ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে বিস্ফোরণের জোরালো শব্দ শোনা গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ভারত ও পাকিস্তানের মধ্যে ‘অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার’ মধ্যেই এমন শব্দ শোনা গেল। এতে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

যুদ্ধবিরতি ‘ভঙ্গ করা’ নিয়ে একে অপরকে দুষছে ভারত ও পাকিস্তান। গতকাল শনিবার রাত ১১টার কিছু আগে নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি অভিযোগ করেন, যুদ্ধবিরতি–সংক্রান্ত যে সমঝোতা হয়েছে, পাকিস্তান তা বারবার লঙ্ঘন করছে। ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের ‘যথাযথ আর উপযুক্ত’ জবাব দিচ্ছে।

এ অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বলেছে, যুদ্ধবিরতি নিয়ে সমঝোতার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। উল্টো ভারতের প্রতি প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছে পাকিস্তান।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুদ্ধবিরতির জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রশংসা করেছেন। তিনি বলেন, দুই দেশের এ সমঝোতায় বিবদমান বিষয়গুলো নিয়ে নিরপেক্ষ কোনো স্থানে আলোচনার করার কথাও উল্লেখ করা আছে।

গতকাল সন্ধ্যায় অনেকটা হুট করেই যুদ্ধবিরতির খবর দেন ট্রাম্প। তিনি জানান, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত রয়েছে ভারত ও পাকিস্তান। এমন ঘোষণা স্বাগত জানান ভারত–পাকিস্তানের, বিশেষ করে কাশ্মীরসহ সীমান্ত এলাকার প্রশাসক, দেশ দুটির রাজনীতিবিদ ও সাধারণ মানুষ।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুদ্ধবিরতির জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রশংসা করেছেন। তিনি বলেন, দুই দেশের এ সমঝোতায় বিবদমান বিষয়গুলো নিয়ে নিরপেক্ষ কোনো স্থানে আলোচনার করার কথাও উল্লেখ করা আছে।  

সবে হওয়া যুদ্ধবিরতি কি তবে ছাইয়ে পরিণত হলো? শ্রীনগরজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।ওমর আবদুল্লাহ, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী

যুদ্ধবিরতি নিয়ে সমঝোতা প্রতিষ্ঠার কাজটি সহজ করতে ৩০টির বেশি দেশ সহায়তা করেছে বলে জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

এর আগে গতকাল সন্ধ্যায় ভারত–নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, ‘সবে হওয়া যুদ্ধবিরতি কি তবে ছাইয়ে পরিণত হলো? শ্রীনগরজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।’

আরও পড়ুনভারত যুদ্ধবিরতি মেনে চলবে, তবে সেনাবাহিনী প্রস্তুত থাকবে: ব্রিফিংয়ে সামরিক মুখপাত্র১২ ঘণ্টা আগেআরও পড়ুনশ্রীনগরে বিকট বিস্ফোরণ, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ভারতের৯ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র পরর ষ ট র সমঝ ত

এছাড়াও পড়ুন:

যুদ্ধবিরতি ‘ভঙ্গ করা’ নিয়ে ভারত–পাকিস্তান বাহাস, শ্রীনগরে বিস্ফোরণের শব্দ

ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে বিস্ফোরণের জোরালো শব্দ শোনা গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ভারত ও পাকিস্তানের মধ্যে ‘অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার’ মধ্যেই এমন শব্দ শোনা গেল। এতে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

যুদ্ধবিরতি ‘ভঙ্গ করা’ নিয়ে একে অপরকে দুষছে ভারত ও পাকিস্তান। গতকাল শনিবার রাত ১১টার কিছু আগে নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি অভিযোগ করেন, যুদ্ধবিরতি–সংক্রান্ত যে সমঝোতা হয়েছে, পাকিস্তান তা বারবার লঙ্ঘন করছে। ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের ‘যথাযথ আর উপযুক্ত’ জবাব দিচ্ছে।

এ অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বলেছে, যুদ্ধবিরতি নিয়ে সমঝোতার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। উল্টো ভারতের প্রতি প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছে পাকিস্তান।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুদ্ধবিরতির জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রশংসা করেছেন। তিনি বলেন, দুই দেশের এ সমঝোতায় বিবদমান বিষয়গুলো নিয়ে নিরপেক্ষ কোনো স্থানে আলোচনার করার কথাও উল্লেখ করা আছে।

গতকাল সন্ধ্যায় অনেকটা হুট করেই যুদ্ধবিরতির খবর দেন ট্রাম্প। তিনি জানান, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত রয়েছে ভারত ও পাকিস্তান। এমন ঘোষণা স্বাগত জানান ভারত–পাকিস্তানের, বিশেষ করে কাশ্মীরসহ সীমান্ত এলাকার প্রশাসক, দেশ দুটির রাজনীতিবিদ ও সাধারণ মানুষ।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুদ্ধবিরতির জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রশংসা করেছেন। তিনি বলেন, দুই দেশের এ সমঝোতায় বিবদমান বিষয়গুলো নিয়ে নিরপেক্ষ কোনো স্থানে আলোচনার করার কথাও উল্লেখ করা আছে।  

সবে হওয়া যুদ্ধবিরতি কি তবে ছাইয়ে পরিণত হলো? শ্রীনগরজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।ওমর আবদুল্লাহ, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী

যুদ্ধবিরতি নিয়ে সমঝোতা প্রতিষ্ঠার কাজটি সহজ করতে ৩০টির বেশি দেশ সহায়তা করেছে বলে জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

এর আগে গতকাল সন্ধ্যায় ভারত–নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, ‘সবে হওয়া যুদ্ধবিরতি কি তবে ছাইয়ে পরিণত হলো? শ্রীনগরজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।’

আরও পড়ুনভারত যুদ্ধবিরতি মেনে চলবে, তবে সেনাবাহিনী প্রস্তুত থাকবে: ব্রিফিংয়ে সামরিক মুখপাত্র১২ ঘণ্টা আগেআরও পড়ুনশ্রীনগরে বিকট বিস্ফোরণ, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ভারতের৯ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ