দেশের ৩০টি শিল্পকারখানা এবারের পরিবেশবান্ধব কারখানা পুরস্কার বা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পাচ্ছে। আগামীকাল মঙ্গলবার রাজধানীর আবদুল গণি সড়কের ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ১৯ জুন পরিবেশবান্ধব কারখানা পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে। গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড নীতিমালা–২০২০-এর আওতায় ১৬টি খাতের ৩০টি শিল্পকারখানাকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৫ দেওয়ার জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

পুরস্কারপ্রাপ্ত তালিকা অনুযায়ী, তিনটি শিল্পগোষ্ঠীর একাধিক প্রতিষ্ঠান এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। এর মধ্যে রয়েছে ট্রান্সকম গ্রুপের ট্রান্সকম ইলেকট্রনিকস ও এসকেএফ ফার্মাসিউটিক্যালস, প্রাণ-আরএফএল গ্রুপের চরকা টেক্সটাইল ও হবিগঞ্জ অ্যাগ্রো এবং আকিজ গ্রুপের আকিজ টেক্সটাইল ও আকিজ ফুড অ্যান্ড বেভারেজ।

নিট তৈরি পোশাক খাত থেকে পুরস্কার পাচ্ছে নরসিংদীর পলাশের চরকা টেক্সটাইল, গাজীপুরের কালিয়াকৈরের ইকোটেক্স ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের ফকির ফ্যাশন। ওভেন তৈরি পোশাক খাত থেকে মানিকগঞ্জের সাটুরিয়ার তারাসিমা অ্যাপারেলস, গাজীপুরের জিরানী বাজারের আউকু টেক্স, ময়মনসিংহের স্কয়ার ফ্যাশন পুরস্কার পাচ্ছে।

বস্ত্র খাতের চারটি প্রতিষ্ঠান এবার পরিবেশবান্ধব কারখানার পুরস্কার পাচ্ছে। সেগুলো হচ্ছে মানিকগঞ্জের চরকান্দার আকিজ টেক্সটাইল মিলস, হবিগঞ্জের মাধবপুরের পাইওনিয়ার ডেনিম, চট্টগ্রাম চান্দগাঁওয়ের কেডিএস টেক্সটাইল মিলস ও পটিয়ার ফোর এইচ ডাইং অ্যান্ড প্রিন্টিং। অটোমোবাইল খাতের একটি মাত্র প্রতিষ্ঠান পুরস্কার পাচ্ছে চট্টগ্রামের নাসিরাবাদের সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ।

ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারক খাতের তিনটি প্রতিষ্ঠান পুরস্কার পাচ্ছে। সেগুলো হলো নরসিংদীর শাষপুরে অবস্থিত ট্রান্সকম ইলেকট্রনিকস, নরসিংদীর শিবপুরের ফেয়ার ইলেকট্রনিকস ও গাজীপুরের কালিয়াকৈরের ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ।

সরঞ্জাম ও সংযোগ শিল্প খাত থেকে একমাত্র পুরস্কার পাচ্ছে ঢাকার ধামরাইয়ের আদজি ট্রিমস। খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে পুরস্কার পাচ্ছে ধামরাইয়ের আকিজ ফুড অ্যান্ড বেভারেজ ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের হবিগঞ্জ অ্যাগ্রো। চা–শিল্প থেকে পুরস্কার পাচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জেরিন চা–বাগান ও মির্জাপুর চা–বাগান।

চামড়াশিল্প (তৈরি পণ্য) খাতের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পাচ্ছে ময়মনসিংহের ভালুকার সুনিভার্স ফুটওয়্যার। এ ছাড়া পাট খাতে রংপুরের রবার্টগঞ্জের কারুপণ্য রংপুর, টাইলস অ্যান্ড সিরামিক খাতে গাজীপুরের শ্রীপুরের এক্স সিরামিক পুরস্কার পাচ্ছে।

এ ছাড়া প্রসাধনী খাতে মুন্সিগঞ্জের গজারিয়ায় রিমার্ক এইচবি ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের স্কয়ার টয়লেট্রিজ পুরস্কার পাচ্ছে। ওষুধ খাতে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পাচ্ছে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত এসকেএফ ফার্মাসিউটিক্যালস।

জাহাজভাঙা ও জাহাজ নির্মাণ খাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ, খুলনার লবণচরার খুলনা শিপইয়ার্ড ও সীতাকুণ্ডের কেআর শিপ রিসাইক্লিং ইয়ার্ডও পরিবেশবান্ধব শিল্প হিসেবে পুরস্কার পাচ্ছে। এ ছাড়া সিমেন্ট খাতে গাজীপুরের কালীগঞ্জের সেভেন সার্কেল ও ইস্পাত খাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএসআরএম স্টিলস এবার পুরস্কার পাচ্ছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রস ক র প চ ছ

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার মৈকুলী এলাকায় জালাল মিয়া (৭৮) নামের এক বাড়িওয়ালা তার ভাড়াটিয়াদের চার শিশুকে ধর্ষণের চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১ অক্টোবর) সকালে ভুক্তভোগী ভাড়াটিয়ারা সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেছেন।

এদিকে, সাংবাদিকদের বিষয়টি জানানোর পর বাড়িওয়ালা জালাল মিয়া ও স্থানীয়রা ভাড়াটিয়াদের হুমকি ও থানায় মামলা না করতে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী রুবিনা বেগম বলেছেন, আমি একটি পোশাক কারখানায় কাজ করি। আমি পরিবার নিয়ে মৈকুলী এলাকায় জালাল মিয়ার ভাড়া বাসায় থাকছি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে কাজ শেষে বাড়িতে ফিরে দেখি জালাল মিয়া আমার ৬ বছরের মেয়েকে বস্ত্রহীন করে ধর্ষণের চেষ্টা চালাচ্ছে। আমি চিৎকার দিলে স্থানীয়রা এসে আমার মেয়েকে উদ্ধার করে। পরে রূপগঞ্জ থানায় অভিযোগ করতে যেতে চাইলে জালাল মিয়া ও স্থানীয়রা হুমকি দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। আমি তার শাস্তির দাবি জানাচ্ছি।

আরেক ভুক্তভোগী শেফালী বেগম বলেন, কয়েক দিন আগে জালাল মিয়া আমার ১২ বছরের মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায়। এর প্রতিবাদের চেষ্টা করলেও জালাল মিয়া ও স্থানীয়দের কারণে আমি থানায় অভিযোগ করতে পারিনি। আমরা জালাল মিয়ার শাস্তি দাবি করছি।

আরেক ভুক্তভোগী চাঁন মিয়া বলেন, আমরা জালাল মিয়ার বাড়িতে ভাড়া থাকি। জালাল মিয়া মুদি দোকান করেন। তিনি আমার দুই নাতনিকে ধর্ষণের চেষ্টা চালিয়েছেন। আমি অন্য জেলা থেকে এসে এখানে থাকি। আমাদের দেখার কেউ নাই। স্থানীয় প্রভাবশালীদের ভয়ে আমরা প্রশাসনের কাছেও যেতে পারি না। আমরা জালাল মিয়ার বিচারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেছেন, এমন কোনো ঘটনা আমাদের জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/অনিক/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ
  • ইনসাফপূর্ণ সমাজ গঠনে আল কোরআনের কোন বিকল্প নাই : ড. ইকবাল
  • হাসপাতালে শয্যাসংকট, মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা
  • মহানবমীতে আড়াইহাজার ও রূপগঞ্জের বিভিন্ন মন্দির পরিদর্শনে না.গঞ্জ ঐক্য পরিষদ  
  • ময়মনসিংহে তিন দশকের পঞ্চদুর্গাপূজা
  • ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
  • এ বছর ডেঙ্গুতে ২০০ জনের মৃত্যু
  • রূপগঞ্জে চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে
  • ময়মনসিংহে গারো স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, একজন গ্রেপ্তার
  • ‘আল্লাহ তুই দেহিস’: জোর করে চুল কেটে দেওয়ার ঘটনায় এক আসামি গ্রেপ্তার