পেশাদার লিগে প্রথমবার এবং বাংলাদেশ ফুটবল লিগে ২৩ বছর পর চ্যাম্পিয়ন হলো মেডামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার ফর্টিস এফসির বিপক্ষে আবাহনী ২-১ গোলে হারায় তিন ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হয়ে গেল ঐতিহ্যবাহী মোহামেডান।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের ১৯ মিনিটে লিড নেয় ফর্টিস এফসি। দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে ব্যবধান ২-০ করে ফর্টিস। তার দুই মিনিট আগেই ওমর সজীবের লাল কার্ডে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে যায় ফর্টিস। ৮০ মিনিটে এক গোল হজমও করে তারা।
ফর্টিস জিততেই আবাহনীর সঙ্গে ১০ পয়েন্টের ব্যবধান তৈরি হয় মোহামেডাদের। অর্থাৎ লিগে বাকি থাকা শেষ তিন ম্যাচে মোহামেডান হারলেও শিরোপা হারাবে না তারা। ২০০৭ সালে পেশাদার ফুটবল লিগ নামকরণ হওয়ার পর ১৮ বছরে এই শিরোপা জিততে পারেনি মোহামেডান। ২০০৩ সালের পর এটিই তাদের একমাত্র ফুটবল লিগের শিরোপা।
গত মৌসুমেও লিগ জয়ের ভালো সম্ভাবনা জাগিয়েছিল মোহামেডান। কিন্তু শেষ টানতে পারেনি তারা। ম্যাচ জয়ের পথটা ফর্টিসের জন্য অবশ্য বৃষ্টি কিছুটা সহজ করে দিয়েছে। ১৮ মিনিটে বৃষ্টি ও বজ্রপাতে ম্যাচ বন্ধ হয়ে যায়। বৃষ্টির পর খেলা শুরু হওয়ার প্রথম মিনিটেই পেনাল্টি পায় ফর্টিস, গোলও করে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব ল দ শ ফ টবল ফর ট স
এছাড়াও পড়ুন:
টিকাটুলিতে মামুন প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
রাজধানীর টিকাটুলিতে মামুন প্লাজা নামের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। আজ বুধবার ভোর ৫টার দিকে ভবনটিতে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা শাহজাহান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। সকাল পৌনে সাতটার দিকে প্রথম আলোকে তিনি বলেন, মামুন প্লাজার তিনতলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। বর্তমানে সাতটি ইউনিট সেখানে কাজ করছে। তবে আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।