চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মিজানুর রহমান (২২) নামে মোটরসাইকেল মেকানিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন নিহতের মা সুফিয়ারা বেগম।

মঙ্গলবার (১৩ মে) বিকেলে পৌর এলাকার শিবতলা-গুলবাগ মহল্লায় ঘটনাটি ঘটে। 

নিহত মিজানুর শিবতলা নতুনপাড়া মহল্লার মনোয়ার হোসেনের ছেলে।

আরো পড়ুন:

দুই মাথা নিয়ে জন্মানো শিশুর ২ ঘণ্টা পর মৃত্যু

নলছিটিতে খালে পড়ে শিশুর মৃত্যু

এলাকাবাসী জানান, আজ মঙ্গলবার বিকেলে ঝড় শুরু হলে মিজানুর ও তার মা বাড়ির কাছের একটি বাগানে আম কুড়াতে যান। এ সময় বজ্রপাত হলে তারা আহত হন। স্থানীয়রা তাদের জেলা হাসপাতালে নিলে যান। সেখানকার চিকিৎসক মিজানুরকে মৃত ঘোষণা করেন। তার মা সুফিয়ারা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মতিউর রহমান বলেন, “আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মিজানুর রহমান নামে এক যুবক মারা গেছেন। তার মা আহত হয়ে জেলা হাসপাতালে ভর্তি আছেন। আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে মিজানুরের মরদেহ হস্তান্তর করা হয়েছে।” 

ঢাকা/মেহেদী/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আহত আম ক ড় ত

এছাড়াও পড়ুন:

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি সিরিয়ার ওপর আরোপ করা দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবেন। সিরিয়ার সাবেক শাসক বাশার আল–আসাদের আমলে দেশটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ওয়াশিংটন।

সৌদি আরব সফররত ট্রাম্প বলেন, ‘একটি (সিরিয়ায়) নতুন সরকার এসেছে। আশা করি, তারা দেশকে স্থিতিশীল করতে এবং শান্তি বজায় রাখতে সফল হবে।’

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক আয়োজনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি সিরিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেব, যাতে দেশটিকে শ্রেষ্ঠত্ব অর্জনের সুযোগ দেওয়া যায়।’

আরও পড়ুনসৌদি আরবের সঙ্গে ‘ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি’ যুক্তরাষ্ট্রের৩ ঘণ্টা আগে

ট্রাম্পের এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জনগণের বিরুদ্ধে বাশার সরকারের যুদ্ধাপরাধের প্রতিক্রিয়ায় সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মন্তব্যকে স্বাগত জানায় সিরিয়া।

আরও পড়ুনএক লাখ কোটি ডলার বিনিয়োগের লক্ষ্য নিয়ে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন ট্রাম্প১৭ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ