যত তাড়াতাড়ি সম্ভব পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প
Published: 16th, May 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে চাচ্ছেন। মধ্যপ্রাচ্য সফররত ট্রাম্প শুক্রবার ব্যবসায়ীদের এক সম্মেলনে এ কথা বলেছেন বলে জানিয়েছে বিবিসি।
যুদ্ধ বন্ধের লক্ষ্যে তুরস্কে শুক্রবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, যদি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই শান্তি আলোচনায় অংশ নেন, তাহলে তিনি বৈঠকে অংশ নেবেন। তবে বৃহস্পতিবার ক্রেমলিন বৈঠকের প্রতিনিধিদের যে তালিকা প্রকাশ করেছে, তাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম নেই। শুক্রবারের বৈঠকে প্রতিনিধি দলে আছেন ইউক্রেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যান্ড্রি ইয়েরমাক, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রি সাইবিহা এবং প্রতিরক্ষামন্ত্রী রুস্টেম উমেরোভ।
বৃহস্পতিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, তিনি এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সরাসরি দেখা না করা পর্যন্ত ইউক্রেন শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি অসম্ভব।
শুক্রবার আমিরাতে ট্রাম্প রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা সম্পর্কে বলেছেন, “আমাদের এখনই এটি করার সময় এসেছে। আমরা এটি সম্পন্ন করতে যাচ্ছি।”
এর জন্য পুতিনের সঙ্গে সাক্ষাৎ প্রয়োজন উল্লেখ করে ট্রাম্প বলেন, পুতিনের সাথে ‘যত তাড়াতাড়ি সম্ভব’ তিনি একটি বৈঠক চান।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর শ ক রব র ইউক র ন
এছাড়াও পড়ুন:
গণঅভ্যুত্থানে আহত ৭৯ জন পেলেন অনুদানের চেক
জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসব চেক হস্তান্তর করা হয়। ‘সি’ ক্যাটেগরিভুক্ত জেলার পাঁচ উপজেলার ৭৯ জনকে ৭৯ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
জেলা প্রশাসক বলেন, ‘যতবার জুলাই যোদ্ধাদের সঙ্গে একত্র হই, ততবারই নতুন শক্তি পাই। প্রশাসন ও সাংবাদিকরা আপনাদের দেখে সঠিকভাবে কাজ করার অনুপ্রেরণা পান। যাদের দেশ নিয়ে ভাবার কথা নয়, তাদেরকেও সেদিন রাজপথে নামতে হয়েছিল। এ চেক শুধু আর্থিক অনুদান নয়, এটি আপনাদের জন্য একটি সম্মাননা।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, সদরের ইউএনও রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তুলসী চন্দ্র রায়, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক হাসিবুল হক সানজিদ প্রমুখ।