টি-টোয়েন্টিতে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান বরাবরই ডেথ ওভারের নির্ভরতার নাম। এবার সেই খ্যাতিকে ছাড়িয়ে গেলেন পরিসংখ্যানেও। শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে শেষ দিকে করা সাতটি ডট বলে গড়েছেন নজিরবিহীন এক রেকর্ড। ডেথ ওভারে সবচেয়ে বেশি ডট বলের মালিক এখন মুস্তাফিজুর রহমান।
এই ম্যাচে শেষ দিকে দুটি ওভার করেন তিনি। সেখানে মাত্র একটি উইকেট পেলেও, মূল কাজটা করে দেন ডট বলেই। এই ৭ ডট বল নিয়ে ডেথ ওভারে তার ডট বলের সংখ্যা দাঁড়ায় ৩০০-তে, যা আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে প্রথমবার কোনো বোলারের এমন কীর্তি।
এই তালিকায় অনেক আগেই শীর্ষে ছিলেন মুস্তাফিজ। তবে শনিবার রাতে তা পৌঁছে যায় নতুন এক উচ্চতায়। তার পেছনে আছেন ইংল্যান্ডের ক্রিস জর্ডান (২৪১), নিউজিল্যান্ডের টিম সাউদি (২৪০), পাকিস্তানের হারিস রউফ (২২২) ও ভারতের জাসপ্রিত বুমরাহ (২০৮)।
রান খরচের দিক থেকেও প্রশংসার দাবি রাখেন মুস্তাফিজ। ডেথ ওভারে ৮৭ ইনিংসে ৭২৫ বল করে খরচ করেছেন ৯৯০ রান। এই তালিকায় কম রান দিয়ে তার উপরে রয়েছেন শুধু বুমরাহ (৪৯৫ বলে ৫৬৩ রান) ও রউফ (৫৮৬ বলে ৭৮২ রান)।
উইকেট শিকারের দিক দিয়ে মুস্তাফিজ আছেন দ্বিতীয় স্থানে। এই তালিকায় ১০০ ইনিংসে ৬৫ উইকেট নিয়ে শীর্ষে নিউজিল্যান্ডের টিম সাউদি। ৮৭ ইনিংসে মুস্তাফিজের ডেথ ওভারে উইকেট সংখ্যা ৬৩।
শুধু আন্তর্জাতিক নয়, সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়েও ডেথ ওভারে ডট বলের তালিকায় মুস্তাফিজ তৃতীয় স্থানে। তার ডট বল সংখ্যা ৮১৬। এই তালিকায় শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো (১১৬৪) ও দ্বিতীয় স্থানে আছেন ক্রিস জর্ডান (৮৯৩)।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ম স ত ফ জ র রহম ন এই ত ল ক য় উইক ট
এছাড়াও পড়ুন:
ট্রাম্পের সঙ্গে কথা বলতে চান ইউরোপের চার নেতা
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ জানিয়েছেন, তিনি এবং যুক্তরাজ্য, ফ্রান্স এবং পোল্যান্ডের নেতারা সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে চান। ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপের আগেই তারা এটি করতে চান।
রবিবার সাংবাদিকদের কাছে মার্জ জানান, ভ্যাটিকানে পোপ লিও চতুর্দশের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তিনি ভ্যাটিকানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথেও দীর্ঘসময় কথা বলেছেন।
মার্জ বলেন, “আমি মার্কো রুবিওর সাথে কথা বলেছি, আগামীকাল ফোনালাপের বিষয়েও। আমরা একমত হয়েছি যে (পুতিনের সাথে) এই কথোপকথনের প্রস্তুতির জন্য আমরা চার রাষ্ট্রীয় নেতা মার্কিন রাষ্ট্রপতির সাথে আবার কথা বলব।”
চলতি সপ্তাহে ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধের “রক্তপাত” বন্ধ করার উপায় নিয়ে আলোচনা করার জন্য তিনি পুতিন এবং জেলেনস্কির সাথে কথা বলার পরিকল্পনা করেছেন।
মস্কোতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ান সংবাদ সংস্থাগুলোকে নিশ্চিত করেছেন যে পুতিন এবং ট্রাম্পের মধ্যে কথোপকথনের প্রস্তুতি চলছে।
যুদ্ধ বন্ধের লক্ষ্যে তুরস্কে শুক্রবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা হয়েছিল। এই বৈঠকে পুতিনের উপস্থিতি দাবি করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে পুতিন সেখানে হাজির না হয়ে রুশ প্রতিনিধি দল পাঠিয়েছিলেন। বৈঠকে যুদ্ধবিরতির বিষয়ে উল্লেখযোগ্য কোনো আলোচনা হয়নি। এর পরেই ট্রাম্প জানিয়েছিলেন, যুদ্ধ বন্ধে তিনি পুতিনের সঙ্গে সরাসরি কথা বলবেন।
ঢাকা/শাহেদ