শাহরুখ খান ব্যর্থতা কাটিয়ে প্রবলভাবে ফিরছেন টানা তিনটি হিট সিনেমা দিয়ে, সালমান খান অবশ্য এখনো ব্যর্থতার চক্করেই ঘোরাফেরা করছেন। অক্ষয় কুমার অবশ্য ‘কেশরী ২’ দিয়ে ফেরার আভাস দিয়েছেন। তবে এক দক্ষিণি তারকা আছেন, যাঁর সিনেমা মানেই হিট। তাঁর অভিনীত আটটি সিনেমা টানা ২০০ কোটি রুপি বা তার বেশি ব্যবসা করেছে। কে এই তারকা? জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস অবলম্বনে।

গত কয়েক বছরে এই অভিনেতার টানা আটটি সিনেমা ২০০ কোটি টাকার ব্যবসা করেছে, একটিও ফ্লপ হয়নি। কিন্তু এত সাফল্যের পরেও আগামী বছর চলচ্চিত্র জগৎকে বিদায় জানিয়ে রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন এই দক্ষিণি অভিনেতা। সাফল্যের দিক থেকে রজনীকান্তকে পেছনে ফেলে দিয়েছেন ইনি।

থালাপতি বিজয়.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের কাছে হারের কারণ ব্যাখ্যায় যা বললেন রশিদ খান

এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের কাছে হারল আফগানিস্তান। কাল শারজাতে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছে রশিদ খানের দল। এই হারে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দুষছেন আফগান অধিনায়ক রশিদ খান।

আফগানিস্তানের ১৫১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটি তুলেছে ১০৯ রান। তখন জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু আচমকাই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামে। ১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভারের মধ্যে ২৪ বলে বাংলাদেশ ৯ রানে ৬ উইকেট হারালে ম্যাচে ফেরে আফগানিস্তান। কিন্তু এভাবে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা।

আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল রশিদের। ১৮ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তিও গড়েন তিনি। অধিনায়ক হিসেবে এ নিয়ে পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নিলেন রশিদ।

টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কদের মধ্যে টি–টোয়েন্টিতে আর কোনো অধিনায়ক এতবার ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি। বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা দুবার করে ইনিংসে ন্যূনতম ৪ উইকেট নিয়েছেন।

কাল ৪ উইকেট নিয়েছেন রশিদ

সম্পর্কিত নিবন্ধ