একই শহরের পাশাপাশি দুটি ক্লাব। দুটি মাঠের দূরত্বও ৯ কিলোমিটারের কম। আজ যখন এস্পানিওলের আরসিডিই স্টেডিয়ামে নামবে বার্সেলোনা, তখন কি তাদের গার্ড অব অনার দেওয়া হবে? গতকাল ক্যামেরার সামনে আসা এস্পানিওল কোচ মানলো গঞ্জালেজকে এমন প্রশ্ন করে বেশ বিব্রতকর অবস্থার মধ্যেই ফেল দিয়েছিলেন সাংবাদিকরা।

কিন্তু গার্ড অব অনার দেওয়ার প্রশ্নটাইবা আসছে কেন? উপস্থিত কাতালান সাংবাদিকরাই ব্যাপারটি খুলে বলেন তাঁর সামনে। আগের রাতে যদি রিয়াল মাদ্রিদ মায়োর্কার সঙ্গে ম্যাচটি ড্র করতো, তাহলে লা লিগা চ্যাম্পিয়ন হয়েই আজ মাঠে নামতে পারতো বার্সা। 

সেই হিসাবে প্রতিপক্ষের গার্ড অব অনার দেওয়ার রীতি রয়েছে। ‘আমি আমার দলকে নিয়ে ভাবছি, বাকি সব আমার চিন্তার বিষয় নয়।’ আসলে স্পেনের এই ‘ডার্বি বার্সেলোনি’ নিয়ে এস্পানিওলের একটা আদি অনুযোগ রয়েছে। কাতালানরা বার্সেলোনাকে যতটা তাদের নিজেদের দল মনে করেন, এস্পানিওলকে ততটা নয়। অনেকটা একই মায়ের পেটের দুই সন্তানের জন্য ভালোবাসার পক্ষপাতিত্ব! তবে রিয়াল জিতলেও আজই শিরোপা উদযাপনের জন্য প্রস্তুত বার্সা সমর্থকরা। 

৭ পয়েন্টে এগিয়ে থাকা ইয়ামালরা আজ জিতলেই লা লিগা চ্যাম্পিয়ন, হাতে থাকা বাকি দুটি ম্যাচ তখন হবে কেবলই নিয়ম রক্ষার। কেননা, এই মুহূর্তে দ্বিতীয়তে থাকা মাদ্রিদের সঙ্গে ৭ পয়েন্টে এগিয়ে তারা। স্প্যানিশ ক্রীড়া দৈনিকগুলোর খবর, বার্সা সমর্থকরা বাসভর্তি হয়ে আজ নিজেদের মাঠ এস্তাদিও অলিম্পিকের সামনে আসবেন। ম্যাচের পর লেভানডস্কিরা নিজেদের মাঠের দিকেই রওনা হবেন। এক মৌসুম পর ফের লা লিগার শিরোপা ফিরে পাওয়ার উৎসবে মাততে চান সমর্থকরা। আসলে সেদিন এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারানোর পরই লা লিগা প্রায় নিশ্চিত হয়ে যায় বার্সার। আজ এস্পানিওলের বিপক্ষে জিতলে তাই ঘরোয়া ফুটবলের ট্রেবল জয়ের আনন্দ করবে রাফিনিয়ারা। 

যদিও ডার্বিতে প্রতিপক্ষকে সহজে ছেড়ে দেবে না বলে ঘোষণা দিয়েছেন এস্পানিওল কোচ। তাঁর প্রেরণা রিয়াল মাদ্রিদকেও তারা তাদের উঠোনে হারানো। ‘রিয়াল মাদ্রিদকে যেভাবে আমরা আটকে দিয়েছিলাম, সেভাবে অন্য যে কোনো দলকেই হারিয়ে দিতে পারি। বার্সা অবশ্যই বড় দল, তারা শিরোপার কাছাকাছিও বটে। তবে আমরাও প্রস্তুত।’ 

শিরোপা উৎসবের এই মঞ্চে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক তাঁর শুরুর একাদশে বড় একটি পরিবর্তন আনতে যাচ্ছেন। গোলরক্ষক সেনজিকে বসিয়ে খেলাতে পারে টারস্টেগানকে। গেল নভেম্বরে এই কাতালান ডার্বিতে বার্সা তাদের নিজেদের মাঠে এস্পানিওলকে ৩-১ গোলে হারিয়েছিল। তাছাড়া গেল তিনটি ম্যাচে কোনো জয় না পাওয়ায় এস্পানিওল তেমন ছন্দেও নেই।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

যৌন নির্যাতনে অভিযুক্ত অভিনেতাকে লাল গালিচায় হাঁটতে দেওয়া হলো না

যৌন সহিংসতার অভিযোগে অভিযুক্ত হওয়ায় ফরাসি অভিনেতা থিও নাভারো-মুসিকে এবারের কান চলচ্চিত্র উৎসব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি পরিচালক ডমিনিক মলের চলচ্চিত্র ‘Dossier 137’-এ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন।

উৎসব শুরুর আগেই উৎসবের মহাসচিব থিয়েরি ফ্রেমো চলচ্চিত্রের প্রযোজনা দলের সঙ্গে একমত হয়ে, থিও নাভারো-মুসিকে লাল গালিচায় অংশ নেওয়া থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেন। যা কান চলচ্চিত্র উৎসবের ইতিহাসে একটি অভূতপূর্ব পদক্ষেপ।

জানা গেছে, তিনজন সাবেক সঙ্গিনী ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে থিওর বিরুদ্ধে ধর্ষণ, শারীরিক ও মানসিক সহিংসতার অভিযোগে মামলা করেছিলেন। দীর্ঘ তদন্তের পর ২০২৫ সালের এপ্রিল মাসে মামলা প্রমাণের অভাবে খারিজ হয়ে যায়।

তবে অভিযোগকারীরা জানিয়েছেন, তাঁরা আবারও মামলা করতে যাচ্ছেন। এইবার আদালতে নিজ উদ্যোগে (পার্টি সিভিল হিসেবে) অভিযোগ আকারে।

অভিনেতার আইনজীবী, মে পুজে-গালিয়ার্দি জানিয়েছেন, আমার মক্কেলকে এই মুহূর্তে আইনি দিক থেকে দোষী সাব্যস্ত করা হয়নি এবং তাঁর বিরুদ্ধে কোনো চলমান প্রক্রিয়া সম্পর্কে তাঁকে কিছু জানানোও হয়নি।”

কান উৎসব সম্প্রতি একটি নৈতিক সজাগতা নীতি চালু করেছে, যেখানে প্রতিটি চলচ্চিত্রের প্রযোজনা দলকে নিশ্চিত করতে হবে যে চিত্রগ্রহণের সময় নিরাপত্তা, মর্যাদা ও নৈতিকতা বজায় রাখা হয়েছে।

উৎসবের মহাসচিব থিয়েরি বলেন, যেহেতু মামলার ওপর আপিল হয়েছে এবং বিচারিক প্রক্রিয়া চলমান, তাই আমরা এটিকে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে ধরে নিতে পারি না। যখন বিচার প্রক্রিয়া শেষ হবে, তখন বিষয়টি ভিন্নভাবে দেখা হবে।”

তিনি আরও জানান, আরও একজন চলচ্চিত্র ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ এসেছে, এবং সেই সম্পর্কেও উৎসব কর্তৃপক্ষ তথ্য সংগ্রহ করছে।

সম্পর্কিত নিবন্ধ

  • পাঠাও নিয়ে এল ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন
  • পাঠাও নিয়ে এলো ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন
  • পাঠাও নিয়ে এলো ‘চলো দেশি ভাইবে-এ’ ক্যাম্পেইন
  • নিয়ম আটকাতে পারল না, রেড কার্পেটে জ্বলে উঠলেন হ্যালি বেরি
  • নতুন নিয়ম আটকাতে পারল না হেলি বেরিকে, রেড কার্পেটে জ্বলে উঠালেন ভিন্নভাবে
  • কানের লাল গালিচায় ‘নগ্ন’ পোশাক নিষিদ্ধ
  • চলচ্চিত্র ও রাজনীতি মিলেমিশে একাকার
  • শেষ মুহূর্তে রিয়ালের জয়, উৎসবের অপেক্ষা বাড়ল বার্সার
  • যৌন নির্যাতনে অভিযুক্ত অভিনেতাকে লাল গালিচায় হাঁটতে দেওয়া হলো না