একই শহরের পাশাপাশি দুটি ক্লাব। দুটি মাঠের দূরত্বও ৯ কিলোমিটারের কম। আজ যখন এস্পানিওলের আরসিডিই স্টেডিয়ামে নামবে বার্সেলোনা, তখন কি তাদের গার্ড অব অনার দেওয়া হবে? গতকাল ক্যামেরার সামনে আসা এস্পানিওল কোচ মানলো গঞ্জালেজকে এমন প্রশ্ন করে বেশ বিব্রতকর অবস্থার মধ্যেই ফেল দিয়েছিলেন সাংবাদিকরা।
কিন্তু গার্ড অব অনার দেওয়ার প্রশ্নটাইবা আসছে কেন? উপস্থিত কাতালান সাংবাদিকরাই ব্যাপারটি খুলে বলেন তাঁর সামনে। আগের রাতে যদি রিয়াল মাদ্রিদ মায়োর্কার সঙ্গে ম্যাচটি ড্র করতো, তাহলে লা লিগা চ্যাম্পিয়ন হয়েই আজ মাঠে নামতে পারতো বার্সা।
সেই হিসাবে প্রতিপক্ষের গার্ড অব অনার দেওয়ার রীতি রয়েছে। ‘আমি আমার দলকে নিয়ে ভাবছি, বাকি সব আমার চিন্তার বিষয় নয়।’ আসলে স্পেনের এই ‘ডার্বি বার্সেলোনি’ নিয়ে এস্পানিওলের একটা আদি অনুযোগ রয়েছে। কাতালানরা বার্সেলোনাকে যতটা তাদের নিজেদের দল মনে করেন, এস্পানিওলকে ততটা নয়। অনেকটা একই মায়ের পেটের দুই সন্তানের জন্য ভালোবাসার পক্ষপাতিত্ব! তবে রিয়াল জিতলেও আজই শিরোপা উদযাপনের জন্য প্রস্তুত বার্সা সমর্থকরা।
৭ পয়েন্টে এগিয়ে থাকা ইয়ামালরা আজ জিতলেই লা লিগা চ্যাম্পিয়ন, হাতে থাকা বাকি দুটি ম্যাচ তখন হবে কেবলই নিয়ম রক্ষার। কেননা, এই মুহূর্তে দ্বিতীয়তে থাকা মাদ্রিদের সঙ্গে ৭ পয়েন্টে এগিয়ে তারা। স্প্যানিশ ক্রীড়া দৈনিকগুলোর খবর, বার্সা সমর্থকরা বাসভর্তি হয়ে আজ নিজেদের মাঠ এস্তাদিও অলিম্পিকের সামনে আসবেন। ম্যাচের পর লেভানডস্কিরা নিজেদের মাঠের দিকেই রওনা হবেন। এক মৌসুম পর ফের লা লিগার শিরোপা ফিরে পাওয়ার উৎসবে মাততে চান সমর্থকরা। আসলে সেদিন এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারানোর পরই লা লিগা প্রায় নিশ্চিত হয়ে যায় বার্সার। আজ এস্পানিওলের বিপক্ষে জিতলে তাই ঘরোয়া ফুটবলের ট্রেবল জয়ের আনন্দ করবে রাফিনিয়ারা।
যদিও ডার্বিতে প্রতিপক্ষকে সহজে ছেড়ে দেবে না বলে ঘোষণা দিয়েছেন এস্পানিওল কোচ। তাঁর প্রেরণা রিয়াল মাদ্রিদকেও তারা তাদের উঠোনে হারানো। ‘রিয়াল মাদ্রিদকে যেভাবে আমরা আটকে দিয়েছিলাম, সেভাবে অন্য যে কোনো দলকেই হারিয়ে দিতে পারি। বার্সা অবশ্যই বড় দল, তারা শিরোপার কাছাকাছিও বটে। তবে আমরাও প্রস্তুত।’
শিরোপা উৎসবের এই মঞ্চে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক তাঁর শুরুর একাদশে বড় একটি পরিবর্তন আনতে যাচ্ছেন। গোলরক্ষক সেনজিকে বসিয়ে খেলাতে পারে টারস্টেগানকে। গেল নভেম্বরে এই কাতালান ডার্বিতে বার্সা তাদের নিজেদের মাঠে এস্পানিওলকে ৩-১ গোলে হারিয়েছিল। তাছাড়া গেল তিনটি ম্যাচে কোনো জয় না পাওয়ায় এস্পানিওল তেমন ছন্দেও নেই।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিএসআরএফ’র নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ও ফল উৎসব
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ও ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে নবনির্বাচিত নেতারা দায়িত্ব গ্রহণ করেন। এরপর ফল উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ’র সভাপতি মাসউদুল হক, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
দায়িত্ব গ্রহণ ও ফল উৎসবে সমবেত হয়েছিলেন সংগঠনের সদস্যরা। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই উৎসব।
এর আগে, গত ২২ জুন সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন কমিটি এদিন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেয়।
ঢাকা/আসাদ/রাজীব