টি-টোয়েন্টিতে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান বরাবরই ডেথ ওভারের নির্ভরতার নাম। এবার সেই খ্যাতিকে ছাড়িয়ে গেলেন পরিসংখ্যানেও। শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে শেষ দিকে করা সাতটি ডট বলে গড়েছেন নজিরবিহীন এক রেকর্ড। ডেথ ওভারে সবচেয়ে বেশি ডট বলের মালিক এখন মুস্তাফিজুর রহমান।

এই ম্যাচে শেষ দিকে দুটি ওভার করেন তিনি। সেখানে মাত্র একটি উইকেট পেলেও, মূল কাজটা করে দেন ডট বলেই। এই ৭ ডট বল নিয়ে ডেথ ওভারে তার ডট বলের সংখ্যা দাঁড়ায় ৩০০-তে, যা আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে প্রথমবার কোনো বোলারের এমন কীর্তি।

এই তালিকায় অনেক আগেই শীর্ষে ছিলেন মুস্তাফিজ। তবে শনিবার রাতে তা পৌঁছে যায় নতুন এক উচ্চতায়। তার পেছনে আছেন ইংল্যান্ডের ক্রিস জর্ডান (২৪১), নিউজিল্যান্ডের টিম সাউদি (২৪০), পাকিস্তানের হারিস রউফ (২২২) ও ভারতের জাসপ্রিত বুমরাহ (২০৮)।

রান খরচের দিক থেকেও প্রশংসার দাবি রাখেন মুস্তাফিজ। ডেথ ওভারে ৮৭ ইনিংসে ৭২৫ বল করে খরচ করেছেন ৯৯০ রান। এই তালিকায় কম রান দিয়ে তার উপরে রয়েছেন শুধু বুমরাহ (৪৯৫ বলে ৫৬৩ রান) ও রউফ (৫৮৬ বলে ৭৮২ রান)।

উইকেট শিকারের দিক দিয়ে মুস্তাফিজ আছেন দ্বিতীয় স্থানে। এই তালিকায় ১০০ ইনিংসে ৬৫ উইকেট নিয়ে শীর্ষে নিউজিল্যান্ডের টিম সাউদি। ৮৭ ইনিংসে মুস্তাফিজের ডেথ ওভারে উইকেট সংখ্যা ৬৩। 

শুধু আন্তর্জাতিক নয়, সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়েও ডেথ ওভারে ডট বলের তালিকায় মুস্তাফিজ তৃতীয় স্থানে। তার ডট বল সংখ্যা ৮১৬। এই তালিকায় শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো (১১৬৪) ও দ্বিতীয় স্থানে আছেন ক্রিস জর্ডান (৮৯৩)।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম স ত ফ জ র রহম ন এই ত ল ক য় উইক ট

এছাড়াও পড়ুন:

ইন্দোনেশিয়া ফেরিডুবি: ৪ জনের লাশ উদ্ধার, বহু নিখোঁজ

ইন্দোনেশিয়ার বালিতে একটি ফেরি ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ রয়েছে অনেকে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিবিসি জানায়, ফেরিটিতে ৫৩ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিল। এটি জাভা দ্বীপের পূর্ব উপকূলের বানিউওয়াঙ্গি থেকে বালির পথে যাচ্ছিলো। স্থানীয় সময় বুধবার রাত ১১টা ২০ মিনিটে ফেরিটি ডুবে যায়।

বিস্তারিত আসছে...

আরো পড়ুন:

ঘূর্ণিঝড় দানা: শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ 

নৌকায় ফেরির ধাক্কা: কর্ণফুলীতে নিখোঁজ কাজলের লাশ উদ্ধার

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ