চট্টগ্রামের এম এম আলী সড়কে জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরসহ দুজনের মৃত্যু
Published: 18th, May 2025 GMT
বাড়ির নিচে জমে ছিল গত রাতের বৃষ্টি। আজ রোববার সকালে সেখানে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন বাড়ির নিরাপত্তা প্রহরী আবু তৈয়ব (৪৫)। তাঁর এ অবস্থা দেখে ছুটে গিয়েছিল ওই বাড়িরই রবিউল (১৪) নামের এক কিশোর। তবে বিদ্যুৎস্পৃষ্ট হয় রবিউলও। হাসপাতালে নেওয়া হলে দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক। আজ সকালে চট্টগ্রামের এম এম আলী সড়কের বশর ভিলা নামের একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির। প্রথম আলোকে তিনি বলেন, রাতের বৃষ্টিতে ভবনটির নিচে পানি জমে যায়। আজ সকাল সাতটায় নিরাপত্তা প্রহরী তৈয়ব পানিতে নামলে বিদ্যুতায়িত হন। পরে তাঁকে উদ্ধার করতে গেলে রবিউলও বিদ্যুৎস্পৃষ্ট হয়। রবিউল ভবনের ভাড়াটে মো.
প্রত্যক্ষদর্শী ও চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির কর্তব্যরত কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, তৈয়ব ও রবিউল বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পরপরই বাড়ির বাসিন্দারা বিদ্যুতের লাইন বন্ধ করে দুজনকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে দুজনকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ জনক
এছাড়াও পড়ুন:
গাজায় বিস্তৃত স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী
গাজা উপত্যকার বেশ কয়েকটি এলাকায় ‘বিস্তৃত’ স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। রবিবার ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “দক্ষিণ কমান্ডের স্থায়ী সেনাবাহিনী এবং রিজার্ভ উভয় বাহিনী, অপারেশন গিডিওনস রথ শুরুর অংশ হিসেবে উত্তর ও দক্ষিণ গাজা উপত্যকাজুড়ে একটি বিস্তৃত স্থল অভিযান শুরু করেছে।”
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত সপ্তাহে ইসরায়েলি বিমান বাহিনী গাজায় হামাসের ৬৭০ টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
ইসরায়েলি বাহিনী শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পরাজিত করতে এবং গাজায় অবশিষ্ট জিম্মিদের মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক আক্রমণের অংশ হিসেবে ‘অপারেশন গিডিয়নস রথ’ শুরু করেছে। গত দুই দিনে ইসরায়েলি সেনাবাহিনী বাহিনী অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে ২০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং প্রায় ৩ লাখ মানুষকে জোরপূর্বক গাজা শহরের দিকে সরিয়ে দিয়েছে। শনিবার ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ হাজার ৩৩৯-এ পৌঁছেছে।
ঢাকা/শাহেদ