পেশাদার লিগে প্রথমবার এবং বাংলাদেশ ফুটবল লিগে ২৩ বছর পর চ্যাম্পিয়ন হলো মেডামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার ফর্টিস এফসির বিপক্ষে আবাহনী ২-১ গোলে হারায় তিন ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হয়ে গেল ঐতিহ্যবাহী মোহামেডান।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের ১৯ মিনিটে লিড নেয় ফর্টিস এফসি। দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে ব্যবধান ২-০ করে ফর্টিস। তার দুই মিনিট আগেই ওমর সজীবের লাল কার্ডে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে যায় ফর্টিস। ৮০ মিনিটে এক গোল হজমও করে তারা।
ফর্টিস জিততেই আবাহনীর সঙ্গে ১০ পয়েন্টের ব্যবধান তৈরি হয় মোহামেডাদের। অর্থাৎ লিগে বাকি থাকা শেষ তিন ম্যাচে মোহামেডান হারলেও শিরোপা হারাবে না তারা। ২০০৭ সালে পেশাদার ফুটবল লিগ নামকরণ হওয়ার পর ১৮ বছরে এই শিরোপা জিততে পারেনি মোহামেডান। ২০০৩ সালের পর এটিই তাদের একমাত্র ফুটবল লিগের শিরোপা।
গত মৌসুমেও লিগ জয়ের ভালো সম্ভাবনা জাগিয়েছিল মোহামেডান। কিন্তু শেষ টানতে পারেনি তারা। ম্যাচ জয়ের পথটা ফর্টিসের জন্য অবশ্য বৃষ্টি কিছুটা সহজ করে দিয়েছে। ১৮ মিনিটে বৃষ্টি ও বজ্রপাতে ম্যাচ বন্ধ হয়ে যায়। বৃষ্টির পর খেলা শুরু হওয়ার প্রথম মিনিটেই পেনাল্টি পায় ফর্টিস, গোলও করে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব ল দ শ ফ টবল ফর ট স
এছাড়াও পড়ুন:
কোলন ক্যানসার প্রতিরোধে যেসব খাবার এড়িয়ে চলবেন
কোন খাবার কীভাবে খাবেন
মাছ-মাংস উচ্চ তাপমাত্রায় রান্নার সময় হেটেরোসাইক্লিক অ্যামাইনস ও পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন নামের যৌগ তৈরি হয়। বিশেষ করে গ্রিল, আগুনে ঝলসানো কাবাব বা উচ্চ তাপে কিছু ভাজার সময় এসব যৌগ বেশি তৈরি হয়। এসব যৌগ ক্যানসারের ঝুঁকি বাড়ায়। তাই মাছ-মাংস পুড়িয়ে, ঝলসিয়ে বা ফ্রাই করে না খেয়ে ঝোল করে রান্না করে খেতে হবে।
উচ্চ তাপমাত্রায় ভাজা বা বেক করা খাবার যেমন ফ্রেঞ্চ ফ্রাই, ক্র্যাকার, চিপস ও তেলে ভাজা বিস্কুটে অ্যাক্রিলামাইড তৈরি হয়। যেসব খাবার দুইবারের বেশি ভাজা হয়, তাতে অ্যাক্রিলামাইড তৈরির হার বেশি। এমন খাবার নিয়মিত খেলে পরিপাকতন্ত্রের ক্যানসারের ঝুঁকি বাড়ে।
প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন