এপিএল টি-১০ চ্যাম্পিয়নশিপ ২০২৫ অনুষ্ঠিত
Published: 16th, May 2025 GMT
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) সম্প্রতি এআইইউবি প্রিমিয়ার লীগ (এপিএল) টি-১০ চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ছয় দিনব্যাপী এ ক্রিকেট প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের মোট ২৪টি দল অংশগ্রহণ করে। এবারের আসরে বিবিএ জ্যাগুয়ার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, রানারআপ হয় সিএস চ্যালেঞ্জার্স।
এলএলবি স্পার্টান্স দল পায় ‘ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’। বিশেষ আকর্ষণ হিসেবে নারীদের প্রদর্শনী ম্যাচে রয়্যাল ফ্লেমস চ্যাম্পিয়ন এবং ভেলভেট ভাইপার্স রানারআপ হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান ড.
এ সময় উপস্থিত ছিলেন এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মনজুর এইচ খান সহ এআইইউবি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ প্রতিযোগিতাটি আয়োজন করে এআইইউবি অফিস অফ স্পোর্টস এবং সার্বিক সহযোগিতা প্রদান করে স্টুডেন্ট অফিস অফ অ্যাফেয়ার্স। সংবাদ বিজ্ঞপ্তি
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ইস্টার্ন ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে
পুঁজিবাজারে বিমাখাতে তালিকাভুক্ত ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৫) অনিরিক্ষিত প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির আলোচ্য সময়ে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৮.৬২ শতাংশ।
বুধবার (১৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার (১৩ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
তথ্য মতে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৬৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৫৮ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.০৫ টাকা বা ৮.৬২ শতাংশ।
২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ৫০.৫২ টাকা।
ঢাকা/এনটি//