নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাতেম। আর নির্বাহী সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলে শামীম এহসান। রাজনৈতিক পটপরিবর্তনের পর দুজনই এই পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

নারায়ণগঞ্জে বিকেএমইএর প্রধান কার্যালয়ে আজ বৃহস্পতিবার সভাপতি, নির্বাহী সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও ছয়টি সহসভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। তার আগে এসব পদের বিপরীতে সমানসংখ্যক প্রার্থী মনোনয়ন জমা দেন। নির্বাচন বোর্ড যাচাই–বাছাইয়ের পর চূড়ান্ত তালিকা প্রকাশ করে। বিকেএমইএর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

১০ মে সরাসরি ভোটে বিকেএমইএর পর্ষদ নির্বাচন হয়। এতে মোহাম্মদ হাতেম প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স পূর্ণ প্যানেলে জয়ী হয়। যদিও নির্বাচনে ৩৫ পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৩৮ জন। প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্সের বাইরে প্রার্থী ছিলেন মাত্র তিনজন।

এমবি নিট ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাতেম বিকেএমইএর প্রতিষ্ঠাকালীন সদস্য। তিনি প্রথম সহসভাপতি নির্বাচিত হন ২০০২ সালে। পরবর্তী সময়ে তিনি সংগঠনটির সাবেক সভাপতি সেলিম ওসমানের নেতৃত্বাধীন পর্ষদে তিন মেয়াদে সহসভাপতি ও দুই মেয়াদে নির্বাহী সভাপতির দায়িত্ব পালন করেন। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সেলিম ওসমান আত্মগোপনে চলে গেলে সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ হাতেম।

মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন বিকেএমইএ পরিচালনা পর্ষদ ২০২৫–২৭ মেয়াদে দায়িত্ব পালন করবে। নতুন পর্ষদে জ্যেষ্ঠ সহসভাপতি পদে অমল পোদ্দার ও সহসভাপতি (অর্থ) পদে নির্বাচিত হয়েছেন মোরশেদ সারোয়ার। পাঁচ সহসভাপতি হলেন মো.

সামসুজ্জামান, গাওহার সিরাজ জামিল, আশিকুর রহমান, ফকির কামরুজ্জামান ও মোহাম্মদ রাশেদ।

বিকেএমইএর নতুন কমিটির পরিচালকেরা হলেন মনসুর আহমেদ, আহসান খান চৌধুরী, বেলায়েত হোসেন, ইমরান কাদের, খন্দকার সাইফুল ইসলাম, এম ইসফাক আহসান, আহমেদ নূর ফয়সাল, মো. আবদুল হান্নান, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মহসিন রাব্বানি, শাহরিয়ার সাইদ, মোহাম্মদ শামসুল আজম, আবদুল বারেক, মো. জামাল উদ্দিন মিয়া, নন্দ দুলাল সাহা, রতন কুমার সাহা, মো. মনিরুজ্জামান, মোহাম্মদ নজরুল ইসলাম, মো. ইয়াসিন, রাজীব চৌধুরী, ফৌজুল ইমরান খান, মোহাম্মদ সেলিম, মিনহাজুল হক, মামুনুর রশিদ, রাকিব সোবহান মিয়া ও সালাহ উদ্দিন আহমেদ।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম হ ম মদ হ ত ম ব ক এমইএর প

এছাড়াও পড়ুন:

ময়মনসিংহে ৭ বছর পর ছাত্রদলের পাঁচ ইউনিটের নতুন কমিটি

ময়মনসিংহে প্রায় সাত বছর পর জেলা দক্ষিণ, উত্তর, মহানগর, আনন্দ মোহন কলেজ ও কোতোয়ালি থানা ছাত্রদলের আংশিক কমিটি গঠন করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন কমিটিতে স্বাক্ষর করেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে রাকিবুল ইসলাম তাঁর ভেরিফায়েড ফেসবুকে কমিটি প্রকাশ করে অভিনন্দন জানান।

১১ সদস্যবিশিষ্ট ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটিতে আজিজুল হাকিম সভাপতি ও রাকিব হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া চারজন সহসভাপতি, তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক ও একজনকে দপ্তর সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

উত্তর জেলা ছাত্রদলের ১১ সদস্যবিশিষ্ট কমিটিতে নূরুজ্জামান সোহেল সভাপতি ও এ কে এম সুজা উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া চারজন সহসভাপতি, তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক ও একজনকে দপ্তর সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

মহানগর ছাত্রদলের ১১ সদস্যের কমিটিতে গোবিন্দ রায় সভাপতি ও আল মোহাম্মদ রাফসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া চারজন সহসভাপতি, তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক ও একজনকে দপ্তর সম্পাদক নির্বাচিত করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আনন্দ মোহন সরকারি কলেজ ছাত্রদলের আট সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে হুজ্জাতুল খান সভাপতি ও মোস্তাত সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া দুজন সহসভাপতি, একজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, একজন দপ্তর সম্পাদক ও একজনকে প্রচার সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কোতোয়ালি থানা ছাত্রদলের চার সদস্যবিশিষ্ট কমিটিতে আরিফ রব্বানী সভাপতি ও সাজিদ হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। অন্য দুজনের মধ্যে একজনকে সহসভাপতি ও একজনকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

আগামী ২১ দিনের মধ্যে এ দুটি ইউনিটকে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছে।

এর আগে ২০১৮ সালের ১২ জুলাই ময়মনসিংহ ছাত্রদলের দক্ষিণ, উত্তর জেলা ও মহানগর আংশিক কমিটি গঠিত হয়। এসব কমিটির মেয়াদ পেরোলেও এভাবেই এত দিন সংগঠনটির কার্যক্রম চলছিল।

সম্পর্কিত নিবন্ধ

  • ময়মনসিংহে ৭ বছর পর ছাত্রদলের পাঁচ ইউনিটের নতুন কমিটি
  • চাটুকারিতা না করার অঙ্গীকার সম্মিলিত পরিষদের নেতাদের
  • সংকটে নেতৃত্ব দিয়েছি, ধারাবাহিকতা অব্যাহত থাকবে: মনিরুজ্জামান
  • দেশের মানুষ চায় না বারবার ফ্যাসিবাদের উত্থান ঘটুক: আলী রীয়াজ
  • জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্টের বৈঠক
  • ছাত্রদলের কমিটিতে বিবাহিত অছাত্র ও ছাত্রলীগের কর্মী