শনিবার (১০ মে) রাত ২টা ৯ মিনিটে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে একটি বিমানঘাঁটির কাছের বাসিন্দা আহমাদ সুবহান প্রথম বিস্ফোরণের শব্দ শোনেন। জোরে কেঁপে ওঠে তাঁর বাড়ির জানালাগুলো। ঠিক তখনই দক্ষিণ এশিয়া পৌঁছে যায় যুদ্ধের দোরগোড়ায়।

প্রায় তিন সপ্তাহ ধরে চলা উত্তেজনার জেরে সেদিন ভোরে পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েক দশকের শুরু হওয়া সবচেয়ে তীব্র লড়াই চরম আকার ধারণ করে।

বিশ্বের অন্যতম জনবহুল অঞ্চলটির আকাশে শুরু হয় যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রের আনাগোনা। পাকিস্তানের কর্মকর্তারা জানান, শীর্ষ পারমাণবিক নীতিনির্ধারণী কমিটির জরুরি বৈঠক আহ্বান করবেন তাঁরা।

রাত দুইটা থেকে ভোর—সংকটময় আট ঘণ্টার মধ্যেই ভারত পাকিস্তানের তিনটি বড় বিমানঘাঁটি ও একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর মধ্যে নূর খান বিমানঘাঁটিও ছিল। এটি আহমাদ সুবহানের মতো সাধারণ মানুষের বাড়িঘরে ঘেরা ও রাজধানী ইসলামাবাদ থেকে মাত্র ২০ মিনিটের দূরত্বে অবস্থিত।

আমাদের রাজধানীর একেবারে কাছাকাছি নূর খান বিমানঘাঁটিতে হামলার পর আমাদের জন্য প্রতিশোধ নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না।ইসহাক দার, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

প্রথম বিস্ফোরণের পর আহমাদ সুবহান ও তাঁর স্ত্রী তিন সন্তানকে নিয়ে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন। সাবেক এই  সরকারি কর্মকর্তা বলেন, ‘আমরা তখনো ঠিক বুঝে উঠতে পারছিলাম না, কী ঘটেছে। এর মধ্যেই আরেকটা বিস্ফোরণ হলো।’ হামলার সুনির্দিষ্ট সময় তিনি এখনো স্পষ্ট মনে রেখেছেন। কারণ, ঠিক তখনই তিনি ফোন করতে যাচ্ছিলেন।

শনিবারের ঘটনাবলির সূত্রপাত হয়েছিল এক সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা নিয়ে। তবে সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, এমন ঘোষণা দেওয়ার পর এ আশঙ্কা দূর হয়। রয়টার্স যুক্তরাষ্ট্র, ভারত ও পাকিস্তানের ১৪ জন কর্মকর্তার সাক্ষাৎকার এবং তিন দেশের রাজধানী থেকে প্রকাশিত সরকারি বিবৃতি পর্যালোচনার ভিত্তিতে এ তথ্য সম্পর্কে নিশ্চিত হয়েছে।

এসব সূত্র তুলে ধরে, কীভাবে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে শত্রুতাপূর্ণ পরিস্থিতি দ্রুতই বিপজ্জনক রূপ ধারণ করে; সঙ্গে পর্দার আড়ালে জোরালো কূটনৈতিক তৎপরতা চলে। এই তৎপরতায় যুক্তরাষ্ট্র, ভারত ও পাকিস্তান সক্রিয়ভাবে অংশ নেয়। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় ওয়াশিংটনের মধ্যস্থতাকারীর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১০ মে রাতে ভারতের ক্ষেপণাস্ত্র পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান ঘাঁটিতে আঘাত হানে। এটি এমন এক স্থান, যেখানে পারমাণবিক অস্ত্রধারী দেশটির সামরিক সদর দপ্তর অবস্থিত।

আহমাদ সুবহান ও নাম প্রকাশ না করার শর্তে দুজন পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তার বলেন, নূর খান বিমানঘাঁটিতে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র হামলা ও ড্রোন দিয়ে আক্রমণ চালানো হয়।

এ হামলায় দুটি ছাদ ধসে পড়ে এবং একটি জ্বালানি সরবরাহকারী বিমানের হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়। ঘাঁটি পরিদর্শনকারী এক নিরাপত্তা কর্মকর্তা জানান, হামলার সময় বিমানটি আকাশে ছিল।

তবে ভারতের এক শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা গত রোববার সাংবাদিকদের জানান, নূর খান ঘাঁটির একটি অপারেশন কমান্ড সেন্টারে হামলা চালানো হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার রয়টার্সকে বলেন, ‘আমাদের রাজধানীর একেবারে কাছাকাছি নূর খান বিমানঘাঁটিতে হামলার পর আমাদের জন্য প্রতিশোধ নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না।’

এ ঘাঁটিতে (নূর খান বিমানঘাঁটি) হামলার ঘটনা ভারতের লক্ষ্য-অভিপ্রায়ের তুলনায় অনেক বেশি বিপজ্জনক ছিল বলে ধরা যায়। দুই দেশকেই এ বার্তা স্পষ্টভাবে বুঝতে হবে যে এমন একটি সংঘাত পারমাণবিক রূপ না নিয়ে সীমাবদ্ধ থাকবে বলে ধরে নেওয়া ভুল হতে পারে।ক্রিস্টোফার ক্ল্যারি, যুক্তরাষ্ট্রের আলবানি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক

পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির পরিকল্পনার দায়িত্বে থাকা সামরিক সংস্থার কাছ থেকে মাত্র এক মাইলের দূরত্বে নূর খান বিমানঘাঁটি অবস্থিত।

যুক্তরাষ্ট্রের আলবানি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ক্রিস্টোফার ক্ল্যারির মতে, এই ঘাঁটিতে হামলার ঘটনা ভারতের লক্ষ্য–অভিপ্রায়ের তুলনায় অনেক বেশি বিপজ্জনক ছিল বলে ধরা যায়। দুই দেশকেই এ বার্তা স্পষ্টভাবে বুঝতে হবে যে এমন একটি সংঘাত পারমাণবিক রূপ না নিয়ে সীমাবদ্ধ থাকবে বলে ধরে নেওয়া ভুল হতে পারে।

‘আপনি যদি রুশ রুলেট খেলেন (একধরনের জুয়া) ও ধরা খাওয়া থেকে বেঁচে যান, তার মানে এই নয় যে একই কাজ আবার করাই ঠিক হবে’, বলেন ক্ল্যারি।
এসব বিষয়ে ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তানের সামরিক বাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সের লিখিত প্রশ্নের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র এ সংঘাত নিরসনে দেশটির ভূমিকা নিয়ে রয়টার্সের করা প্রশ্নের সরাসরি জবাব না দিলেও বলেন, দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা আরও বাড়লে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য তা মারাত্মক হুমকি হয়ে উঠতে পারত।

মোদিকে ভ্যান্সের টেলিফোন

ভারত ও পাকিস্তান স্বাধীনতালাভের পর থেকে তিনটি বড় যুদ্ধে লড়েছে এবং দীর্ঘদিন ধরেই তারা দ্বন্দ্বে লিপ্ত রয়েছে। তাদের মধ্যে সাম্প্রতিকতম উত্তেজনার সূচনা ঘটে গত ২২ এপ্রিল ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের এক হামলার মাধ্যমে।

শনিবার রাত দুইটা থেকে ভোর—সংকটময় আট ঘণ্টার মধ্যেই ভারত পাকিস্তানের তিনটি বড় বিমানঘাঁটি ও একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর মধ্যে নূর খান বিমানঘাঁটিও ছিল। এটি আহমাদ সুবহানের মতো সাধারণ মানুষের বাড়িঘরে ঘেরা ও রাজধানী ইসলামাবাদ থেকে মাত্র ২০ মিনিটের দূরত্বে অবস্থিত।

পেহেলগাম হামলায় ২৬ জন নিহত হন, যাঁদের বেশির ভাগই ছিলেন পর্যটক। এ ঘটনায় পাকিস্তান–সমর্থিত ‘সন্ত্রাসীদের’ দায়ী করে নয়াদিল্লি। তবে ইসলামাবাদ তা নাকচ করে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায়।

বিতর্কিত কাশ্মীরকে ঘিরে বহুদিনের বিবাদের সর্বশেষ পর্ব এটি। হিমালয় অঞ্চলের এ ভূখণ্ড আশির দশকের শেষ থেকে ভারতবিরোধী বিদ্রোহে ক্ষতবিক্ষত হয়ে আছে। কাশ্মীরের পুরো অংশ নিজেদের বলে দাবি করে থাকে নয়াদিল্লি ও ইসলামাবাদ উভয়েই, যদিও তারা এর একটি করে অংশ নিয়ন্ত্রণ করছে।

হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরে সক্রিয় সশস্ত্র সংগঠনগুলোকে সহায়তা ও অস্ত্র সরবরাহের অভিযোগ করে আসছে। তবে পাকিস্তান বলছে, তারা শুধু কাশ্মীরি স্বাধীনতাকামীদের কূটনৈতিক সমর্থন দিয়ে থাকে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুমোদনের পর তাঁর দেশের সেনাবাহিনী পেহেলগামের ঘটনায় ৭ মে পাকিস্তানে ‘সন্ত্রাসীদের অবকাঠামো’ লক্ষ্য করে বিমান হামলা চালায়।

পরবর্তী সময়ে শুরু হওয়া আকাশযুদ্ধে পাকিস্তান জানায়, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে, যার মধ্যে ছিল সম্প্রতি ফ্রান্স থেকে কেনা মূল্যবান রাফাল বিমানও। ভারতের পক্ষ থেকেও ইঙ্গিত দেওয়া হয়, তারা কিছু ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এবং পাল্টা আঘাত হেনেছে।

৯ মে (শুক্রবার) যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে ওঠেন যে এই সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এমনটা জানান ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র।

সূত্র দুটি জানায়, সেদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তিনি ভারতের প্রধানমন্ত্রীকে একটি সম্ভাব্য সমঝোতার প্রস্তাব দেন, যা তাঁর ভাষায়, পাকিস্তানের পক্ষেও গ্রহণযোগ্য হবে।

যদিও এর আগের দিন বৃহস্পতিবার ভ্যান্স প্রকাশ্যে বলেছিলেন, যুক্তরাষ্ট্র ‘দুই দেশের এমন একটি ঘটনায় জড়াবে না, যা মূলত আমাদের নিজস্ব বিষয় নয়’।

সূত্রগুলো ওই ফোনালাপের বিস্তারিত জানায়নি। তবে তারা বলেছে, মোদি প্রস্তাব গ্রহণ করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন না। একটি সূত্র বলেছে, মোদি ভ্যান্সকে জানান, যদি পাকিস্তান উত্তেজনা বাড়ায়, তবে ভারত আরও জোরালো প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত থাকবে। উল্লেখ্য, পেহেলগাম হামলার সময় ভ্যান্স ভারত সফরে ছিলেন।

পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষে ইসলামাবাদে আয়োজিত সামরিক কুচকাওয়াজে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শাহিন-৩ প্রদর্শন করা হয়। ২৫ মার্চ, ২০২১.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর মকর ত র ইসল ম ব দ পরর ষ ট র ক টন ত ক অবস থ ত এমন এক আম দ র র ঘটন

এছাড়াও পড়ুন:

পিঠ চাপড়ে দিব‍্যকে আদর করে দিলেন আমির খান

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’কে সামনে পেয়ে কার না হৃদস্পন্দন বেড়ে যায়! অস্ট্রেলিয়ার মেলবোর্নের রাস্তায় এমনই এক অপ্রত্যাশিত মুহূর্তের মুখোমুখি হলেন বাংলাদেশের তরুণ অভিনেতা দিব্য জ্যোতি। স্বপ্নের নায়ক আমির খানের সঙ্গে পরিচয়, প্রাণখোলা আলাপ, আর শ্যাম বেনেগালের সঙ্গে কাজের কথা শুনে পিঠ চাপড়ে ভালোবাসায় ভরিয়ে দিলেন তিনি—যা দিব্যর শিল্পীজীবনের স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সামাজিক মাধ্যমে আমির খানের সঙ্গে দিব্য জ্যোতির একটি ছবি শেয়ার করেছেন শাহনাজ খুশি।

সেই ছবিতে দেখা যায়, আমির খানের পাশে দাঁড়িয়ে আছেন দিব্য। কাঁধে ব্যাগ, পরনে শার্টের ওপরে ফুল স্লিভ সোয়েটার। এদিকে আমির খানের পরনে কালো কুর্তা, সাদা পাজামা।

আরো পড়ুন:

এখনও হৃতিক সুজানের বন্ধুত্ব রয়ে গেছে

গান হলো কিন্তু সংসারটা ঠিকমতো হলো না অলকার

স্বপ্নের নায়ককে কাছে পেয়ে কথা বলেছেন, ছবি তোলারও সুযোগ হাতছাড়া করেননি দিব্য। শাহনাজ খুশি লিখেছেন, ‌‍‍‍‍"অস্ট্রেলিয়ার মেলবোর্নে রাস্তায় দিব‍্যর স্বপ্নের নায়ক আমির খানের সাথে হঠাৎ দেখা! অতঃপর বাংলাদেশের অভিনেতা হিসাবে পরিচয় দেওয়া, কথা বলা।"

ভারতের নন্দিত পরিচালক শ্যাম বেনেগালের সঙ্গে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় কাজের সুযোগ হয়েছে দিব্যর। সে কথা শোনার পর ‘মিস্টার পারফেকশনিস্ট’ অন্যরকম আন্তরিকতা দেখিয়েছেন বলেও জানালেন খুশি।

শাহনাজ খুশি লিখেছেন, "মুম্বাইয়ে শ্যাম বেনেগাল স্যারের সাথে কাজের কথা শুনে অত‍্যন্ত আন্তরিকভাব দেখিয়েছেন আমির খান। সেই সঙ্গে দিব্যর পিঠ চাপড়ে আদর করে দিয়েছেন! কারণ, বেনেগাল স্যারের অতিশয় ভক্ত এবং তার জন্য গর্বিতও আমির খানও।"

শেষে তিনি লিখেছেন, "অচেনা-অখ‍্যাত একজন শিল্পীর প্রতি আমির খানের মতো একজন শিল্পীর এমন বিনয় নিঃশ্চয় দিব‍্যর জন্যও শিক্ষণীয় হয়ে থাকবে।"

নাট্যকার-অভিনেতা বৃন্দাবন দাস ও অভিনেত্রী শাহনাজ খুশির জমজ দুই সন্তান। একজনের নাম সৌম্য জ্যোতি, অন্যজন দিব্য জ্যোতি। পড়াশোনার পাশাপাশি তারা এখন নাটক, ওটিটি ও সিনেমায় নিয়মিত অভিনয় করছেন। মা-বাবার মতো হয়ে উঠেছেন শোবিজের প্রিয়মুখ।

ঢাকা/রাহাত/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ