জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গতকাল বুধবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এ সময় তাঁরা রোহিঙ্গা সংকট, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনা, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর নিয়ে আলোচনা করেন।

মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ সময়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন।

খলিলুর রহমান আলাদাভাবে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে সাক্ষাৎ এবং দুই দেশের পারস্পরিক শুল্ক–সংক্রান্ত চুক্তি নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য ক তর ষ ট র র

এছাড়াও পড়ুন:

লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ আটক ৩ 

লক্ষ্মীপুরের একটি বাসায় অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (৮ আগস্ট) পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মনির হোসেন মেম্বারের ছেলে আহম্মদ আল মারুফ রবিন (৩৪), আহম্মদ আল আরেফিন রিমন (২৯) ও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর গ্রামের তোফায়েল আহম্মদের ছেলে এহসান আহম্মেদ (২৪)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছে একটি চক্র। অস্ত্র ও ইয়াবাসহ কয়েকজন যুবক পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে অবস্থান করছিলেন। এই খবরে সেখানে অভিযান চালায় যৌথবাহিনী। সেখান থেকে তারা আহম্মদ আল মারুফ রবিন, আহম্মদ আল আরেফিন রিমন ও এহসান আহমেদকে আটক করেন। তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, ম্যাগাজিন, ইয়াবা ও নগদ টাকা জব্দ হয়। 

আরো পড়ুন:

কবুতর চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা

গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় গ্রেপ্তার আরো ২

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে। সেখানে আটককৃতদের কাছ থেকে দুইটি আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, ইয়াবা, নগদ টাকা ও ইয়াবা জব্দ হয়। 

লক্ষ্মীপুর সদর থানার ওসি মো. আব্দু মোন্নাফ বলেন, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করা হবে।

ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ