এক যুগ আগে গুম হওয়া সাজেদুলকে ধরতে পরোয়ানা নিয়ে বাসায় পুলিশ
Published: 8th, May 2025 GMT
প্রায় এক যুগ আগে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম ওরফে সুমনকে ধরতে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পুলিশ বাসায় গিয়ে হট্টগোল করেছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার পর তাঁদের তেজগাঁওয়ের শাহিনবাগের বাসায় যায় তেজগাঁও থানা-পুলিশ। এ সময় পুলিশ সদস্যরা পরিবার সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলেও অভিযোগ করেছেন তাঁরা।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোকে নিয়ে গড়ে ওঠা সংগঠন ‘মায়ের ডাক’–এর অন্যতম সমন্বয়কারী সাজেদুলের বোন সানজিদা ইসলাম। এই সংগঠন গড়ে তোলার পেছনে সাজেদুলের পরিবার মূল ভূমিকা পালন করেছে। প্রায় এক যুগ ধরে এই সংগঠন গুমের শিকার ব্যক্তিদের ফেরত পেতে আন্দোলন চালিয়ে আসছে।
এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে সানজিদা ইসলাম বলেন, ২০১৩ সালে তাঁর ভাই সাজেদুল গুম হয়েছেন। আওয়ামী লীগ সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে ভাইসহ গুমের শিকার ব্যক্তিদের ফিরে পেতে এক যুগের বেশি সময় ধরে রাজপথে সোচ্চার থেকেছেন তাঁরা। এসব গুম নিয়ে জাতিসংঘ তদন্ত করেছে। অন্তর্বর্তী সরকার গুম কমিশন গঠন করেছে। অথচ পুলিশ তাঁর ভাই সাজেদুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে বাসায় এসেছে। তিনি বলেন, ‘এমন ঘটনায় বিস্মিত না হয়ে কি উপায় আছে!’
সানজিদা ইসলাম বলেন, তাঁর ভাই সাজেদুলের বিরুদ্ধে ২০১৩ সালের আগের অনেক রাজনৈতিক মামলা আছে। এক যুগ আগে গুম হওয়া ব্যক্তির বিরুদ্ধে এসব মামলায় কীভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, সেটি তাঁর জানা নেই। আর পুলিশ কিছু না জেনে বাসায় চলে এসেছে, সেটা হতে পারে না।
সাজেদুলের বোন বলেন, পুলিশের আচরণ ছিল রহস্যজনক। তাঁরা বাড়ির ভেতরে ঢুকে কাউকে খুঁজছিল। কী খুঁজছিলেন, সেটি তাঁরা বলছিলেন না। একপর্যায়ে তাঁরা (পুলিশ) বলেন, সুমনকে (সাজেদুল) খুঁজছেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। সুমন গুম হয়েছে, এটা আপনারা জানেন না—এমন প্রশ্নের জবাবে পুলিশ সদস্যরা তাঁদের কাজ তাঁদেরকে করতে দিতে বলেন। পরে পুলিশ উচ্চ স্বরে কথা বলে হট্টগোল করেছে। আশপাশ থেকে লোকজন বাসায় এলে পুলিশ সদস্যরা চলে যান।
এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসাইন প্রথম আলোকে বলেন, থানার যে পুলিশ সদস্যরা সাজেদুলের বাসায় গিয়েছিলেন, তাঁরা সাজেদুলকে চিনতেন না। তিনি যে গুম হয়েছিলেন, সেটিও জানতেন না। শুধু সাজেদুল নন, আরও অন্যান্য গ্রেপ্তারি পরোয়ানা তামিল করার জন্য পুলিশ সদস্যরা থানা থেকে বের হন। এটি একটি ভুল–বোঝাবুঝি।
ওসি বলেন, ‘যেহেতু থানা-পুলিশের সদস্যরা ভুল করেছেন, থানার ওসি হিসেবে পরিবারের কাছে সেটির জন্য দুঃখ প্রকাশ করছি।’ সাজেদুলের বিরুদ্ধে ২০২৩ সালের অক্টোবরে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল বলে জানান তিনি।
এদিকে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ‘নিখোঁজ’ সাজেদুলের বাসায় যাওয়া নিয়ে দুঃখ প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ কথা জানান।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ব র পর য় ন এক য গ ইসল ম
এছাড়াও পড়ুন:
গ্রিন ডিল পলিসি–আরএসএফ–এনভিডিয়া কী
১. গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয় কবে?
ক. ১ নভেম্বর ২০২৫
খ. ২ নভেম্বর ২০২৫
গ. ৪ নভেম্বর ২০২৫
ঘ. ৫ নভেম্বর ২০২৫
উত্তর : খ. ২ নভেম্বর ২০২৫
২. বাংলাদেশ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদমর্যাদা হবে—
ক. পূর্ণ মন্ত্রীর সমান
খ. মুখ্য সচিবের সমান
গ. প্রতিমন্ত্রীর সমান
ঘ. উপমন্ত্রীর সমান
উত্তর : ক. পূর্ণ মন্ত্রীর সমান
৩. নির্বাচন কমিশনের সর্বশেষ হিসাব অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা—
ক. ১২ কোটি ৭৬ লাখ
খ. ১৩ কোটি ১২ লাখ
গ. ১২ কোটি ৮ হাজার
ঘ. ১৩ কোটি ৫৫ হাজার
উত্তর : ক. ১২ কোটি ৭৬ লাখ
আরও পড়ুনসহকারী শিক্ষক নিয়োগে পদ ১০,২১৯, ধূমপানের অভ্যাস থাকলে আবেদন নয়৮ ঘণ্টা আগে৪. সুদান থেকে বিচ্ছিন্ন হয়ে দক্ষিণ সুদান আলাদা একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে কত সালে?
ক. ২০০৭ সালে
খ. ২০০৯ সালে
গ. ২০১১ সালে
ঘ. ২০১৩ সালে
উত্তর : গ. ২০১১ সালে
৫. এল-ফাশের শহরটি কোন দেশে অবস্থিত?
ক. মিশর
খ. লিবিয়া
গ. সুদান
ঘ. দক্ষিণ সুদান
উত্তর : গ. সুদান (সুদানের উত্তর দারফুর প্রদেশের রাজধানী এল-ফাশের)
৬. সম্প্রতি সুদানের এল-ফাশের শহরে সংঘটিত গণহত্যার জন্য দায়ী গোষ্ঠী—
ক. বোকো হারাম
খ. আল শাবাব
গ. আবু সায়াফ গ্রুপ (ASG)
ঘ. র্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)
উত্তর : ঘ. র্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) (আধা-সামরিক বাহিনী RSF গঠিত হয় ২০১৩ সালে)
৭. সুদানের আধা-সামরিক গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) এর কমান্ডার –
ক. জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান
খ. জেনারেল মোহামেদ হামদান দাগালো
গ. জেনারেল ওমর আল-বশির
ঘ. সাদিক আল-মাহাদি
উত্তর: খ. জেনারেল মোহামেদ হামদান দাগালো (জেনারেল আল-বুরহান সুদানের সশস্ত্র বাহিনীর প্রধান এবং দেশটির প্রেসিডেন্ট।)
৮. একক সভ্যতার সংগ্রহীত নিদর্শন নিয়ে বিশ্বের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর—
ক. ল্যুভর মিউজিয়াম
খ. দ্য ব্রিটিশ মিউজিয়াম
গ. দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম
ঘ. দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট
উত্তর: গ. দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম
৯. মার্কিন রাজনীতিবিদ জোহরান মামদানির জন্মস্থান কোথায়?
ক. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
খ. মুম্বাই, ভারত
গ. টরন্টো, কানাডা
ঘ. কাম্পালা, উগান্ডা
উত্তর: ঘ. কাম্পালা, উগান্ডা
১০. সম্প্রতি জোহরান মামদানি নিউইয়র্ক সিটির কোন পদে নির্বাচিত হয়েছেন?
ক. সিনেটর
খ. মেয়র
গ. গভর্নর
ঘ. অ্যাসেম্বলিম্যান
উত্তর: খ. মেয়র
আরও পড়ুনপল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, পদ ৬৮৩ ঘণ্টা আগে১১. জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP–30 অনুষ্ঠিত হবে –
ক. প্যারিস, ফ্রান্স
খ. টোকিও, জাপান
গ. রিও ডি জেনিরো, ব্রাজিল
ঘ. বেলেম, ব্রাজিল
উত্তর: ঘ. বেলেম, ব্রাজিল (১০-২১ নভেম্বর, ২০২৫)
১২. ঋত্বিক ঘটক পরিচালিত চলচ্চিত্র নয় কোনটি?
ক. তিতাস একটি নদীর নাম
খ. মেঘে ঢাকা তারা
গ. কোমল গান্ধার
ঘ. জীবন থেকে নেওয়া
উত্তর: ঘ. জীবন থেকে নেওয়া
১৩. বর্তমানে বাজার মূলধনে বিশ্বের শীর্ষ কোম্পানি –
ক. অ্যাপল
খ. মাইক্রোসফট
গ. অ্যালফাবেট
ঘ. এনভিডিয়া
উত্তর : ঘ. এনভিডিয়া (বিশ্বের ইতিহাসে প্রথম কোম্পানি হিসেবে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের বাজার মূলধনের নতুন মাইলফলক স্পর্শ করেছে।)
১৪. ‘গ্রিন ডিল (Green Deal)’ পলিসি কোন সংস্থার সঙ্গে সম্পর্কিত?
ক. জাতিসংঘ
খ. ইউরোপীয় ইউনিয়ন
গ. আসিয়ান
ঘ. ওপেক
উত্তর: খ. ইউরোপীয় ইউনিয়ন
১৫. ‘বাগরাম বিমানঘাঁটি’ আফগানিস্তানের কোন প্রদেশে অবস্থিত?
ক. পারওয়ান
খ. বলখ
গ. বাগলান
ঘ. কান্দাহার
উত্তর: ক. পারওয়ান
আরও পড়ুন১০ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান নেবে ১৮৮০ অফিসার, ফি ২০০৩০ অক্টোবর ২০২৫আরও পড়ুনজার্মানিতে পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ: জেনে নিন নিয়ম ও সুবিধা৫ ঘণ্টা আগে