ফেরত পাঠানো হলে সেনা-বিজিপিসহ মিয়ানমারের ৪০ নাগরিককে
Published: 7th, May 2025 GMT
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সেনা ও বিজিপির ৩৪ সদস্যসহ ৪০ নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
বুধবার (৭ মে) দুপুরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘মায়ানমার এয়ারলাইন্সের’ একটি বিমানে তাদের ফেরত পাঠানো হয়। এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে কঠোর নিরাপত্তায় ৩৪ সেনা ও বিজিপি সদস্যকে কক্সবাজার বিমানবন্দরে আনা হয়।
আর বেলা পৌনে ১২টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে আনা হয় মিয়ানমারের ৬ নাগরিককে। যারা এতদিন মাদক পাচার ও হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কক্সবাজার কারাগারে বন্দী ছিলেন। সাজার মেয়াদ শেষ হওয়ায় তাদের মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
আরো পড়ুন:
স্বরাষ্ট্র উপদেষ্টা
মিয়ানমারের সঙ্গে আমদানি-রপ্তানিতে আরকান আর্মিও পয়সা নিচ্ছে
আরাকান আর্মির কবল থেকে ফিরলেন ৫৫ জেলে
কক্সবাজার বিমানবন্দরের পরিচালক মো.
এর আগে, সোমবার বিজিবি কক্সবাজার রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান বলেন, ‘‘রাখাইন রাজ্যে সংঘাতের জেরে মিয়ানমারের ৩৪ সেনা ও বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। তারা এতদিন বিজিবির হেফাজতে ছিলেন। তাদের ফেরত পাঠাতে তালিকা দেওয়া হয়েছে।’’
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম বলেন, ‘‘বিজিবির পক্ষ থেকে ফেরত পাঠানোর তালিকা দেওয়া হয় এবং জেলা কারাগারে সাজাভোগ শেষে আরো ৬ মিয়ানমার নাগরিককে একই ফ্লাইটে পাঠানো হয়েছে।’’
এর আগে, তিন দফায় মিয়ানমার থেকে পালিয়ে আসা দেশটির ৭৫২ নাগরিককে ফেরত নেয় জান্তা সরকার।
ঢাকা/তারেকুর/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রায়ের পর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত: রিজওয়ানা হাসান
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে দেশে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সোমবার সকালে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে ‘দ্য সোল অব জুট’ নামে এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা।