ক্রেডিট কার্ড ছাড়াই কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ দিচ্ছে বাংলালিংক
Published: 15th, May 2025 GMT
বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন সহজে কেনার সুযোগ দিতে ক্রেডিট কার্ড ছাড়াই কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ দিচ্ছে বাংলালিংক। ‘স্মার্টফোন অন ইনস্টলমেন্ট’ নামের এ অফারের আওতায় বাংলালিংক সেন্টারে মাত্র ১৫ শতাংশ অর্থ জমা দিয়ে ৯ মাসের সহজ কিস্তিতে টুজি, থ্রিজি ও ফোরজি স্মার্টফোন কেনা যাবে। বিনা মূল্যে ১৮ গিগাবাইট ইন্টারনেট ব্যবহারের সুযোগসহ বিভিন্ন সুবিধাও পাবেন ক্রেতারা। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলালিংক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পামপে, জেনেক্স ও আইস্মার্টুর সঙ্গে বাংলালিংকের কৌশলগত পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর ফলে গ্রাহকেরা দেশের বিভিন্ন প্রান্তে থাকা যেকোনো বাংলালিংক সেন্টার থেকে আইটেল, টেকনো ও ইনফিনিক্স ব্র্যান্ডের স্মার্টফোন কিস্তিতে কিনতে পারবেন। পামপে অ্যাপের মাধ্যমে সহজেই কিস্তিতে স্মার্টফোন কেনার আবেদন করা যাবে।
কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ চালুর বিষয়ে বাংলালিংকের মার্কেটিং অপারেশনস বিভাগের পরিচালক মেহেদী আল আমীন বলেন, ‘আমরা স্মার্টফোন কেনার আর্থিক প্রতিবন্ধকতা দূর করে ডিজিটাল অন্তর্ভুক্তি ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগের আওতায় আমরা ফোরজি স্মার্টফোন সবার নাগালের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। ক্রেডিট কার্ড নেই বা ব্যাংকিং–সুবিধার বাইরে থাকা জনগোষ্ঠীর জন্য আমরা আরও সাশ্রয়ী উপায়ে স্মার্টফোন দিচ্ছি। ডিজিটাল ইকোসিস্টেমে আরও বেশি মানুষকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে আমরা ডিজিটালভাবে সংযুক্ত বাংলাদেশের দিকে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছি।’
পামপে লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুন জেং বলেন, ‘আমরা এই উদ্যোগ বাস্তবায়নে বাংলালিংকের সঙ্গে অংশীদারত্ব করতে পেরে আনন্দিত। এখন কিস্তিতে স্মার্টফোন কিনতে ক্রেডিট কার্ডের আর প্রয়োজন হবে না। ফলে ডিজিটাল কানেকটিভিটি সেবা আরও সহজলভ্য হবে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ ডিজিটাল অন্তর্ভুক্তির আওতায় আসবে। ভবিষ্যতে এই উদ্যোগ ডিজিটাল বৈষম্য কমাতে উল্লেখযোগ্য অবদান রাখবে।’
আইস্মার্টু টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, ‘আমরা স্মার্টফোন মার্কেটে অগ্রণী ভূমিকা পালন করছি। গ্রাহকদের জন্য আইটেল, টেকনো ও ইনফিনিক্সের মতো ব্র্যান্ডের স্মার্টফোন অফার করছি। গ্রাহকেরা যেন আমাদের স্মার্টফোন সাশ্রয়ী মূল্যে কিনতে পারেন, এ জন্য আমরা ইএমআইয়ের সুবিধা নিয়ে এসেছি। বাংলালিংকের সঙ্গে আমাদের এই অংশীদারত্ব গ্রাহকদের জীবনে নতুন মাত্রা যোগ করবে বলে আমরা আশাবাদী।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রায়ের পর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত: রিজওয়ানা হাসান
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে দেশে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সোমবার সকালে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে ‘দ্য সোল অব জুট’ নামে এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা।