একই শহরের পাশাপাশি দুটি ক্লাব। দুটি মাঠের দূরত্বও ৯ কিলোমিটারের কম। আজ যখন এস্পানিওলের আরসিডিই স্টেডিয়ামে নামবে বার্সেলোনা, তখন কি তাদের গার্ড অব অনার দেওয়া হবে? গতকাল ক্যামেরার সামনে আসা এস্পানিওল কোচ মানলো গঞ্জালেজকে এমন প্রশ্ন করে বেশ বিব্রতকর অবস্থার মধ্যেই ফেল দিয়েছিলেন সাংবাদিকরা।

কিন্তু গার্ড অব অনার দেওয়ার প্রশ্নটাইবা আসছে কেন? উপস্থিত কাতালান সাংবাদিকরাই ব্যাপারটি খুলে বলেন তাঁর সামনে। আগের রাতে যদি রিয়াল মাদ্রিদ মায়োর্কার সঙ্গে ম্যাচটি ড্র করতো, তাহলে লা লিগা চ্যাম্পিয়ন হয়েই আজ মাঠে নামতে পারতো বার্সা। 

সেই হিসাবে প্রতিপক্ষের গার্ড অব অনার দেওয়ার রীতি রয়েছে। ‘আমি আমার দলকে নিয়ে ভাবছি, বাকি সব আমার চিন্তার বিষয় নয়।’ আসলে স্পেনের এই ‘ডার্বি বার্সেলোনি’ নিয়ে এস্পানিওলের একটা আদি অনুযোগ রয়েছে। কাতালানরা বার্সেলোনাকে যতটা তাদের নিজেদের দল মনে করেন, এস্পানিওলকে ততটা নয়। অনেকটা একই মায়ের পেটের দুই সন্তানের জন্য ভালোবাসার পক্ষপাতিত্ব! তবে রিয়াল জিতলেও আজই শিরোপা উদযাপনের জন্য প্রস্তুত বার্সা সমর্থকরা। 

৭ পয়েন্টে এগিয়ে থাকা ইয়ামালরা আজ জিতলেই লা লিগা চ্যাম্পিয়ন, হাতে থাকা বাকি দুটি ম্যাচ তখন হবে কেবলই নিয়ম রক্ষার। কেননা, এই মুহূর্তে দ্বিতীয়তে থাকা মাদ্রিদের সঙ্গে ৭ পয়েন্টে এগিয়ে তারা। স্প্যানিশ ক্রীড়া দৈনিকগুলোর খবর, বার্সা সমর্থকরা বাসভর্তি হয়ে আজ নিজেদের মাঠ এস্তাদিও অলিম্পিকের সামনে আসবেন। ম্যাচের পর লেভানডস্কিরা নিজেদের মাঠের দিকেই রওনা হবেন। এক মৌসুম পর ফের লা লিগার শিরোপা ফিরে পাওয়ার উৎসবে মাততে চান সমর্থকরা। আসলে সেদিন এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারানোর পরই লা লিগা প্রায় নিশ্চিত হয়ে যায় বার্সার। আজ এস্পানিওলের বিপক্ষে জিতলে তাই ঘরোয়া ফুটবলের ট্রেবল জয়ের আনন্দ করবে রাফিনিয়ারা। 

যদিও ডার্বিতে প্রতিপক্ষকে সহজে ছেড়ে দেবে না বলে ঘোষণা দিয়েছেন এস্পানিওল কোচ। তাঁর প্রেরণা রিয়াল মাদ্রিদকেও তারা তাদের উঠোনে হারানো। ‘রিয়াল মাদ্রিদকে যেভাবে আমরা আটকে দিয়েছিলাম, সেভাবে অন্য যে কোনো দলকেই হারিয়ে দিতে পারি। বার্সা অবশ্যই বড় দল, তারা শিরোপার কাছাকাছিও বটে। তবে আমরাও প্রস্তুত।’ 

শিরোপা উৎসবের এই মঞ্চে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক তাঁর শুরুর একাদশে বড় একটি পরিবর্তন আনতে যাচ্ছেন। গোলরক্ষক সেনজিকে বসিয়ে খেলাতে পারে টারস্টেগানকে। গেল নভেম্বরে এই কাতালান ডার্বিতে বার্সা তাদের নিজেদের মাঠে এস্পানিওলকে ৩-১ গোলে হারিয়েছিল। তাছাড়া গেল তিনটি ম্যাচে কোনো জয় না পাওয়ায় এস্পানিওল তেমন ছন্দেও নেই।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মাছবোঝাই পিকআপ খাদে, এলাকাবাসীর মাছ ধরার ‘উৎসব’

ফরিদপুরের নগরকান্দায় মাছবোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এরপর খাদে ছড়িয়ে পড়া মাছ ধরতে স্থানীয় লোকজন ভিড় করেন। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের যদুরদিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পশ্চিম পাশে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পাবদা মাছবোঝাই পিকআপটি গতকাল বৃহস্পতিবার রাতে ফরিদপুর থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল। রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে যদুরদিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা মাছের ঝুড়িগুলো পানিতে তলিয়ে যায় এবং মাছ ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার দুই ঘণ্টা পর ভোর সাড়ে পাঁচটার দিকে রেকার দিয়ে পিকআপটি তোলা হয়। ওই সময় গাড়ির লোকজন যতটা সম্ভব মাছ উদ্ধার করে গাড়ি নিয়ে চলে যান। এরপর সকাল ছয়টা থেকে আশপাশের গ্রাম থেকে মানুষ মাছ ধরতে খাদে নামেন। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ—সবাই মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়েন। মহাসড়কের ধারে দাঁড়িয়ে বহু মানুষ এ দৃশ্য উপভোগ করেন। কেউ খ্যাপলা জাল, কেউ গামছা, আবার কেউ হাত দিয়ে মাছ ধরতে থাকেন।

সকাল সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মাছ ধরার প্রতিযোগিতায় যেন কেউ কারও থেকে পিছিয়ে থাকতে চান না। এক বালতি মাছ হাতে খাদ থেকে উঠলেন ফাতেমা বেগম (২৮)। তিনি জানান, প্রায় ১০ কেজি মাছ ধরতে পেরেছেন। হাসতে হাসতে বলেন, ‘আমার থেকে অনেক বেশি মাছ ধরেছে অনেকে।’

স্থানীয় বাসিন্দা হারুন অর রশিদ (৫৫) বলেন, খবর পেয়ে গ্রামের মানুষ ছুটে আসে। এরপর শুরু হয় মাছ ধরার ধুম।

মাছ ধরার খবর শুনে সেখানে এসেছিলেন ভাঙ্গার মহেশ্বর্দী গ্রামের মাইনুদ্দীন আহমেদ (৩৫)। তিনি বলেন, সবাই পাবদা মাছ ধরছেন। কেউ খালি হাতে ফেরেননি। কেউ ১৫ কেজি, কেউ আধা মণ পর্যন্ত মাছ পেয়েছেন।

পিকআপটি কোথা থেকে এসেছিল, কোথায় যাচ্ছিল কিংবা মাছের পরিমাণ ও মালিকের পরিচয় জানা যায়নি। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুজ্জামান বলেন, আজ ভোরে নগরকান্দার যদুরদিয়ায় মাছবোঝাই একটি পিকআপ খাদে পড়ে যায়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

সম্পর্কিত নিবন্ধ

  • মাছবোঝাই পিকআপ খাদে, এলাকাবাসীর মাছ ধরার ‘উৎসব’
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্থগিত হওয়া ‘মুক্তির উৎসব’ কাল
  • ট্রাম্পের শুল্কের চাপে যুক্তরাষ্ট্রের হীরার বাজারে ভারতের রাজত্ব কি ধসে পড়বে
  • কানাডার আন্তর্জাতিক উৎসবে ‘নয়া মানুষ’