লা লিগার চলতি মৌসুমের শেষ এল ক্লাসিকোতে মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ইতোমধ্যে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। এই অর্ধে ৬টি গোল হয়েছে। তার মধ্যে বার্সেলোনা করেছে ৪টি ও রিয়াল মাদ্রিদ করেছে ২টি।
ম্যাচের চতুর্থ মিনিটেই কিলিয়ান এমবাপ্পেকে বক্সের মধ্যে ফেলে দেন বার্সেলোনার গোলরক্ষক ভয়েচেখ শ্টেন্সনি। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল করে এমবাপ্পে এগিয়ে নেন দলকে। ১৪ মিনিটের মাথায় পাল্ট আক্রমণে উঠে ভিনিসিউস জুনিয়রের বাড়িয়ে দেওয়া বল পেয়ে নিজের জোড়া গোল পূর্ণ করে রিয়ালকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন এমবাপ্পে।
এরপর অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। ১৯ মিনিটের মাথায় কর্নার পায় তারা। কর্নার থেকে ফেরান তোরেসের বাড়ানো বলে হেড নিয়ে জালে জড়ান এরিক গার্সিয়া। ৩২ মিনিটের মাথায় তোরেসের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করে সমতা ফেরান লামিনে ইয়ামাল।
আরো পড়ুন:
স্টেগেনের ফেরার ম্যাচে পিছিয়ে পড়েও জিতল ‘কামব্যাক কিং’ বার্সা
রেফারিকে বরফ ছুঁড়ে ছয় ম্যাচ নিষিদ্ধ রুডিগার
৩৪ মিনিটের মাথায় পেদ্রির বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করে বার্সেলোনাকে এগিয়ে নেন দারুণ ফর্মে থাকা রাফিনহা। ৪৫ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে ৪-২ ব্যবধানে বার্সাকে এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান। তাতে এই ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় হান্সি ফ্লিকের শিষ্যরা।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স প য ন শ ফ টবল ফ টবল
এছাড়াও পড়ুন:
ডিমে শিশুর অ্যালার্জি কেন হয়, কীভাবে বুঝবেন, সমাধান কী
কেন হয়
শিশুদের রোগ প্রতিরোধব্যবস্থা পুরোপুরি গড়ে না ওঠায় অনেক সময় ডিমের প্রোটিনকে শরীর ‘অচেনা’ বা ক্ষতিকর হিসেবে ভুলভাবে শনাক্ত করে। ফলে ঠিক যেভাবে রোগজীবাণুর বিরুদ্ধে প্রতিরোধব্যবস্থা কাজ করে, একই ধরনের প্রতিক্রিয়া এখানে সৃষ্টি হয়। এই প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবেও হতে পারে, আবার অনেক ক্ষেত্রে কয়েক ঘণ্টা পরেও দেখা দিতে পারে।
লক্ষণ● ত্বকে লাল লাল চাকা, একজিমা।
● পেট ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব বা মুখের চারপাশে চুলকানো।
● সর্দি, শ্বাস নেওয়ার সময় শোঁ শোঁ শব্দ, শ্বাসকষ্ট হওয়া।
● দ্রুত হৃৎস্পন্দন, রক্তচাপ কমে যাওয়া।
● অ্যানাফাইলেকসিস শক।
আরও পড়ুনডিম দিনে কয়টি ও কীভাবে খাবেন০৫ জুলাই ২০২৫রোগনির্ণয়● শিশুকে প্রথম ডিম খাওয়ানোর সময় অ্যালার্জি উপসর্গ বোঝা যায়।
● চিকিৎসক যদি মনে করেন ডিম বা ডিমযুক্ত খাবার খেলে অ্যালার্জি হয়, তবে তা স্কিন টেস্ট করে নিশ্চিত হতে পারেন।
চিকিৎসা● ডিম ও ডিমযুক্ত খাবার না খাওয়া।
● অ্যালার্জি প্রতিক্রিয়া দমনে অ্যান্টি হিস্টামিন, মারাত্মক অ্যানাফাইলেকসিসে শক ইনজেকশন এপিনেফ্রিন ব্যবহার।
● ডিমে অ্যালার্জি থাকলে কিছু খাদ্য উপাদান পরিহার করা যেমন—এলবুমিন, গ্লোবুলিন ইত্যাদি।
অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী, সাবেক বিভাগীয় প্রধান, শিশুস্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
আরও পড়ুনডিমের কমলা, না হলুদ কুসুম—কোনটি বেশি স্বাস্থ্যকর৩১ অক্টোবর ২০২৫