কিছুক্ষণ পরেই শুরু হবে মৌসুমের শেষ এল ক্লাসিকো। আজকের এই এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। এই ম্যাচ দিয়েই লিগ শিরোপাও একরকম নির্ধারিত হয়ে যাবে। তবে এই ম্যাচ শুরুর আগেই অন্য এক লা লিগা শিরোপা নিশ্চিত করেছে বার্সা।

বলা হচ্ছে, লা লিগা ফেমেনিনো বা মেয়েদের লা লিগার কথা। আজ রিয়াল বেতিসকে ৯-০ গোলে হারিয়ে এই লিগ শিরোপা নিশ্চিত করেছে বার্সার মেয়েরা। এটি বার্সার নারী দলের সব মিলিয়ে ১০ম এবং টানা ৬ষ্ঠ লা লিগা শিরোপা।

এর মধ্য দিয়ে দুই নম্বরে থাকা অ্যাথলেটিক বিলবাওয়ের চেয়েও বার্সার শিরোপা দ্বিগুণ হয়ে গেল।গত ছয় মৌসুম ধরেই একচ্ছত্র দাপট দেখিয়ে চলেছে বার্সার মেয়েরা। এই সময়ে তাদের আশপাশেই ঘেঁষতে পারেনি বাকিরা। সেই ধারাবাহিকতাতেই এবার আবারও ট্রফি উঁচিয়ে ধরলেন আইতানা বোনমাতি-আলেক্সিয়া পুতেয়াসরা।

আরও পড়ুনএল ক্লাসিকো জিতে রিয়ালের ইতিহাস, মানসিকভাবে বিপর্যস্ত বার্সা২৩ মার্চ ২০২৫

এক ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করা বার্সা চলতি মৌসুমে ২৯ ম্যাচের ২৭টিতেই জিতেছে, হেরেছে দুই ম্যাচ। সব মিলিয়ে বার্সা পেয়েছে ৮১ পয়েন্ট। আর এই ২৯ ম্যাচে বার্সা গোল করেছে ১২২টি এবং হজম করেছে ১৬টি।

বার্সার মেয়েদের উদ্‌যাপন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

একক ব্যক্তির বিরোধিতায় রাস্তার নির্মাণকাজ বন্ধের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ

রাজবাড়ীর গোয়ালন্দে একক ব্যক্তির বিরোধিতায় গ্রামীণ রাস্তা নির্মাণের কাজ বন্ধ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে করে এলাকাবাসী।

সোমবার সকালে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হাজি গফুর মন্ডল পাড়া ও ভোলাই মাতুব্বর পাড়া গ্রামে গিয়ে এ পরিস্থিতি দেখা যায়।

এ সময় গোয়ালন্দ উপজেলা বিএনপির সহ-সভাপতি মনির খান, জাতীয়তাবাদী যুবদলের উজানচর ইউনিয়ন শাখার আহ্বায়ক আরজু প্রামাণিক, সদস্য সচিব ফজলুর রহমান খান ফেলু, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের গোয়ালন্দ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সবুজ খান শিমুল, উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রহিমা বেগমসহ অন্যান্যরা অভিযোগ করে বলেন, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের বরাদ্দে রাস্তার নির্মাণকাজ চলছিল। হটাৎ রাস্তার মাথার অংশের বাড়িওয়ালা রাস্তা আটকিয়ে ঘর নির্মাণ করে। আমরা ঘরটি দ্রুত সময়ের মধ্যে অপসারণ করে রাস্তার নির্মাণকাজ শুরু করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

তবে অভিযুক্ত মো. সাইদ জানান, এখানে সরকারি কোনো জায়গা নেই। তার নিজস্ব জমির ওপর জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা করছে মেম্বার ও এলাকাবাসী।

সম্পর্কিত নিবন্ধ