়েছেন ক্যাল্ডারের কাছে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ ক ৎসক
এছাড়াও পড়ুন:
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ভারতীয় ক্রিকেটার
আইপিএলের মাঝপথেই নেতিবাচক খবরের শিরোনামে এলো ভারতের ক্রিকেট। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্কের অভিযোগে শিবালিক শর্মা নামের এক ক্রিকেটারকে গ্রেফতার করেছে যোধপুরের কুড়ি ভগতাসনি হাউজিং বোর্ড থানার পুলিশ। ২৬ বছর বয়সী শিবালিক ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন। আইপিএলে গত বছর মুম্বাই ইন্ডিয়ান্সে ছিলেন।
ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, শিবালিকের বিরুদ্ধে ‘বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ’-এর অভিযোগ তুলেছেন এক তরুণী। যোধপুরের কুড়ি ভগতাসনি থানায় মামলা দায়েরের পরই তাকে আটক করা হয়। বর্তমানে তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।
পুলিশ জানায়, ২০২৩ সালে বরোদার এই ক্রিকেটারের সঙ্গে পরিচয় হয় অভিযোগকারীর। সম্পর্ক ঘনিষ্ঠ হলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান শিবালিক। তবে ২০২৪ সালের আগস্টে তাকে বরোদায় ডেকে পাঠান এবং সেখানকার পারিবারিক এক আলোচনায় জানানো হয়, শিবালিকের বিয়ে অন্যত্র ঠিক করা হয়েছে। এরপরই থানায় অভিযোগ জানান তরুণী।
শিবালিক শর্মা বরোদা দলের হয়ে ঘরোয়া ক্রিকেটে অংশ নেন। বাঁ-হাতি ব্যাটিংয়ের পাশাপাশি পার্টটাইম স্পিন বোলিংও করেন তিনি। ২০২৩ সালের ডিসেম্বরে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে সিকিমের বিপক্ষে ১৭ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেন এই ক্রিকেটার।
২০২৪ আইপিএল মৌসুমে ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে স্কোয়াডে থাকা সত্ত্বেও মাঠে নামার সুযোগ পাননি তিনি।