সোনারগাঁয়ে ৭ লাখ ৪০ হাজার টাকার ছিনতাই
Published: 6th, May 2025 GMT
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে দিনে দুপুরে সাদা প্রাইভেটকার দিয়ে অটোরিকশার পথ গতিরোধ করে যাত্রীর সাথে সাড়ে ৭ লক্ষ ৪০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৬ মে) দুপুরে মহাসড়কের উপজেলার ছোট সাদিপুর এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী রুমা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভূক্তভোগী রুমা আক্তার জানান, মঙ্গলবার সকালে মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত ইসলামি ব্যাংক থেকে তিনি সাড়ে ৭ লক্ষ ৪০ হাজার টাকা উত্তোলন করে অটোরিকশা যোগে ছোট সাদিপুর ব্র্যাক এনজিও অফিসের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
তাদের বহনকারী অটোরিকশাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট সাদিপুর ব্র্যাক এনজিও অফিস মুখি রাস্তার সামনে পৌছালে পিছন থেকে আসা একটি সাদা রংয়ের প্রাইভেটকার তাদের পথ গতিরোধ করে সাথে সাড়ে ৭ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঢাকা মুখী সড়কে দিকে পালিয়ে যায়।
এ বিষয়ে সোনারগাঁ থানার (তদন্ত) ওসি রাশেদুল হাসান খান জানান, ঘটনাস্থলে আমাদের টিম পার্শ্ববর্তী একটি কারখানার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হলেও অস্পষ্টতার কারনে গাড়ি নাম্বার ও ছিনতাইকারীদের সনাক্ত করা সম্ভব হয়নি।
তবে ইসলামি ব্যাংক ও মহাসড়কে থাকা অন্যান্য সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে। অতিশীঘ্রই তাদের আইনের গ্রেপ্তার করতে সক্ষম হবো।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ ছ নত ই ৪০ হ জ র ট ক স ন রগ
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।