ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় রাশিয়া ও স্পেনের প্রতিক্রিয়া
Published: 22nd, June 2025 GMT
ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া ও স্পেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার যে দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা যে যুক্তিই তুলে ধরা হোক না কেন, তা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন।
বিবৃতিতে আরও বলা হয়, আমরা এই আগ্রাসন বন্ধের আহ্বান জানাই এবং রাজনৈতিক ও কূটনৈতিক পথে ফেরার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে জোরালো প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করছি।
এদিকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেস বুয়েনো রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আটিভিইকে বলেন, যুক্তরাষ্ট্রের হামলার পরিপ্রেক্ষিতে আমরা চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি।
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা আসবে না কোনো সামরিক সমাধানে; বরং কূটনীতিই একমাত্র পথ। আমরা আশা করি, সবাই আবারও আলোচনার টেবিলে ফিরবে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে যখন রাশিয়া তীব্র নিন্দা জানিয়েছে তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ঘোষণা করেছেন, তিনি আগামীকাল রাশিয়া যাচ্ছেন। জরুরি এ সফরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ করবেন তিনি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: য ক তর ষ ট র য ক তর ষ ট র পরর ষ ট র
এছাড়াও পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩ থেকে ৭ আগস্ট) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকায় শীর্ষে উঠে এসেছে।
শনিবার (৯ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
বিদায়ী সপ্তাহে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার দর বেড়েছে ১৯.১১ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে এ কোম্পানির শেয়ারের সমাপনী মূল্য ছিল ১০৩.৬০ টাকা। বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১২৩.৪০ টাকা। এর ফলে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।
আরো পড়ুন:
পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৪ হাজার ৮৪ কোটি টাকা
পুঁজিবাজার আধুনিকায়নে কাজ করবে এডিবি ও বিএসইসি
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সমতা লেদারের ১৪.৫৪ শতাংশ, মালেক স্পিনিংয়ের ১৪.২৯ শতাংশ, বিডি ল্যাম্পসের ১৩.৮১ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ১৩.১১ শতাংশ, ইনডেক্স অ্যাগ্রোর ১২.৫৬ শতাংশ, অ্যাক্টিভ ফাইন কেমিক্যালসের ১২.৫০ শতাংশ, রহিম টেক্সটাইলের ১২.৪৪ শতাংশ, সোনালী পেপারের ১২.৪৩ শতাংশ এবং দুলামিয়া কটনের ১২.৩২ শতাংশ শেয়ার দর বেড়েছে।
ঢাকা/এনটি/রফিক