থানায় রাখা ট্রাঙ্ক ভাঙা, এইচএসসির প্রশ্নপত্র ফাঁসের শঙ্কা
Published: 20th, June 2025 GMT
নওগাঁর ধামইরহাট থানা হেফাজতে থাকা ট্রাঙ্ক ভেঙে আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের শঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে আলাদা তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ ও প্রশাসন।
জানা গেছে, গত মঙ্গলবার রাতের কোনো এক সময় থানা ভবনের নির্ধারিত লকার কক্ষে রাখা সিলগালা ট্রাঙ্কের তালা ভাঙা হয়। বিষয়টি শুক্রবার প্রকাশ্যে আসে। ট্রাঙ্কের ভেতরে থাকা ইসলামের ইতিহাসের দুটি প্রশ্নপত্রের ছেঁড়া অংশ ছড়িয়ে থাকতে দেখা যায়।
ভাঙা ট্রাঙ্কের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, দুটি তালা ভাঙা এবং ভেতরে ছেঁড়া প্রশ্নপত্র ছড়ানো। এতে শিক্ষার্থী, অভিভাবকসহ সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁর জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন, প্রশ্নপত্র সংরক্ষণের নিয়ম অনুযায়ী, সিলগালা করা ট্রাঙ্কের তালা খোলা থাকার কথা না। তদন্তে প্রমাণ মিললে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক আরও জানান, প্রাথমিকভাবে যেটি চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তা ইসলামের ইতিহাসের প্রশ্নপত্র। বিষয়টি রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে জানান হয়েছে। আজ শনিবার বোর্ডের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করবে।
এ বিষয়ে জানতে চাইলে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) সাদিয়া আফরিন বলেন, প্রাথমিক তদন্তে ট্রাঙ্কে যে পরিমাণ প্রশ্নপত্র থাকার কথা, তার সবকটি পাওয়া গেছে। তবে তালা ভাঙা ছিল এবং বাক্সটি খোলা পাওয়া যায়। তাই প্রশ্ন ফাঁসের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।
নওগাঁর পুলিশ সুপার সাফিউল সারোয়ার বলেন, থানার সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হয়েছেন তারা। অন্যদিকে দায়িত্বে অবহেলার দায়ে ইতোমধ্যে ধামইরহাট থানার এক উপপরিদর্শক ও এক কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। তাদের নাম জানানো হয়নি।
এসপি জানান, ঘটনা তদন্তে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৬ জুন থেকে সারাদেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: নওগ এইচএসস ব ষয়ট তদন ত
এছাড়াও পড়ুন:
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ, ঢাকা বোর্ডের নতুন জিপিএ–৫ পেলেন ২০১ পরীক্ষার্থী
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০১ জন পরীক্ষার্থী। আর ফেল থেকে পাস করেছেন ৩০৮ জন পরীক্ষার্থী।
আজ রোববার সকালে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়। ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা প্রথম আলোকে জানান, এবার ৭৯ হাজার ৬৭১ জন শিক্ষার্থী ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে ২ হাজার ৩৩১ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদনের সময় বৃদ্ধি১৩ নভেম্বর ২০২৫শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে গত বৃহস্পতিবার বলা হয়েোছিল, শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে। এছাড়াও এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন। আবেদনকারীর দেওয়া মোবাইল ফোন নাম্বারে এসএমএস পাঠানো হবে। ফলাফল http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইট থেকেও জানা যাবে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ প্রক্রিয়া গত ২৩ অক্টোবর শেষ হয়। পুনর্নিরীক্ষণের আবেদন শুধু অনলাইনে করা হয়েছে। অন্যবার এসএমএসের মাধ্যমেও এ সুযোগ ছিল।
এ বছর ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ফল গত ১৬ অক্টোবর প্রকাশ করা হয়েছে।