Prothomalo:
2025-10-03@03:57:28 GMT
মা দিবসে এল অতসীর ‘ঘুমপাড়ানির গান’
Published: 11th, May 2025 GMT
আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আজ প্রকাশ পাচ্ছে তরুণ সংগীতশিল্পী তাসনোভা অতসীর ‘ঘুমপাড়ানির গান’। অতসীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘অতসী আ গোল্ডেন ফ্লাওয়ার’-এ গানটি প্রকাশিত হবে সন্ধ্যায়। এর আগে ‘অল্প একটু জীবনের গান’ দিয়ে শ্রোতাদের মন জয় করেছিলেন অতসী। এবার মা-সন্তানের ভালোবাসার গল্পে তিনি হাজির হচ্ছেন ‘ঘুমপাড়ানির গান’ নিয়ে।
আরও পড়ুননানির মৃত্যুর পর ক্যানসার যোদ্ধাদের নিয়ে অতসীর গান১৯ অক্টোবর ২০২৪গানটির সংগীত পরিচালনা করেছেন তরুণ সংগীত নির্দেশক আকরাম। ‘ঘুমপাড়ানির গান’-এর রচনা ও সুর সংকলনেও রয়েছে অতসীর নিজস্ব ছোঁয়া। দক্ষিণ ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী বোম্বে জয়শ্রীর ‘মুন চাইল্ড’ অ্যালবামের একটি গানের ভাবানুবাদ, রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গীতি এবং বাংলার প্রচলিত ছড়া—এই তিন উপাদানে তৈরি হয়েছে গানটির মূল কাঠামো।
তাসনোভা অতসী.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘ভাষা আন্দোলনের তাত্ত্বিক বিষয় আমাকে আকর্ষণ করেছিল’
ছবি: প্রথম আলো