চট্টগ্রামের এম এম আলী সড়কে জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরসহ দুজনের মৃত্যু
Published: 18th, May 2025 GMT
বাড়ির নিচে জমে ছিল গত রাতের বৃষ্টি। আজ রোববার সকালে সেখানে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন বাড়ির নিরাপত্তা প্রহরী আবু তৈয়ব (৪৫)। তাঁর এ অবস্থা দেখে ছুটে গিয়েছিল ওই বাড়িরই রবিউল (১৪) নামের এক কিশোর। তবে বিদ্যুৎস্পৃষ্ট হয় রবিউলও। হাসপাতালে নেওয়া হলে দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক। আজ সকালে চট্টগ্রামের এম এম আলী সড়কের বশর ভিলা নামের একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির। প্রথম আলোকে তিনি বলেন, রাতের বৃষ্টিতে ভবনটির নিচে পানি জমে যায়। আজ সকাল সাতটায় নিরাপত্তা প্রহরী তৈয়ব পানিতে নামলে বিদ্যুতায়িত হন। পরে তাঁকে উদ্ধার করতে গেলে রবিউলও বিদ্যুৎস্পৃষ্ট হয়। রবিউল ভবনের ভাড়াটে মো.
প্রত্যক্ষদর্শী ও চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির কর্তব্যরত কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, তৈয়ব ও রবিউল বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পরপরই বাড়ির বাসিন্দারা বিদ্যুতের লাইন বন্ধ করে দুজনকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে দুজনকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ জনক
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ