আগামী সংসদ নির্বাচনের আগে মৌলিক সংস্কারের রূপরেখা স্পষ্ট করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আমরা যত প্রশ্ন উত্থাপন করছি, যত ধরনের আলোচনা করছি, এই আলোচনার সঙ্গে আসলে নির্বাচন পেছানো-আগানো, এগুলোর সম্পর্ক নেই। নির্বাচনের সাপেক্ষে আমরা যাতে সংস্কারের দাবিগুলো না দেখি।’

সংবিধান সংশোধন প্রস্তাব নিয়ে আজ রোববার সকালে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন নাহিদ ইসলাম। এই অনুষ্ঠানের আয়োজক বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্মের সমন্বয়ে গঠিত জোট নাগরিক কোয়ালিশন।

অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর এখন বিচারের রোডম্যাপ (পথনকশা) যদি সুস্পষ্ট করা হয়, তাহলে জনগণের মধ্যে আস্থা তৈরি করবে। একই সঙ্গে সংস্কারের বিষয়ে ঐকমত্য হলে নির্বাচনের জন্য আর কারও কোনো আপত্তি থাকার কথা নয়। রাজনৈতিক দলগুলো দ্রুত সময়ে সমঝোতার মধ্য দিয়ে নির্বাচনের পথে এগিয়ে যেতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলো যদি নিজেরা আলোচনা করে, সমঝোতা করে এগোতে পারে, সেটি বাংলাদেশের জন্য একটা বড় উদাহরণ তৈরি করবে। তিনি বলেন, ‘সিভিল সোসাইটি ছাড়া যদি আমরা সমঝোতায় আসতে পারি, এটা বাংলাদেশের জন্য বড় উদাহরণ হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আস্থার সংকট, সেটাও দূর হবে। চব্বিশে সৃষ্টি হওয়া ঐক্যের জায়গাটা ধরে আমরা সামনে এগিয়ে যেতে পারব।’

জাতীয় সংসদে উচ্চকক্ষ গঠনের পক্ষে এনসিপি সুপারিশ করেছে উল্লেখ করে নাহিদ বলেন, ‘সেটা অবশ্যই ভোটের অনুপাতে হতে হবে, আসনের অনুপাতে নয়। আমরা মূল সংবিধান সংস্কারের জন্য বেশি গুরুত্ব দিচ্ছি উচ্চকক্ষকে। সে ক্ষেত্রে সংবিধানে যেকোনো সংশোধনীর জন্য উচ্চকক্ষ ও নিম্নকক্ষে দুই-তৃতীয়াংশ মেজরিটি আর মৌলিক বিষয়গুলোর ক্ষেত্রে গণভোটে যাওয়ার প্রস্তাব আমরা করেছি।’

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংবিধানের মৌলিক সংস্কারের জন্য গণপরিষদ প্রয়োজন। গণপরিষদের বিষয়টি শুরু থেকে বলে আসছেন তাঁরা। অন্তর্বর্তীকালীনের জন্য মধ্যম পন্থা হিসেবে তাঁরা বলেছেন, নির্বাচিত সংসদ একই সঙ্গে আইনসভা ও গণপরিষদ হিসেবে ব্যবহৃত হতে পারে।

বিভিন্ন সময়ে হওয়া সংবিধানের সংশোধনীগুলো টেকসই হয়নি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এটা (সংশোধনীগুলো) বারবার আদালতে গেছে, পরবর্তী সময়ে আদালত তা বাতিল করে দিয়েছেন। সত্যিকারের মৌলিক পরিবর্তন চাইলে গণপরিষদের মাধ্যমেই যেতে হবে।

এক ব্যক্তির ইচ্ছার পরিপ্রেক্ষিতে সংবিধান সংশোধন করা হয়েছে, এমন মন্তব্য করে এনসিপির এই নেতা বলেন, গণ–অভ্যুত্থানে এত মানুষ রক্ত দিয়েছেন, কিন্তু সংবিধানের মৌলিক পরিবর্তনের জন্য সবাই সম্মত হতে পারছে না, এটি দুঃখজনক।

নাহিদ বলেন, ‘সংবিধানকে যদি আপনি রাষ্ট্রের সর্বোচ্চ একটা চুক্তি আকারে ধরেন, তাহলে সে চুক্তির সঙ্গে জনগণের একটা আস্থার জায়গা থাকতে হয়। একটা নতুন সংবিধান তৈরি করার মাধ্যমে সে আস্থার জায়গাটা স্থাপন করা যাবে।’

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন আলোকচিত্রী ও নাগরিক কোয়ালিশনের সহ-আহ্বায়ক শহিদুল আলম। অনুষ্ঠানে সংবিধান সংস্কার নিয়ে নাগরিক জোটের ৭ প্রস্তাব তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান। এসব প্রস্তাব কীভাবে বাস্তবায়ন করা হবে, তা তুলে ধরেন অর্থনীতিবিদ ও লেখক জিয়া হাসান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও ইফতেখারুজ্জামান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান, এনডিএমের সভাপতি ববি হাজ্জাজ, জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, দলটির ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা প্রমুখ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন র জন য অন ষ ঠ ন প রস ত ব এনস প

এছাড়াও পড়ুন:

লস অ্যাঞ্জেলেস শহরের বেকার তরুণের গল্প

লস অ্যাঞ্জেলেস শহরের বেকার তরুণের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করেছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। অভিনয়ের পাশাপাশি দেশে একাধিক নাটক নির্মাণ করেছেন তিনি। কিন্তু এবার ছিল তাঁর ক্যারিয়ারে ভিন্ন অভিজ্ঞতা। কারণ, শিক্ষার্থী হিসেবে তাঁকে স্বল্পদৈর্ঘ্য সিনেমা বানাতে হয়েছে।

মিলন বলেন, ‘শিক্ষার্থী হিসেবে কাজের একটা আলাদা পরিসর থাকে। চাইলেও আমি অনেক প্রস্তুতি ও বড় আয়োজনে সেটা করতে পারব না। আমাকে অন্যদের মতোই স্বল্প আয়োজন ও বাজেটে একটা কাজ কতটা ভালোভাবে তুলে ধরতে পারি, সেটাই এখানে মুখ্য। এ জন্য আমাকে আগেই চিত্রনাট্য ও পরিকল্পনা তৈরি করে জমা দিতে হয়েছে। পরে সেটা নির্মাণ করে জমা দিতে হয়। সিনেমাটি কলেজের পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবগুলোয় প্রদর্শিত হয়।’

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের একটি দৃশ্যে মিলন। ছবি: ফেসবুক

সম্পর্কিত নিবন্ধ