নেইমার, জেমস বন্ড থেকে তাসকিনের চিকিৎসক যিনি
Published: 6th, May 2025 GMT
তোতলামি সারানোর চিকিৎসকও কখনো কখনো তোতলা হতে পারেন। তখন তোতলামি সারাতে সেই চিকিৎসককে যেতে হয় অন্য চিকিৎসকের কাছে। প্রফেসর জেমস ক্যাল্ডারের অবস্থাও খুব একটা আলাদা নয়। পা ও গোড়ালির (অ্যাঙ্কেল) অস্ত্রোপচারে বিশেষজ্ঞ ক্যাল্ডার। দ্য টাইমসের প্রতিবেদক তাঁর সঙ্গে সাক্ষাৎ করার এক সপ্তাহ আগেই এক সতীর্থ চিকিৎসকের মাধ্যমে হাঁটুতে অস্ত্রোপচার করান ক্যাল্ডার।
সেই প্রতিবেদকের সঙ্গে সাক্ষাতের সময় ক্যাল্ডারের হাঁটাচলা স্বাভাবিকই ছিল। খোঁড়াতে দেখা যায়নি। ক্যাল্ডার নিজেই জানালেন তাঁর বর্তমান পরিস্থিতি, ‘অস্ত্রোপচার করানোর আগে এবং করানোর এক দিন পর যেমন ছিলাম, এখন তার চেয়ে ভালোভাবে হাঁটু ভাঁজ করতে পারছি।’
মজা করে কেউ কেউ বলতে পারেন, চিকিৎসকের নিজেরই যদি এ অবস্থা হয়, তাহলে তাঁর রোগীদের না জানি কী অবস্থা!
আরও পড়ুন‘পাসপোর্ট সময়মতো না আসায়’ ইউরো জেতা হয়নি রাফিনিয়ার১০ ঘণ্টা আগেনা। ক্রীড়াবিদদের কাছে ক্যাল্ডার খুব জনপ্রিয় অর্থোপেডিকস চিকিৎসক। বিশ্বসেরা সার্জন ও দ্রুত সেরে ওঠার প্রয়োজন হলে ক্রীড়াবিদেরা ভিড় জমান মধ্য লন্ডনে ক্যাল্ডারের প্রতিষ্ঠা করা ফোর্টিয়াস ক্লিনিকে। এই ক্লিনিকের তিনি সহপ্রতিষ্ঠাতা। ক্লিনিকে ঢোকার পথে হলরুমে নেইমার ও ভার্জিল ফন ডাইকের সই করা দুটি জার্সি ফ্রেমে বাঁধাই করে ঝুলিয়ে রাখা। চোটের কারণে কিছুদিন আগে শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে না পারা বাংলাদেশের পেসার তাসকিন আহমেদও ক্যাল্ডারকে দেখিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে অ্যাকিলিস টেনডিনোপ্যাথিতে ভোগা তাসকিন গত মাসের শেষ দিকে ইংল্যান্ডে যান। গত ২৯ এপ্রিল ক্যাল্ডারের সঙ্গে তাঁর দেখা করার দিন-তারিখ ঠিক করা হয়েছিল। ক্যাল্ডারকে নিয়ে তখন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছিলেন, ‘ওই চিকিৎসক একজন বিশেষজ্ঞ গোড়ালির সার্জন। আমরা নিজেরাও যথেষ্ট খোঁজখবর নিয়েছি এবং সিদ্ধান্ত নেওয়ার আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গেও যোগাযোগ করেছি। সব দিক বিবেচনায় আমরা সেরা বিকল্পটাই বেছে নিয়েছি।’
নেইমারও চোটের চিকিৎসা করিয়েছেন ক্যাল্ডারের কাছে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ ক ৎসক
এছাড়াও পড়ুন:
মনোনয়নবঞ্চিত প্রার্থীকে দেখে স্লোগান দিয়ে নদীতে লাফ
সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন চেয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। কিন্তু তিনি মনোনয়ন পাননি। ঢাকা থেকে তার বাড়ি ফেরার সংবাদে নদীপাড়ে জড়ো হন অসংখ্য সমর্থক। এ সময় তাকে আসতে দেখে কয়েকজন সমর্থক স্লোগান দিতে দিতে নদীতে ঝাঁপিয়ে পড়েন। এ ঘটনার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সুরমা নদীর পাড়ে ঘটনাটি ঘটে।
এ দিন মাহবুবুর রহমান স্পিডবোটে বাড়ি ফিরছিলেন। খবর পেয়ে নদী পাড়ে হাজারো সমর্থক উপস্থিত হন। তাকে বহনকারী স্পিডবোট পাড়ের দিকে এগিয়ে আসার সময় কয়েকজন সমর্থক ‘মাহবুবুর ভাই’ ‘মাহবুবুর ভাই’ স্লোগান দিতে দিতে নদীতে ঝাঁপ দেন এবং তারা সাঁতরে স্পিডবোটের কাছে চলে যান। এ সময় মাহবুবুর রহমান তাদের স্পিডবোটে তুলে নেন এবং সবাইকে নিয়ে জামালগঞ্জ রিভার ভিউয়ের মাঠে পথসভায় যোগ দেন।
পথসভায় মাহবুবুর রহমান বলেন, ‘‘বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। কখনো কোনো আন্দোলনে পিছনে ফিরে তাকাইনি। ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে গ্রেনেড হামলায় আমার বাম কানের পর্দা ছিঁড়ে গেছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছি। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করেছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতেও কাজ করেছি।’’
‘‘আমি দলের মনোনয়ন প্রত্যাশী ছিলাম, আপনারা আমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন। কিন্তু আমি আপনাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারিনি। আপনারা অশ্রুসিক্ত নয়নে যে ভালোবাসা দেখিয়েছেন, আমি সেই ভালোবাসা নিয়ে আজীবন জনকল্যাণে কাজ করে যাব।’’
তিনি আরো বলেন, ‘‘আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। তারেক জিয়া আমার নেতা। ধানের শীষ আমার ঠিকানা। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। তারেক জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।’’
পথসভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মালিক, দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক মোঃ আজিজুর রহমান, যুগ্ম আহ্বাবায়ক আজাদ হোসেন বাবলু, ধর্মপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী ব্যাপারী প্রমুখ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের পাঁচটি আসনের মধ্যে তিনটিতে প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি।সুনামগঞ্জ-১ আসনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আনিসুল হক মনোনয়ন পেয়েছেন।
ঢাকা/মনোয়ার//