চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাগলা নদী থেকে গলায় ইট ও বালুর বস্তা বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) সকালে উপজেলার তর্তিপুর শ্মশান ঘাটের কাছ থেকে মরদেহটি উদ্ধার হয়। 

পুলিশের ধারণা, প্রায় ৪০ বছর বয়সী ওই বক্তিকে হত্যার পর মরদেহ গুমের জন্য গলায় ইট ও বালুর বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছিল।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে পাগলা নদীর তর্তিপুর শ্মশান ঘাটের কাছাকাছি একটি মরদেহ ভাসতে দেখেন তারা। পরে পুলিশ এসে মরদেহটি নদী থেকে উদ্ধার করে। মরদেহের গলায় ইট ও বালুর বস্তা বাঁধা ছিল।

আরো পড়ুন:

নিখোঁজের ১৯ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল শিশুর লাশ

নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার, মুখ ও শরীরের বিভিন্ন অংশ ছিল পোড়া

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, “নদীতে মরদেহ ভাসছে স্থানীয়দের থেকে এমন খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তারা ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরো বলেন, “মারা যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। আমরা ধারণা করছি, হত্যার পর মরদেহটি গুম করতে গলায় ইট ও বালুর বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/মেহেদী/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ নদ উদ ধ র র মরদ হ বগঞ জ

এছাড়াও পড়ুন:

সার্কের ১১ ফুটবলারের ৮ জনই নেপালের

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ২০২৫ মৌসুমের দলবদল এখন শেষ। দীর্ঘদিন ধরে গুঞ্জন, আলোচনা ও বাজারে ঘুরে বেড়ানো খেলোয়াড়দের তালিকা অবশেষে বাফুফের কাছে জমা পড়েছে পরশু। প্রিমিয়ার লিগের ১০টি ক্লাব বাফুফেতে স্থানীয় ও বিদেশি খেলোয়াড় তালিকা জমা দিয়েছে। সেই তালিকায় আছে মোট ৪৮ জন বিদেশি ফুটবলারের নাম। যাঁদের ১১ জন সার্কভুক্ত দেশের, বাকি ৩৭ জন সার্কের বাইরের। তবে নতুন নিয়মে সার্কভুক্ত দেশের ফুটবলাররা বিবেচিত হচ্ছেন দেশি হিসেবে।

সার্কভুক্ত দেশের খেলোয়াড়দের ১১ জনের মধ্যে ৮ জনই নেপালি। এর মধ্যে ব্রাদার্স ইউনিয়নই নিয়েছে ৪ জনকে—জোগেশ গুড়ং, সানিশ শ্রেষ্ঠা, অঞ্জন বিস্তা ও আরিক বিস্তা। বাংলাদেশ পুলিশ এফসি নিয়েছে নেপালের গোলরক্ষক ও অধিনায়ক কিরণ কুমার লিম্বু ও ফরোয়ার্ড আয়ুশ ঘালানকে। ফর্টিসে নাম লিখিয়েছেন নেপালের ডিফেন্ডার অনন্ত তামাং। রহমতগঞ্জে নেপালের ডিফেন্ডার অভিষেক লিম্বু।

সার্কের বাকি তিনজন আসছেন ভুটান, শ্রীলঙ্কা ও ভারত থেকে। ভুটানের মিডফিল্ডার ওয়াংচুক শেরিং নাম লিখিয়েছেন পুলিশে, শ্রীলঙ্কার অধিনায়ক ও গোলরক্ষক সুজান পেরেরা ফর্টিস এফসিতে ও ভারতের প্রসেনজিৎ চক্রবর্তী আরামবাগে। ভারতের মিঠুন সামান্তাকে আনার কথা ছিল আরামবাগের। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে তাঁর নাম জমা দেওয়া যায়নি।

মোহামেডানের জার্সিতে ৭ বছর খেলেছেন সুলেমান দিয়াবাতে। এবার তাঁকে ছেড়ে দিয়েছে দলটি

সম্পর্কিত নিবন্ধ