পাকিস্তানের পরমাণু অস্ত্রের দায়িত্ব আইএইএ নিক: দাবি রাজনাথের
Published: 15th, May 2025 GMT
পাকিস্তানের পরমাণু অস্ত্রসম্ভার তদারকির দায়িত্ব আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরে গিয়ে আজ বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেন।
পাকিস্তানের সঙ্গে সংঘাতে ‘অপারেশন সিঁদুর’ নাম দিয়ে হামলা চালানোর পর রাজনাথ এই প্রথম শ্রীনগরে গেলেন। সেখানে বাদামিবাগ ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর উপস্থিতিতে তিনি অভিযোগ তুলে বলেন, ‘পাকিস্তান কতটা দায়িত্বজ্ঞানহীন, তার প্রমাণ গোটা বিশ্ব পেয়েছে। তাদের মতো এমন দায়িত্বজ্ঞানহীন ও শঠ দেশের হাতে পরমাণু অস্ত্রসম্ভার আদৌ নিরাপদ কি না, সেই প্রশ্ন আমি খোলাখুলি করতে চাই।’
আইএইএ পৃথিবীর বিভিন্ন দেশের পারমাণবিক কাজকর্মের ওপর নজর রাখে। সংঘাতের সময় ভারতীয় বাহিনী পাকিস্তানের বিভিন্ন ঘাঁটিতে আক্রমণ চালায়। সেই আক্রমণে পাকিস্তানের পরমাণু ভান্ডার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে গুজব ছড়িয়েছিল। পারমাণবিক বিকিরণের শঙ্কাও কোনো কোনো মহল থেকে করা হচ্ছিল। যদিও আইএইএ তা অসত্য বলে জানিয়েছে।
শ্রীনগরে ভারতীয় বাহিনীর সাহসের প্রশংসা করেন রাজনাথ। তিনি বলেন, ‘আপনারা যে বীরত্ব দেখিয়েছেন, তাতে সারা দেশ গর্বিত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের মনোভাব কতটা কঠোর, পাকিস্তান তা বুঝতে পেরেছে। তাই তারা পারমাণবিক অস্ত্র দেখিয়ে “ব্ল্যাকমেল” করার খেলা খেলছে। ভারত কিন্তু কোনো ব্ল্যাকমেল আমলে নেবে না।’ দিন কয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই এক মন্তব্য করেছিলেন।
আরও পড়ুনভারত-পাকিস্তান পারমাণবিক যুদ্ধের ঝুঁকি কতটা বাস্তব২ ঘণ্টা আগেপাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির পর ভারতের প্রধানমন্ত্রী মোদি গিয়েছিলেন পাঞ্জাবের আদমপুরের বায়ুসেনা ঘাঁটিতে। আজ বৃহস্পতিবার রাজনাথ সিং গেলেন শ্রীনগরে। সংঘাত চলাকালে এই বাদামিবাগ ক্যান্টনমেন্টেই পাকিস্তানের ছোড়া গোলা পড়েছিল। প্রতিরক্ষামন্ত্রী তার অংশ দেখেন।
এ সময় পাকিস্তানের উদ্দেশে রাজনাথ বলেন, কাশ্মীর ভারতের মাথা। সেখানে পাকিস্তান আঘাত করতে চেয়েছিল। সেই আক্রমণ ভারতীয় বাহিনী প্রতিহত করেছে।
জম্মু-কাশ্মীর নিয়ে আলোচনায় তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপের আশঙ্কা নাকচ করে দিয়ে রাজনাথ বলেন, পাকিস্তানের সঙ্গে আলোচনার একমাত্র আলোচ্য বিষয় হবে সন্ত্রাসবাদের নিরসন ও পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীর ফেরত নেওয়া। অন্য কিছু নয়।
আরও পড়ুনপাকিস্তান কি ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, কী জানা গেল২০ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ র নগর মন ত র র জন থ পরম ণ
এছাড়াও পড়ুন:
পিঠ চাপড়ে দিব্যকে আদর করে দিলেন আমির খান
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’কে সামনে পেয়ে কার না হৃদস্পন্দন বেড়ে যায়! অস্ট্রেলিয়ার মেলবোর্নের রাস্তায় এমনই এক অপ্রত্যাশিত মুহূর্তের মুখোমুখি হলেন বাংলাদেশের তরুণ অভিনেতা দিব্য জ্যোতি। স্বপ্নের নায়ক আমির খানের সঙ্গে পরিচয়, প্রাণখোলা আলাপ, আর শ্যাম বেনেগালের সঙ্গে কাজের কথা শুনে পিঠ চাপড়ে ভালোবাসায় ভরিয়ে দিলেন তিনি—যা দিব্যর শিল্পীজীবনের স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সামাজিক মাধ্যমে আমির খানের সঙ্গে দিব্য জ্যোতির একটি ছবি শেয়ার করেছেন শাহনাজ খুশি।
সেই ছবিতে দেখা যায়, আমির খানের পাশে দাঁড়িয়ে আছেন দিব্য। কাঁধে ব্যাগ, পরনে শার্টের ওপরে ফুল স্লিভ সোয়েটার। এদিকে আমির খানের পরনে কালো কুর্তা, সাদা পাজামা।
আরো পড়ুন:
এখনও হৃতিক সুজানের বন্ধুত্ব রয়ে গেছে
গান হলো কিন্তু সংসারটা ঠিকমতো হলো না অলকার
স্বপ্নের নায়ককে কাছে পেয়ে কথা বলেছেন, ছবি তোলারও সুযোগ হাতছাড়া করেননি দিব্য। শাহনাজ খুশি লিখেছেন, "অস্ট্রেলিয়ার মেলবোর্নে রাস্তায় দিব্যর স্বপ্নের নায়ক আমির খানের সাথে হঠাৎ দেখা! অতঃপর বাংলাদেশের অভিনেতা হিসাবে পরিচয় দেওয়া, কথা বলা।"
ভারতের নন্দিত পরিচালক শ্যাম বেনেগালের সঙ্গে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় কাজের সুযোগ হয়েছে দিব্যর। সে কথা শোনার পর ‘মিস্টার পারফেকশনিস্ট’ অন্যরকম আন্তরিকতা দেখিয়েছেন বলেও জানালেন খুশি।
শাহনাজ খুশি লিখেছেন, "মুম্বাইয়ে শ্যাম বেনেগাল স্যারের সাথে কাজের কথা শুনে অত্যন্ত আন্তরিকভাব দেখিয়েছেন আমির খান। সেই সঙ্গে দিব্যর পিঠ চাপড়ে আদর করে দিয়েছেন! কারণ, বেনেগাল স্যারের অতিশয় ভক্ত এবং তার জন্য গর্বিতও আমির খানও।"
শেষে তিনি লিখেছেন, "অচেনা-অখ্যাত একজন শিল্পীর প্রতি আমির খানের মতো একজন শিল্পীর এমন বিনয় নিঃশ্চয় দিব্যর জন্যও শিক্ষণীয় হয়ে থাকবে।"
নাট্যকার-অভিনেতা বৃন্দাবন দাস ও অভিনেত্রী শাহনাজ খুশির জমজ দুই সন্তান। একজনের নাম সৌম্য জ্যোতি, অন্যজন দিব্য জ্যোতি। পড়াশোনার পাশাপাশি তারা এখন নাটক, ওটিটি ও সিনেমায় নিয়মিত অভিনয় করছেন। মা-বাবার মতো হয়ে উঠেছেন শোবিজের প্রিয়মুখ।
ঢাকা/রাহাত/ফিরোজ