ফেস্টিভ্যাল অব মিডিয়া এশিয়া ২০২৫-এ ‘বেস্ট ইউজ অব মোবাইল’ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে এশিয়াটিক মাইন্ডশেয়ার। প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারই প্রথম বাংলাদেশের কোনো এজেন্সি এই আন্তর্জাতিক আসরে এমন সম্মান অর্জন করল।

পুরস্কারজয়ী এই ক্যাম্পেইন মোবাইল সলিউশন ব্যবহার করে নির্দিষ্ট ও অনন্য স্থানীয় বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতের সঙ্গে মিলিয়ে এমন একটি মিডিয়া ফরম্যাট তৈরি করে, যা ব্র্যান্ড ও গ্রাহক উভয় পক্ষের কাছেই কার্যকর হয়ে ওঠে। অবকাঠামোগত সীমাবদ্ধতা কাটিয়ে গ্রামীণ এলাকার জনগোষ্ঠীর সঙ্গে সংযোগ তৈরির জন্য ডিজাইন করা হয় এই ক্যাম্পেইন। এটি প্রমাণ করে, স্থানীয় প্রেক্ষাপট থেকে পাওয়া ইনসাইট দিয়েও বিশ্বমানের উদ্ভাবন সম্ভব।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যতম মর্যাদাপূর্ণ মিডিয়া অ্যাওয়ার্ডস প্রোগ্রাম ‘ফেস্টিভ্যাল অব মিডিয়া এশিয়া’র কার্যক্রম শুরু হয় ২০১১ সালে, যেখানে অঞ্চলের সেরা কাজগুলোকে স্বীকৃতি দেওয়া হয়।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে পুকুর থেকে শিশুর নিথর দেহ উদ্ধার, শোকের মাতম

সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় একটি পুকুর থেকে সাইফা আক্তার (৮) নামে এক শিশুর নিথর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত সাইফা শিমরাইল এলাকার মোহাম্মদ সাদ্দাম হোসেনের মেয়ে। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাইফা দুপুরে বাড়ির পাশেই খেলাধুলা করছিল।  দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও সে ঘরে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন।

 শিশুটিকে না পেয়ে প্রতিবেশীরা চিৎকার শুরু করলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরিবারের সদস্যদের কান্নায় সেখানকার বাতাস ভারী হয়ে ওঠে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে কাঁচপুর মডেল ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী দল। এ বিষয়ে স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, আমরা দুপুর আনুমানিক দেড়টার দিকে খবর পাই।

 খবর পাওয়ার সাথে সাথেই আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।  পুকুরটি আয়তনে বড় এবং গভীর হওয়ায় কিছুটা সময় লাগলেও প্রায় আধা ঘণ্টার নিরলস চেষ্টায় আমরা শিশুটির নিথর দেহ উদ্ধার করতে সক্ষম হই।

তিনি আরও জানান, উদ্ধারের পর শিশুটিকে জীবিত পাওয়ার আশায় দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক সকল পরীক্ষা-নিরীক্ষা শেষে সাইফাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে অসাবধানবশত সাইফা পুকুরের পানিতে পড়ে যায় এবং সাঁতার না জানায় তার মৃত্যু হয়। 
 

সম্পর্কিত নিবন্ধ