অগ্রণী ব্যাংকে নির্বাচিত ১০০০ অফিসারের তথ্য জমা ২৯ মের মধ্যে
Published: 10th, May 2025 GMT
অগ্রণী ব্যাংক পিএলসিতে ২০২১ সালভিত্তিক অফিসার পদে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় (বিএসসিএস), বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রাথমিকভাবে ১০০০ জনকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের ‘চরিত্র ও প্রাক্–পরিচয় যাচাই প্রতিবেদন’ সংগ্রহের জন্য এই ওয়েবসাইটে (https://www.agranibank.org) প্রবেশ করে ক্যারিয়ার লিংকে গিয়ে পুলিশ ভেরিফিকেশন বাটনে ক্লিক করে ২৯ মের মধ্যে প্রয়োজনীয় তথ্য ইনপুট/আপলোড করতে হবে।
আরও পড়ুনমেট্রোরেলে ১২০ পদে চাকরির সুযোগ০৪ মে ২০২৫পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনে কোনো বিরূপ/নেতিবাচক/অনুপযুক্ত /মন্তব্য উল্লেখ থাকলে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে তাৎক্ষণিকভাবে প্রার্থীর নিয়োগ বাতিল করা হবে।
নিয়োগপত্র বর্তমান ও স্থায়ী ঠিকানায় প্রেরণ করা হবে। পদায়ন, যোগদানের তারিখ ও নিয়োগ–সংক্রান্ত অন্যান্য শর্তাবলি নিয়োগপত্রে উল্লেখ থাকবে।
নিয়োগ ও পদায়ন–সংক্রান্ত যেকোনো বিষয়ে কোনো ধরনের তদবির/ সুপারিশ নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
*প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা দেখা যাবে এই লিংকে
আরও পড়ুনবাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনে ৯মসহ বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩৮২৯ এপ্রিল ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিসিবির ১০০০ কোটি টাকা দেখভালের দায়িত্ব নিতে এক শর বেশি আবেদন
প্রায় হাজার কোটি টাকা জমা আছে বিসিবির অ্যাকাউন্টগুলোতে। তবে এত দিন তাদের এই অর্থ লেনদেনের জন্য ছিলেন না কোনো পেশাদার অর্থ কর্মকর্তা। গত ৫ জুলাই চিফ ফিন্যানশিয়াল অফিসার (সিএফও) চেয়ে বিসিবি বিজ্ঞপ্তি দেওয়ার পর এই পদের জন্য আবেদন পড়েছে ১০০টির বেশি।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, বিসিবির আজকের পরিচালনা পর্ষদের সভার আলোচ্যসূচিতে থাকা ১৪টি বিষয়ের মধ্যে আছে সিএফও নিয়োগ নিয়ে আলোচনাও। টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান হিসেবে কিউরেটর টনি হেমিং ও আম্পায়ারিং বিভাগের পরামর্শক হিসেবে সায়মন টফেলের নিয়োগও সভায় অনুমোদন হওয়ার কথা।
গত বছর চুক্তির মাঝপথে অভিমানে বিসিবি ছেড়ে পিসিবিতে (পাকিস্তান ক্রিকেট বোর্ডে) যোগ দিয়েছিলেন হেমিং। তাঁকে আবার ফিরিয়ে আনছে বিসিবি। তিনি বাংলাদেশের সবগুলো আন্তর্জাতিক স্টেডিয়াম দেখভালের দায়িত্বে থাকবেন।
আম্পায়ারদের একটি গ্রেডিং সিস্টেম তৈরি করতে টফেলকে আনার সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিল বিসিবি। তবে আম্পায়ারিংয়ে অভিজ্ঞ এই অস্ট্রেলিয়ানের চুক্তির ধরন ঠিক হয়নি। আজ বোর্ড সভায় সেটি ঠিক করা হবে।
আরও পড়ুনফাইনালের আগে বড় জয় বাংলাদেশের যুবাদের১০ ঘণ্টা আগেবিপিএলের ইভেন্ট ম্যানজেমেন্ট প্রতিষ্ঠানও ঠিক হতে পারে আজ। গত সপ্তাহে দুই ধাপে আগ্রহী পাঁচটি প্রতিষ্ঠানের প্রেজেন্টেশন নেওয়ার পর এখন সংক্ষিপ্ত তালিকায় আছে তিনটি প্রতিষ্ঠান। বিসিবি শুধু ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান চেয়ে বিজ্ঞাপন দিলেও দুটি প্রতিষ্ঠান পুরো বিপিএলেরই স্বত্ব নিতে চায় বলে জানা গেছে। বিসিবি কোন পথে হাঁটবে, সেটি নিয়ে আজ বোর্ড সভায় আলোচনা হবে।
এ ছাড়া সভায় বিসিবির বিভিন্ন বিভাগের প্রধানদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রেজেন্টেশন দেওয়ার কথা।
আরও পড়ুনমেয়েদের বিশ্বকাপে পাল্টে যেতে পারে বাংলাদেশের ম্যাচের ভেন্যু১৮ ঘণ্টা আগে