সোনারগাঁয়ে ৭ লাখ ৪০ হাজার টাকার ছিনতাই
Published: 6th, May 2025 GMT
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে দিনে দুপুরে সাদা প্রাইভেটকার দিয়ে অটোরিকশার পথ গতিরোধ করে যাত্রীর সাথে সাড়ে ৭ লক্ষ ৪০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৬ মে) দুপুরে মহাসড়কের উপজেলার ছোট সাদিপুর এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী রুমা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভূক্তভোগী রুমা আক্তার জানান, মঙ্গলবার সকালে মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত ইসলামি ব্যাংক থেকে তিনি সাড়ে ৭ লক্ষ ৪০ হাজার টাকা উত্তোলন করে অটোরিকশা যোগে ছোট সাদিপুর ব্র্যাক এনজিও অফিসের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
তাদের বহনকারী অটোরিকশাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট সাদিপুর ব্র্যাক এনজিও অফিস মুখি রাস্তার সামনে পৌছালে পিছন থেকে আসা একটি সাদা রংয়ের প্রাইভেটকার তাদের পথ গতিরোধ করে সাথে সাড়ে ৭ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঢাকা মুখী সড়কে দিকে পালিয়ে যায়।
এ বিষয়ে সোনারগাঁ থানার (তদন্ত) ওসি রাশেদুল হাসান খান জানান, ঘটনাস্থলে আমাদের টিম পার্শ্ববর্তী একটি কারখানার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হলেও অস্পষ্টতার কারনে গাড়ি নাম্বার ও ছিনতাইকারীদের সনাক্ত করা সম্ভব হয়নি।
তবে ইসলামি ব্যাংক ও মহাসড়কে থাকা অন্যান্য সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে। অতিশীঘ্রই তাদের আইনের গ্রেপ্তার করতে সক্ষম হবো।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ ছ নত ই ৪০ হ জ র ট ক স ন রগ
এছাড়াও পড়ুন:
এপ্রিলে রাজনৈতিক সহিংসতায় ১১ জনের মৃত্যু: এইচআরএসএস
রাজনৈতিক সহিংসতায় গত এপ্রিল মাসে বিএনপি ও আওয়ামী লীগের ১১ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে এইচআরএসএস বলেছে, এপ্রিলে নিহত ব্যক্তিদের মধ্যে বিএনপির আটজন এবং আওয়ামী লীগের তিনজন রয়েছেন। গত মাসে এ ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে অন্তত ৭৮টি। এ সময় সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৭২৭ জন। তবে মার্চের তুলনায় এপ্রিল মাসে রাজনৈতিক সহিংসতার ঘটনা কমেছে। মার্চ মাসে এই সংখ্যা ছিল ৯৭টি। মার্চে নিহত হয়েছিলেন ২৩ জন। এসব ঘটনায় আহত হন অন্তত ৭৫৫ জন।
এপ্রিল মাসে দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করে এইচআরএসএস বলছে, রাজনৈতিক সহিংসতার ৭৮টি ঘটনার মধ্যে ৩৯টি বিএনপির অন্তঃকোন্দলের কারণে হয়েছে। এসব ঘটনায় ৭ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন ৪৬৭ জন। বিএনপি-আওয়ামী লীগের মধ্যে ২৫টি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০২ জন।
এইচআরএসএস আরও বলেছে, গত মাসে বিএনপি-জামায়াতের মধ্যে দুটি সংঘর্ষে আহত হয়েছেন তিনজন। বিএনপি-এনসিপির মধ্যে তিনটি সংঘর্ষে আহত হয়েছেন ছয়জন। আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে তিনটি সংঘর্ষে আহত হয়েছেন চারজন। এনসিপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের চারটি ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। এ ছাড়া আওয়ামী লীগের অন্তঃকোন্দলে তিনটি ঘটনায় ১ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, ভুক্তভোগীদের পরিবার ও এইচআরএসএসের সংগৃহীত তথ্য অনুযায়ী এপ্রিলে র্যাবের গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। থানা হেফাজতে একজন মারা গেছেন।