প্রশ্ন ভিন্ন হলেও প্রশ্নপত্রে ১১ নম্বর ক্রমিক রয়েছে দুই বার। আবার শেষের দিকে নেই ২৬ নম্বরটি। আজ মঙ্গলবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসির বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষার বহুনির্বাচনীতে এই বিপত্তি ঘটে। এ নিয়ে দুশ্চিন্তায় আছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

গতকাল চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতায় পাঁচ জেলায় মোট ২১৯টি কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বহুনির্বাচনীতে প্রশ্ন পত্রের খ সেটে দেখা গেছে, প্রশ্নে ১১ নম্বর ক্রমিকটি দুই বার। একই প্রশ্নপত্রে নেই ২৬ নম্বর ক্রমিকটি। এতে পরীক্ষার উত্তরপত্রে বৃত্ত ভরাট নিয়ে বিপাকে পড়ে শিক্ষার্থীরা।

শিক্ষার্থী ও অভিভাবকদের ভাষ্য, উত্তরপত্র যেহেতু স্বয়ংক্রিয়ভাবে মূল্যায়ন করা হবে, তাই সেখানে এই ভুলগুলোর কারণে মূল্যায়নে জটিলতা দেখা দিতে পারে। সে ক্ষেত্রে ফলাফলে এর প্রভাব পড়বে। এ বিষয়ে বোর্ড কোনো সিদ্ধান্ত না দেওয়ায় শিক্ষার্থীরা দুশ্চিন্তায় আছে।

তবে এ বিষয়ে দুশ্চিন্তার কারণ নেই বলে জানিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ‘অনেক অভিভাবক আমাকে ফোন করেছেন। এ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। শিক্ষার্থীদের সুবিধা মাথায় রেখেই মূল্যায়ন করা হবে।’

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এদিন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৪ হাজার ৩৫৫ জন। উপস্থিত ছিল ১ লাখ ২৩ হাজার ৭৮ জন। অনুপস্থিত শিক্ষার্থীর ১ হাজার ২৭৭ জন। অনুপস্থিতির হার প্রায় ১ দশমিক ৩ শতাংশ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ র

এছাড়াও পড়ুন:

ডিগ্রি ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা: প্রতিবন্ধী পরীক্ষার্থীরা পাবেন অতিরিক্ত ৩০ মিনিট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ কেন্দ্রে ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে প্রতিবন্ধী (অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি) পরীক্ষার্থী থাকলে নিচের শর্তে ৩০ মিনিট অতিরিক্ত সময় পাবেন। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, আবেদন শুরু ২৩ নভেম্বর১৩ নভেম্বর ২০২৫

দরকারি শর্ত জেনে নিন

১. অংশগ্রহণকারী পরীক্ষার্থীকে সমাজসেবা অধিদপ্তরের ‘প্রতিবন্ধী সনদ’ থাকতে হবে।

২. পরীক্ষা শুরুর আগে অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের তথ্য (প্রবেশপত্রের কপি ও প্রতিবন্ধী সনদের কপি) যাচাই করে পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

৩. অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের তথ্য (প্রবেশপত্রের কপি ও প্রতিবন্ধী সনদের কপি) পরীক্ষা নিয়ন্ত্রক বা সংশ্লিষ্ট উপপরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠাবেন।

আরও পড়ুনহাজী দানেশের ভর্তি বিজ্ঞপ্তি, ১৭৯৫ আসনের আবেদন শুরু ১৬ নভেম্বর১৩ নভেম্বর ২০২৫

৪. প্রতিবন্ধী পরীক্ষার্থীদের উত্তরপত্র আলাদাভাবে সিলগালা করে ‘মো. নজরুল ইসলাম তালুকদার, উপপরীক্ষা নিয়ন্ত্রক, ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর–১৭০৪’ এই ঠিকানায় পাঠাতে হবে।

৫. প্যাকেটের ওপর ‘প্রতিবন্ধী পরীক্ষার্থীর উত্তরপত্র’ লাল কালিতে লিখতে হবে।

# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট : www.na.ac.bd

আরও পড়ুনসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালে ভর্তির তথ্য, আবেদন শুরু ২১ নভেম্বর১ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • অনার্স চতুর্থ বর্ষের পুনর্মূল্যায়ন আবেদন শুরু মঙ্গলবার, প্রতিটি পত্রের ফি ১২০০
  • রুয়েটের ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারি, এবার পরীক্ষা কেন্দ্র ২টি, ২০২২ সালের এসএসসি পাসেও আবেদন
  • এইচএসসিতে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ৩২ জন
  • কুমিল্লা বোর্ডে এইচএসসিতে খাতা চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন ২৩ জন
  • ডিগ্রি ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা: প্রতিবন্ধী পরীক্ষার্থীরা পাবেন অতিরিক্ত ৩০ মিনিট