ব্রাজিলের কোচ হলেন আনচেলত্তি, দায়িত্ব নিচ্ছেন চলতি মাসেই
Published: 12th, May 2025 GMT
রিয়াল মাদ্রিদের ডাগআউট ছেড়ে এবার ব্রাজিলের ডাগআউটে বসতে চলেছেন ইতালির অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তি। দ্য অ্যাথলেটিকের খ্যাতনামা সাংবাদিক ডেভিড অর্নস্টেইন নিশ্চিত করেছেন, আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে চুক্তিতে স্বাক্ষর করেছেন এবং চলতি মাসের ২৬ মে থেকেই আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্বে যোগ দেবেন।
৬৫ বছর বয়সী এই কিংবদন্তি কোচ রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগার চলতি মৌসুমের শেষ ম্যাচ পর্যন্ত থাকবেন। ২৫ মে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লিগের শেষ ম্যাচ খেলে পরদিনই সেলেসওদের দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
রোববার এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে ৪-৩ গোলে হেরে শিরোপা লড়াই থেকে ছিটকে পড়ে রিয়াল মাদ্রিদ। এই পরাজয়ের রেশ কাটতে না কাটতেই আনচেলত্তির নতুন দায়িত্বের আনুষ্ঠানিকতা চূড়ান্ত হলো।
আরো পড়ুন:
ব্রাজিলের কোচ হওয়ার ব্যাপারে রিয়ালের সঙ্গে আনচেলত্তির সমঝোতা
জুনেই ব্রাজিলের ডাগআউটে আনচেলত্তি
২০২২ সালের কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর ব্রাজিলের কোচ তিতে পদত্যাগ করলে সেই থেকেই আনচেলত্তিকে নিয়ে গুঞ্জন চলছিল। যদিও শুরুতে তাকে দলে ভেড়াতে পারেনি ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তখন অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয় ডরিভাল জুনিয়রকে, যিনি চলতি বছর দায়িত্ব হারান একের পর এক হতাশাজনক পারফরম্যান্সের কারণে।
এরপর ফের আনচেলত্তিকে এক নম্বর লক্ষ্য হিসেবে ধরে এগোয় ব্রাজিল। আলোচনার দায়িত্বে ছিলেন সিবিএফের প্রতিনিধি দিয়েগো ফার্নান্দেস। কয়েক দফা আলোচনা এবং কিছু জটিলতা কাটিয়ে অবশেষে সবকিছুই গুছিয়ে আনা সম্ভব হয়েছে। আনচেলত্তিও স্বাক্ষর করেছেন চূড়ান্ত চুক্তিতে।
লা লিগায় রিয়ালের শেষ ম্যাচের পর আনচেলত্তিকে যথাযোগ্য বিদায় জানাবে ক্লাবটি। যেখানে তিনি কেবল একজন সফল কোচই নন বরং এক কিংবদন্তি। তার হাত ধরেই রিয়াল জিতেছে চ্যাম্পিয়নস লিগসহ বহু গুরুত্বপূর্ণ শিরোপা।
আনচেলত্তির বিদায়ের পর রিয়ালের কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক তারকা মিডফিল্ডার জাবি আলোনসো। তার সঙ্গে ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সমঝোতায় পৌঁছেছে ক্লাবটি।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ