কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরটেকীর নামাপাড়া এলাকায় মঙ্গলবার (৬ মে) দুপুরে বজ্রপাতে তিন স্কুলছাত্রী নিহত হয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়।

খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আমিনুল হক।

তিনি জানিয়েছিলেন পাকুন্দিয়া উপজেলার চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ইরিনা (১৫), বাদল মিয়ার মেয়ে প্রিয়া (১৫) এবং বোরহান উদ্দিনের মেয়ে বর্ষা (১৫) বজ্রপাতে নিহত হয়েছে।

তবে সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়- তিন জন নয়, নিহত হয়েছে দুজন। তারা হলো- ইরিনা ও প্রিয়া। বর্ষা গুরুতর আহত হয়। বর্তমানে বর্ষা কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের ষষ্ট তলায় মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

বর্ষার স্বজনরা জানান, তিনজন একসাথে স্কুল থেকে আসার পথে বজ্রপাতে গুরুতর আহত হয়। পরে, স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন। বর্ষাকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরণ করেন। 

হাসপাতালে নেওয়ার সময় বর্ষা সংজ্ঞাহীন অবস্থায় ছিল। তার অবস্থা দেখে স্বজন ও প্রত্যক্ষদর্শীরা তাকে মৃত মনে করেন। এসময় স্বজনরা বর্ষাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে। তবে চিকিৎসকরা পরীক্ষা করে তাকে জীবিত দেখতে পান। এর আগেই বর্ষার মৃত্যু সংবাদ গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার রাত সাড়ে দশটায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডা.

নুর মো. শামসুল আলম বলেন, “বর্তমানে বর্ষা আগের চেয়ে অনেক ভাল আছেন। তার চিকিৎসা চলছে।”

ঢাকা/রুমন/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নরসিংদীর সাবেক কাউন্সিলরের লাশ উত্তোলন

নরসিংদীর মাধবদী পৌরসভার সাবেক কাউন্সিলর মোবারক হোসেনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে দাফনের ছয় মাস পর আদালতের নির্দেশে মঙ্গলবার (৬ মে) তার মরদেহ উত্তোলন করা হয় বলে জানান মাধবদী থানার ওসি মো. নজরুল ইসলাম।

মোবারক হোসেন মাধবদী পৌর এলাকার গাংপাড় এলাকার মৃত তালেব হোসেনের ছেলে। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

ওসি নজরুল ইসলাম জানান, নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউর রহমানের নেতৃত্বে মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়। এসময় মোবারক হোসেনের পরিবারের লোকজন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

শিবচরে নদীতে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার

নড়াইলে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোবারক হোসেনের স্বজনরা জানান, গত ২২ মার্চ (শনিবার) সকালে মোবারক হোসেনের কবর ঢেকে রাখা লোহার মাচা ও মাটি সরানো অবস্থায় দেখতে পান স্বজনরা। এসময় খোঁড়া কবর থেকে একটি বোতল, আগুনে পোড়া কাপড়, পোড়া কাঠসহ বিভিন্ন বস্তু দেখা যায়। সন্দেহ হলে মৃত মোবারক হোসেনের ছেলে আবির হোসেন মাধবদী থানায় সারাধণ ডায়েরি করেন। 

পুলিশ তদন্তের মধ্যে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। পরে আদালত কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশে দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী আজ মোবারক হোসেনের মরদেহ আজ কবর থেকে উত্তোলন করা হয়।

ছয় মাস আগে স্ট্রোক করে মারা যান মোবারক হোসেন। স্বাভাবিক মৃত্যু ভেবে তার মরদেহ দাফন করেন পরিবারের সদস্যরা। পরে বিভিন্ন আলামত ও সন্দেহবশত আদালতে যায় পরিবার।

ঢাকা/হৃদয়/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • নরসিংদীর সাবেক কাউন্সিলরের লাশ উত্তোলন