তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, দেশের গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় কাজ করছে।

বৃহস্পতিবার (১৫ মে) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের স‌ঙ্গে মত‌বি‌নিময়কা‌লে এসব কথা ব‌লেন তিনি।

মত‌বি‌নিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। উপদেষ্টা এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী গৃহীত বিভিন্ন সংস্কার উদ্যোগের কথা তুলে ধরেন। সাংবাদিকদের দায়িত্ব ও সুরক্ষা-সংক্রান্ত একটি অধ্যাদেশ প্রণয়নের বিষয়টি সরকারের বিবেচনায় আছে বলে জানান তিনি।

জুলাই মাসের গণঅভ্যুত্থানের তথ্য প্রচারে মন্ত্রণালয়ের ভূমিকা তুলে ধরে উপদেষ্টা বলেন, এই ঘটনাপ্রবাহের ওপর বেশ কয়েকটি প্রামাণ্যচিত্র তৈরি ও বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। পাশাপাশি, এ বিষয়ে কিছু প্রকাশনাও তৈরি করা হয়েছে। ৫ আগস্ট উদযাপন উপলক্ষে আরো কিছু প্রামাণ্যচিত্র ও প্রকাশনা তৈরি করা হবে।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অগ্রগতির কথা উল্লেখ করে এ সাফল্যের জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

তিনি ব্রিটিশ গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার বিষয়ে তার অভিজ্ঞতা বিনিময় করেন এবং বাংলাদেশের গণমাধ্যমের উন্নয়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

মতবিনিময়কালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় ব্রিটিশ হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি এলি বুট উপস্থিত ছিলেন।

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট সরক র

এছাড়াও পড়ুন:

রায়ের পর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত: রিজওয়ানা হাসান

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে দেশে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সোমবার সকালে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে ‘দ্য সোল অব জুট’ নামে এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা।

সম্পর্কিত নিবন্ধ