চলতি মাসের দুই শনিবার (১৭ ও ২৪ মে) সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক আদেশে এমন নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, সরকার আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে (শনিবার) ও ২৪ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা সিদ্ধান্ত নিয়েছে। 

ছুটিকালীন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং সাপ্তাহিক ছুটির দিন (১৭ মে ও ২৪ মে) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রাখার নির্দেশনা রয়েছে বলে আদেশে জানানো হয়েছে।

সাপ্তাহিক ছুটির দিনে অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা রাখার বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে জারি করা আদেশে।

এ বিষয়ে বিভাগের সেবা শাখার সিনিয়র সহকারী সচিব জাবের মো.

সোয়াইব সমকালকে বলেন, ‘আগামী ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার হলেও এ দুইদিন সব সরকারি ও বেসরকারি সব অফিস খোলা রাখার নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সে নির্দেশনার আলোকে এ দুই শনিবার শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন অফিস ও সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে।’

উৎস: Samakal

কীওয়ার্ড: সব সরক র ব সরক র ও ২৪ ম

এছাড়াও পড়ুন:

জবি প্রেসক্লাবের সভাপতি মেহেদী, সম্পাদক ইউছুব

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জবি প্রেসক্লাব) ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।

এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইউছুব ওসমান।

শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার জাহিদুল ইসলাম সাদেক আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা রাকিবুল ইসলাম রাকিব, উপদেষ্টা নোমান আল আব্দুল্লাহ, রায়হান উদ্দিন, নজরুল ইসলাম, আরমান হাসান, প্রধান নির্বাচন সমন্বয়ক ও সদ্য সাবেক সভাপতি সুবর্ণ আস-সাইফ, সহকারী নির্বাচন সমন্বয়ক ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক আহনাফ ফাইয়াজসহ সংগঠনের সদস্যরা।

নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি শেখ শাহরিয়ার হোসেন (ঢাকা টাইমস), যুগ্ম-সাধারণ সম্পাদক রিদুয়ান ইসলাম (চ্যানেল আই), সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান সরকার শুভ (সারাবাংলা ডট নেট), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাতেমা আলী (দেশ রূপান্তর), অর্থ সম্পাদক সোহানুর রহমান (বার্তা২৪), কার্যনির্বাহী সদস্য লিমন ইসলাম (রাইজিংবিডি) এবং জুনায়েদ মাসুদ (দ্যা ডেইলি ক্যাম্পাস)।

ফলাফল ঘোষণার পর প্রধান নির্বাচন কমিশনার জাহিদুল ইসলাম সাদেক বলেন, “সুষ্ঠু ও সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়েছে। আশা করি, নতুন নেতৃত্ব সবাইকে সঙ্গে নিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণেও ভূমিকা রাখবে।”

প্রধান উপদেষ্টা রাকিবুল ইসলাম রাকিব বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে জবি প্রেসক্লাব সবসময় কাজ করেছে। নতুন নেতৃত্বও বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ও দেশের কল্যাণে কাজ করবে বলে প্রত্যাশা করছি।”

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ