কিছুক্ষণ পরেই শুরু হবে মৌসুমের শেষ এল ক্লাসিকো। আজকের এই এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। এই ম্যাচ দিয়েই লিগ শিরোপাও একরকম নির্ধারিত হয়ে যাবে। তবে এই ম্যাচ শুরুর আগেই অন্য এক লা লিগা শিরোপা নিশ্চিত করেছে বার্সা।

বলা হচ্ছে, লা লিগা ফেমেনিনো বা মেয়েদের লা লিগার কথা। আজ রিয়াল বেতিসকে ৯-০ গোলে হারিয়ে এই লিগ শিরোপা নিশ্চিত করেছে বার্সার মেয়েরা। এটি বার্সার নারী দলের সব মিলিয়ে ১০ম এবং টানা ৬ষ্ঠ লা লিগা শিরোপা।

এর মধ্য দিয়ে দুই নম্বরে থাকা অ্যাথলেটিক বিলবাওয়ের চেয়েও বার্সার শিরোপা দ্বিগুণ হয়ে গেল।গত ছয় মৌসুম ধরেই একচ্ছত্র দাপট দেখিয়ে চলেছে বার্সার মেয়েরা। এই সময়ে তাদের আশপাশেই ঘেঁষতে পারেনি বাকিরা। সেই ধারাবাহিকতাতেই এবার আবারও ট্রফি উঁচিয়ে ধরলেন আইতানা বোনমাতি-আলেক্সিয়া পুতেয়াসরা।

আরও পড়ুনএল ক্লাসিকো জিতে রিয়ালের ইতিহাস, মানসিকভাবে বিপর্যস্ত বার্সা২৩ মার্চ ২০২৫

এক ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করা বার্সা চলতি মৌসুমে ২৯ ম্যাচের ২৭টিতেই জিতেছে, হেরেছে দুই ম্যাচ। সব মিলিয়ে বার্সা পেয়েছে ৮১ পয়েন্ট। আর এই ২৯ ম্যাচে বার্সা গোল করেছে ১২২টি এবং হজম করেছে ১৬টি।

বার্সার মেয়েদের উদ্‌যাপন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ