রিয়াল-বার্সার ৮ রেকর্ড ভাঙা এল ক্লাসিকো
Published: 12th, May 2025 GMT
মৌসুমের শেষ এল ক্লাসিকোয় ঘরের মাঠ স্তাদিও অলিম্পিকোয় রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়েছে বার্সেলোনা। লিগে ৩ ম্যাচ হাতে থাকতে ৭ পয়েন্টের লিড নেওয়ায় লা লিগার শিরোপা উৎসবও করে ফেলেছে কাতালানরা।
রিয়ালের বিপক্ষে এই ম্যাচে অনেকগুলো রেকর্ডও হয়েছে। যেমন- প্রথমবার মৌসুমের চার ক্লাসিকোতেই জয় পেয়েছে বার্সা। বার্সার বিপক্ষে হ্যাটট্রিক করেও হারের স্বাদ পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে।
২ গোলের লিড নিয়েও হার: ম্যাচে রিয়াল মাদ্রিদ ১৪ মিনিটে ২-০ গোলের লিড নেয়। এরপরও ম্যাচটি ৪-৩ গোলে হেরেছে। যা এল ক্লাসিকোর একটি রেকর্ড। এর আগে ক্লাসিকোয় এমনটা ১৯৫০ ও ১৯৫৯ সালে দু’বার ঘটেছিল।
ক্লাসিকোয় বার্সা ৪-০ রিয়াল: এল ক্লাসিকোয় এক মৌসুমে চার ম্যাচেই জয় পেয়েছে বার্সেলোনা। হানসি ফ্লিকের আগে রিয়ালকে টানা চার ম্যাচে হারিয়েছিলেন পেপ গার্দিওলা। তবে তিনি ২০০৮-১০ সালের মধ্যে হারিয়েছিলেন। ফ্লিক এবার এক মৌসুমেই ওই রেকর্ড গড়লেন।
১৮’র আগে লামিনের ১২: বয়স ১৮ বছর হওয়ার আগে লামিনে ইয়ামাল লা লিগায় ১২ গোল করেছেন। পাবলো পমবো ও আনসু ফাতির রেকর্ড ভেঙেছেন তিনি।
৪ ম্যাচে রিয়ালের ১৬ গোল হজম: বার্সা মৌসুমের সবকটি এল ক্লাসিকোয় শুধু জেতেনি বরং বিধ্বস্ত করে দিয়েছে রিয়াল মাদ্রিদকে। ৪ ম্যাচে লস ব্লাঙ্কোসদের জালে ১৬ গোল পাঠিয়েছেন রাফিনিয়ারা। যা রিয়ালের বিপক্ষে যেকোন দলের এক মৌসুমে সর্বোচ্চ গোল দেওয়ার রেকর্ড।
৪ গোলের রেকর্ড: চলতি মৌসুমে বার্সা এখন পর্যন্ত ১৩বার প্রতিপক্ষের জালে অন্তত ৪টি করে গোল দিয়েছে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবচেয়ে বেশি ১৭বার অন্তত ৪ গোল দেওয়ার কীর্তি রয়েছে।
৩০ বছর পর এমবাপ্পের হ্যাটট্রিক: বার্সার বিপক্ষে ৩০ বছর পর লা লিগা ম্যাচে রিয়াল মাদ্রিদের কোন ফুটবলার হ্যাটট্রিক করতে পারলেন। এর আগে ১৯৯৫ সালে ইভান জামোরানো ওই কীর্তি গড়েছিলেন।
অ্যাওয়ে হ্যাটট্রিকেও হার: বার্সার মাঠে গিয়ে তৃতীয়বারের মতো রিয়ালের কেউ হ্যাটট্রিক করলেন। এর আগে ফ্রেঞ্চ ফুসকাস ও করিম বেনজেমা হ্যাটট্রিক করেছিলেন। বেনজেমা কোপা দেল রে’তে ২০২৩ সালে গড়েছিলেন ওই কীর্তি। তবে বার্সার বিপক্ষে হ্যাটট্রিক করেও পরাজিত দলে থাকা প্রথম ফুটবলার এমবাপ্পে।
ক্লাসিকোয় সমতাবিহীন ১৮: এল ক্লাসিকোয় কোন দল সমতার জন্য খেলে না। শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যায় জয়ের জন্য। যার ফলস্বরূপ ১৮ এল ক্লাসিকো ম্যাচে কোন ড্র দেখা যায়নি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: এল ক ল স ক এল ক ল স ক য় র কর ড
এছাড়াও পড়ুন:
সিরাজদিখানে ট্রাকের পেছেনে বাসের ধাক্কা, নিহত ১
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা রেলওয়ে স্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে একটি বাস। এ ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।
রবিবার (১০ আগস্ট) রাত ১০টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানান, রাতে এক্সপ্রেসওয়ের নিমতলা রেলওয়ে স্টেশন এলাকার ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় হানিফ পরিবহনের একটি বাস। এসময় ঘটনাস্থলে বাসের এক যাত্রী মারা যান। আহত হন কয়েকজন। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।
আরো পড়ুন:
মিরপুরে পিকআপের ধাক্কায় নিহত ১
শ্রমিকদের সড়ক জিম্মির খেলা বন্ধের আহ্বান যাত্রী কল্যাণ সমিতির
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, “ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের গতি নিয়ন্ত্রণে না থাকায় দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ও আহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।”
ঢাকা/রতন/মাসুদ