পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পাচ্ছে ৩০ প্রতিষ্ঠান
Published: 22nd, June 2025 GMT
দেশের ৩০টি শিল্পকারখানা এবারের পরিবেশবান্ধব কারখানা পুরস্কার বা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পাচ্ছে। আগামীকাল মঙ্গলবার রাজধানীর আবদুল গণি সড়কের ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ১৯ জুন পরিবেশবান্ধব কারখানা পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে। গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড নীতিমালা–২০২০-এর আওতায় ১৬টি খাতের ৩০টি শিল্পকারখানাকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৫ দেওয়ার জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।
পুরস্কারপ্রাপ্ত তালিকা অনুযায়ী, তিনটি শিল্পগোষ্ঠীর একাধিক প্রতিষ্ঠান এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। এর মধ্যে রয়েছে ট্রান্সকম গ্রুপের ট্রান্সকম ইলেকট্রনিকস ও এসকেএফ ফার্মাসিউটিক্যালস, প্রাণ-আরএফএল গ্রুপের চরকা টেক্সটাইল ও হবিগঞ্জ অ্যাগ্রো এবং আকিজ গ্রুপের আকিজ টেক্সটাইল ও আকিজ ফুড অ্যান্ড বেভারেজ।
নিট তৈরি পোশাক খাত থেকে পুরস্কার পাচ্ছে নরসিংদীর পলাশের চরকা টেক্সটাইল, গাজীপুরের কালিয়াকৈরের ইকোটেক্স ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের ফকির ফ্যাশন। ওভেন তৈরি পোশাক খাত থেকে মানিকগঞ্জের সাটুরিয়ার তারাসিমা অ্যাপারেলস, গাজীপুরের জিরানী বাজারের আউকু টেক্স, ময়মনসিংহের স্কয়ার ফ্যাশন পুরস্কার পাচ্ছে।
বস্ত্র খাতের চারটি প্রতিষ্ঠান এবার পরিবেশবান্ধব কারখানার পুরস্কার পাচ্ছে। সেগুলো হচ্ছে মানিকগঞ্জের চরকান্দার আকিজ টেক্সটাইল মিলস, হবিগঞ্জের মাধবপুরের পাইওনিয়ার ডেনিম, চট্টগ্রাম চান্দগাঁওয়ের কেডিএস টেক্সটাইল মিলস ও পটিয়ার ফোর এইচ ডাইং অ্যান্ড প্রিন্টিং। অটোমোবাইল খাতের একটি মাত্র প্রতিষ্ঠান পুরস্কার পাচ্ছে চট্টগ্রামের নাসিরাবাদের সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ।
ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারক খাতের তিনটি প্রতিষ্ঠান পুরস্কার পাচ্ছে। সেগুলো হলো নরসিংদীর শাষপুরে অবস্থিত ট্রান্সকম ইলেকট্রনিকস, নরসিংদীর শিবপুরের ফেয়ার ইলেকট্রনিকস ও গাজীপুরের কালিয়াকৈরের ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ।
সরঞ্জাম ও সংযোগ শিল্প খাত থেকে একমাত্র পুরস্কার পাচ্ছে ঢাকার ধামরাইয়ের আদজি ট্রিমস। খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে পুরস্কার পাচ্ছে ধামরাইয়ের আকিজ ফুড অ্যান্ড বেভারেজ ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের হবিগঞ্জ অ্যাগ্রো। চা–শিল্প থেকে পুরস্কার পাচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জেরিন চা–বাগান ও মির্জাপুর চা–বাগান।
চামড়াশিল্প (তৈরি পণ্য) খাতের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পাচ্ছে ময়মনসিংহের ভালুকার সুনিভার্স ফুটওয়্যার। এ ছাড়া পাট খাতে রংপুরের রবার্টগঞ্জের কারুপণ্য রংপুর, টাইলস অ্যান্ড সিরামিক খাতে গাজীপুরের শ্রীপুরের এক্স সিরামিক পুরস্কার পাচ্ছে।
এ ছাড়া প্রসাধনী খাতে মুন্সিগঞ্জের গজারিয়ায় রিমার্ক এইচবি ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের স্কয়ার টয়লেট্রিজ পুরস্কার পাচ্ছে। ওষুধ খাতে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পাচ্ছে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত এসকেএফ ফার্মাসিউটিক্যালস।
জাহাজভাঙা ও জাহাজ নির্মাণ খাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ, খুলনার লবণচরার খুলনা শিপইয়ার্ড ও সীতাকুণ্ডের কেআর শিপ রিসাইক্লিং ইয়ার্ডও পরিবেশবান্ধব শিল্প হিসেবে পুরস্কার পাচ্ছে। এ ছাড়া সিমেন্ট খাতে গাজীপুরের কালীগঞ্জের সেভেন সার্কেল ও ইস্পাত খাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএসআরএম স্টিলস এবার পুরস্কার পাচ্ছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রস ক র প চ ছ
এছাড়াও পড়ুন:
না’গঞ্জের আলিয়ার স্কুল অব লিডারশিপ ইউকে চ্যাপ্টারের নতুন সভাপতি
স্কুল অব লিডারশিপের ইউকে চ্যাপ্টার থিংক ট্যাংকের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান প্রফেসর ড. আলিয়ার হোসেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট চিকিৎসাবিজ্ঞানী ডা. গোলাম কাদের চৌধুরী নোবেল।
আগামী পাঁচ বছরের রাষ্ট্র মেরামত পরিকল্পনা বিষয়ে লন্ডনে বাংলাদেশি প্রবাসীদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ সভায় স্কুল অব লিডারশিপ ইউকে চ্যাপ্টারের নতুন কমিটি ঘোষণা করা হয়।
এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মাহিদুর রহমান। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকরা।
ইউকে চ্যাপ্টার কাউন্সিল ফর লিডারশিপের এ আয়োজনে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, সংস্থার নির্বাহী পরিচালক ড. জামিল আহমেদ চৌধুরী ও কান্ট্রি প্রধান ফয়েজ কাওসার। এতে কানাডা থেক যুক্ত হয়েছিলেন জয়নাল আবেদিনসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
স্কুল অব লিডারশিপের প্রতিষ্ঠাতা ও লিবার্টি ইউনিভার্সিটির রিসার্চ ফেলো ড. নয়ন বাংগালী ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন এবং আগামী এক বছরের জন্য এই সংগঠনের নেতৃত্বের ঘোষণা করেন।
তিনি বলেন, স্কুল অব লিডারশিপের ইউকে চ্যাপ্টার নতুন নেতৃত্ব গঠনের মাধ্যমে বিশ্বদরবারে বাংলাদেশকে মেধাবী মানুষদের মিলনমেলায় পরিণত করবে। এই সংস্থা আগামীতে দেশ গড়ার জন্য কাজ করে যাবে।
এ সভায় নর্থাম্বিয়া ইউনিভার্সিটির গভর্নর ও ডিন ড. প্রফেসর আলিয়ার হোসেনকে ইউকে চ্যাপ্টার থিংক ট্যাংকের সভাপতি এবং বিশিষ্ট চিকিৎসাবিজ্ঞানী ডা. গোলাম কাদের চৌধুরী নোবেলকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।
চসিক মেয়র তার বক্তব্যে বলেন, আমাদের নেতৃত্ব আর কর্তৃত্ব তথা লিডার আর পলিটিশিয়ানের পার্থক্য বের করতে হবে। নেতা হতে হবে, কারো পিতা হয়ে খবরদারি করার দরকার নাই।
বিএনপির কেন্দ্রীয় উপদেষ্টা মাহিদুর রহমান বলেন, এই স্কুল অব লিডারশিপ শুধু ওয়াশিংটন-ভিত্তিক সংস্থাই না, এটি বাংলাদেশের বাতিঘর হিসেবে কাজ করে যাবে।
প্রসঙ্গত:আলিয়ার হোসেন নারায়ণগঞ্জের বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মোজাফ্ফর আলী কন্ট্রাক্টরের নাতি, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আলহাজ্ব আফজাল হোসেন ও বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য আতাহার হোসেন সামসুর ভাতিজা এবং নারায়ণগঞ্জ-৫ আসনে সাবেক তিনবারের এমপি এডভোকেট আবুল কালামের ভাগ্নে।
চাচা আতাহার হোসেন সামসুকে দেখে ১৯৯৬ সালে নারায়ণগঞ্জ হাইস্কুল থেকে এসএসসি পাশ করার পর বিএনপির রাজনীতিতে জড়িত হন আলিয়ার হোসেন এবং চাচা আতাহার হোসেন সামসুর বাসায় বিএনপির বৈঠকগুলোতে উপস্থিত থাকতেন আলিয়ার হোসেন।
এরপর তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি কলেজে পড়াশোনা করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যে যান এবং আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার জন্য নতুন যাত্রা শুরু করেন।
২০১৬ সালে নারায়ণগঞ্জ ভিত্তিক ডান্ডি ফাউন্ডেশনে যুক্ত হন আলিয়ার হোসেন। এই ফাউন্ডেশনের লক্ষ্য হচ্ছে ‘সামাজিক ন্যায়বিচার, সুশাসন, মানসম্মত শিক্ষা এবং স্বাস্থ্যসেবা এবং টেকসইতা প্রতিষ্ঠা করা’।
এছাড়া ফাউন্ডেশনের বাইরে গিয়ে টেকসই, স্মার্ট ও আধুনিক নারায়ণগঞ্জ গড়ার স্বপ্ন নিয়ে এখন কাজ করছেন তিনি।