নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভবনে হামলা চালিয়েছেন ব্যাটারী চালিত অটোরিকশা চালকেরা। এ ঘটনায় সিটি কর্পোরেশনের স্টাফসহ অন্তত দশজন আহত হয়েছেন। এসময় প্রায় দেড় ঘন্টা নগরভবন অবরুদ্ধ করে রাখেন হামলাকারীরা। সোমবার (১২ মে) দুপুরে নগর ভবনে এই হামলার ঘটনা ঘটে।

এ সময় দেশীয় অস্ত্র নিয়ে নগর ভবনের ভেতরে ঢুকে ব্যাপক হামলা ও ভাংচুর চালায়৷ সিটি করপোরেশনের স্টাফরা হামলাকারীদের বাধা দিতে আসলে তাদের উপরো হামলা চালায় তারা। এসময় তাদের পিটিয়ে, কুপিয়ে আহত করেন অটোচালকরা।

হামলায় গুরুতর আহতরা হলেন- সিটি করপোরেশনের সুপারভাইজার সম্রাট ইসলাম, যানজট নিরসন কর্মী শাওন, লিটন, পলাশ।

(হামলার ভিডিও দেখতে এখানে ক্লিক করুন)

এর আগে গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জের অংশ হিসেবে ও শহরে যানজট নিরসনে মূল শহরে অটোরিকশা চলাচলে বিধি নিষেধ আরোপ করে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। শহরের প্রবেশ পথগুলোতে অনুমোদন হীন অটোরিকশা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।

এদিকে বিগত কয়েকমাস যাবৎ শহরে অবাধ প্রবেশাধিকার চেয়ে আন্দোলন করছিল অটোরিকশা চালকেরা। এর আগে চাষাঢ়ায় সড়ক অবরোধ ও নগরভবন ঘেরাওয়ের মত কর্মসূচি পলন করেছে অটোরিকশা চালকেরা। সোমবার দুপুরে এর জেরেই অটোচালকেরা নগর ভবনের সামনে আন্দোলন শুরু করেন। আন্দোলনের এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে নগর ভবনে হামলা চালায় তারা।

হামলায় আহত ছাত্ররা জানান, তারা বিভিন্ন দাবিতে মানববন্ধন করছিল এবং সিটি কর্পোরেশনের কর্মীরা তাদের সহযোগিতা করছিলেন। কিন্তু হঠাৎ করেই অটোরিক্সা চালকরা তাদের উপর চড়াও হয় এবং এলোপাথাড়ি মারধর শুরু করে।

(ভিডিও দেখতে এথানে ক্লিক করুন)

তারা আরো জানায়, হামলাকারীদের হাতে ধারালো অস্ত্র দেখা গেছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।

সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা জানান, এর আগেও বিভিন্ন সময় বিরুদ্ধে যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে অটোচালকদের বিরুদ্ধে। আজকের এই ন্যক্কারজনক হামলার ঘটনায় সাধারণ মানুষ ও সিটি কর্পোরেশনের স্টাফদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকির হোসেন বলেন, বিনা উস্কানিতে এই হামলা চালানো হয়েছে। আমাদের কর্মকর্তা-কর্মচারী এবং যানজট নিরসনে নিয়োজিত ছাত্র প্রতিনিধিদের উপর তারা আক্রমণ করেছে ইজিবাইক চালকরা। 

(ভিডিও দেখতে এখানে ক্লিক করুন)

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

উল্লেখ্য, নারায়ণগঞ্জ শহরে অনুমোদনহীন অটোরিক্সা বন্ধে সিটি করপোরেশন লাইসেন্স চালু করে। এর মাধ্যমে অটোচালকদের যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং সড়কে বিশৃঙ্খলা নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে যাচ্ছে নাসিক। তবে নিবন্ধনবিহীন অটোচালকরা পূর্বের ন্যায় নিবন্ধন ছাড়াই শহরে চলাচলের দাবি জানিয়ে আসছে। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ নগর ভবন চ লক র র ভবন চ লকর

এছাড়াও পড়ুন:

জনগন সচেতন থাকলে রাষ্ট্র কখনো দূর্নীতিগ্রস্থ হবে না : জোসেফ

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও যুবদল নেতা এ কে এম মাজহারুল ইসলাম জোসেফ বলেছেন, জনগন হলো সকল ক্ষমতার মালিক। জনগন সচেতন থাকলে রাষ্ট্র কখনো দূর্নিতীগ্রস্থ হবে না। জুলাই আন্দোলনের সময় মাদ্রাসার শিক্ষার্থীরা যে ভূমিকা রেখেছে তা ইতিহাসের বিরল।

আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। আপনারা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করা হবে। পরিশেষে তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।

রোববার (১০ আগস্ট) বেলা ১১টায় বন্দর ইসলামিয়া ফাযিল মাদ্রাসা হল রুমে ২১ নং ওয়ার্ড যুবদল কর্তৃক আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ২০২৫ইং বন্দর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার দাখিল পরীক্ষা উত্তীর্ন শিক্ষার্থীদের  সম্মননা  স্মরক প্রদান উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

বন্দর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ শেখ মোহাম্মদ আতিকুল্লাহ সভাপতিত্বে ও বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষারের সঞ্চালনায় সম্মননা স্মারক প্রদান ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটি সদস্য এড: শিপলু, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি আমির হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা আতিকুর রহমান সবুজ, ২২ নং ওয়ার্ড বিএনপি সহ সভাপতি নজরুল ইসলাম, ২১ নং ওয়ার্ড যুবদল নেতা সেলিম, লিটন, এমারত, ২২ নং ওয়ার্ড যুবদল নেতা কাজী সোহাগ, সেলিম ও বন্দর উপজেলা য্বুদলের সাবেক প্রচার সম্পাদক আশাবুদ্দিনসহ উল্লেখিত মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।  
 

সম্পর্কিত নিবন্ধ

  • সংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সদর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন 
  • আমাদেরকে স্বার্থক হতে হবে, আর স্বার্থক হতে গেলে কৃতজ্ঞ হতে হয় : অতি. জেলা প্রশাসক
  • ডাকাতির দায়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়কসহ ১০ জনের কারাদণ্ড
  • বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের এডহক কমিটি গঠন
  • মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর ছাত্রদলের দোয়া মাহফিল
  • জনগন সচেতন থাকলে রাষ্ট্র কখনো দুর্নীতিগ্রস্থ হবে না : জোসেফ
  • জনগন সচেতন থাকলে রাষ্ট্র কখনো দূর্নীতিগ্রস্থ হবে না : জোসেফ
  • সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নে ওলামা দলের লিফলেট বিতরণ
  • তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে
  • গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় এনজেটিজেএ’র নিন্দা