ক্রেডিট কার্ড ছাড়াই কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ দিচ্ছে বাংলালিংক
Published: 15th, May 2025 GMT
বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন সহজে কেনার সুযোগ দিতে ক্রেডিট কার্ড ছাড়াই কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ দিচ্ছে বাংলালিংক। ‘স্মার্টফোন অন ইনস্টলমেন্ট’ নামের এ অফারের আওতায় বাংলালিংক সেন্টারে মাত্র ১৫ শতাংশ অর্থ জমা দিয়ে ৯ মাসের সহজ কিস্তিতে টুজি, থ্রিজি ও ফোরজি স্মার্টফোন কেনা যাবে। বিনা মূল্যে ১৮ গিগাবাইট ইন্টারনেট ব্যবহারের সুযোগসহ বিভিন্ন সুবিধাও পাবেন ক্রেতারা। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলালিংক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পামপে, জেনেক্স ও আইস্মার্টুর সঙ্গে বাংলালিংকের কৌশলগত পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর ফলে গ্রাহকেরা দেশের বিভিন্ন প্রান্তে থাকা যেকোনো বাংলালিংক সেন্টার থেকে আইটেল, টেকনো ও ইনফিনিক্স ব্র্যান্ডের স্মার্টফোন কিস্তিতে কিনতে পারবেন। পামপে অ্যাপের মাধ্যমে সহজেই কিস্তিতে স্মার্টফোন কেনার আবেদন করা যাবে।
কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ চালুর বিষয়ে বাংলালিংকের মার্কেটিং অপারেশনস বিভাগের পরিচালক মেহেদী আল আমীন বলেন, ‘আমরা স্মার্টফোন কেনার আর্থিক প্রতিবন্ধকতা দূর করে ডিজিটাল অন্তর্ভুক্তি ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগের আওতায় আমরা ফোরজি স্মার্টফোন সবার নাগালের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। ক্রেডিট কার্ড নেই বা ব্যাংকিং–সুবিধার বাইরে থাকা জনগোষ্ঠীর জন্য আমরা আরও সাশ্রয়ী উপায়ে স্মার্টফোন দিচ্ছি। ডিজিটাল ইকোসিস্টেমে আরও বেশি মানুষকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে আমরা ডিজিটালভাবে সংযুক্ত বাংলাদেশের দিকে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছি।’
পামপে লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুন জেং বলেন, ‘আমরা এই উদ্যোগ বাস্তবায়নে বাংলালিংকের সঙ্গে অংশীদারত্ব করতে পেরে আনন্দিত। এখন কিস্তিতে স্মার্টফোন কিনতে ক্রেডিট কার্ডের আর প্রয়োজন হবে না। ফলে ডিজিটাল কানেকটিভিটি সেবা আরও সহজলভ্য হবে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ ডিজিটাল অন্তর্ভুক্তির আওতায় আসবে। ভবিষ্যতে এই উদ্যোগ ডিজিটাল বৈষম্য কমাতে উল্লেখযোগ্য অবদান রাখবে।’
আইস্মার্টু টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, ‘আমরা স্মার্টফোন মার্কেটে অগ্রণী ভূমিকা পালন করছি। গ্রাহকদের জন্য আইটেল, টেকনো ও ইনফিনিক্সের মতো ব্র্যান্ডের স্মার্টফোন অফার করছি। গ্রাহকেরা যেন আমাদের স্মার্টফোন সাশ্রয়ী মূল্যে কিনতে পারেন, এ জন্য আমরা ইএমআইয়ের সুবিধা নিয়ে এসেছি। বাংলালিংকের সঙ্গে আমাদের এই অংশীদারত্ব গ্রাহকদের জীবনে নতুন মাত্রা যোগ করবে বলে আমরা আশাবাদী।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার সিরিজ জয়
কেয়ার্নসে দক্ষিণ আফ্রিকা সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টি ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে করে ৭ উইকেটে ১৭২ রান। ওই রান তাড়া করতে নেমে ব্যাটিংয়ে ভুগেছে অস্ট্রেলিয়া। তবে গ্লেন ম্যাক্সওয়েল তাদের লড়াইয়েও রেখেছিল।
শেষ ১২ বলে অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান। পেসার কোরবিন বোস ১৯তম ওভারে কোনো রান তো দেন-ই নি উল্টো আদায় করে নেন ২ উইকেট। ২ রান যোগ হয় লেগবাই থেকে। ক্রিজের অপরপ্রান্তে সব চেয়ে চেয়ে দেখেছেন ম্যাক্সওয়েল। তখন তার রান ৩১ বলে ৫২।
শেষ ওভারে বোলিংয়ে লুঙ্গি এনগিডি। ৬ বলে প্রয়োজন ১০ রান। প্রবল চাপে থাকা ম্যাক্সওয়েল নিজের স্নায়ু স্থির রাখলেন। হিসেবে কষে খেললেন এনগিডির বল। তাতে সফলও হলেন। প্রথম বল ডিপ মিড উইকেটে পাঠিয়ে নেন ২ রান। পরের বল কাভার সুইপার দিয়ে চার। তৃতীয় ও চতুর্থ বল ডট। সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নেননি।
নিজের উপর বিশ্বাস রেখেছিলেন। ১টি বাউন্ডারি হলেও হয়ে যাবে। পঞ্চম বলে তেমন কিছুই হলো। এনগিডির ফুলটস বল রিভার্স সুইপ করে ৪ রান পেয়ে যান ম্যাক্সওয়েল। যে ম্যাচটা অস্ট্রেলিয়ায় হারের শঙ্কায় ভুগছিল সেই ম্যাচটা তারা জিতে যায় ১ বল আগে, ২ উইকেট হাতে রেখে।
জয়ের নায়ক ম্যাক্সওয়েল ৩৬ বলে ৮ চার ও ২ ছক্কায় ৬২ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন। এই জয়ে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। তাদের হয়ে ইনিংসের শুরুটা ভালো করেছিলেন মিচেল মার্শ। ৩৭ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫৪ রান করেন মার্শ। কিন্তু তার ফেরার পর ইনিংসের মধ্যভাগে কেউ হাল ধরতে পারেননি। শেষ দিকে বাকিদের ব্যর্থতা আড়াল করে দেন ম্যাক্সওয়েল।
এর আগে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন ডেয়াল্ড ব্রেভিস। ২৬ বলে ১ চার ও ৬ ছক্কায় ইনিংসটি সাজান ব্রেভিস। ৩৮ রান করেন রাইসি ভন ডার ডুসেন। ট্রিটাস স্টাবস ২৫ ও ২৪ রান করেন ড্রি প্রিটোরিয়াস।
বোলিংয়ে অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন জস হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা।
ম্যাচ সেরা হন ম্যাক্সওয়েল। সিরিজ সেরা টিম ডেভিড।
ঢাকা/ইয়াসিন