চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (বিসিওয়াইএসএ) আয়োজনে ‘বিসিওয়াইএসএ ইয়ুথ ডায়লগ– বেইজিং চ্যাপ্টার’। অনুষ্ঠানে চীন সরকারের আমন্ত্রিত বাংলাদেশি ইয়ুথ লিডারদের সঙ্গে বেইজিংয়ে অবস্থানরত শিক্ষার্থী ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে চীনের অভিজ্ঞতা কীভাবে কাজে লাগানো যায় তা নিয়ে উন্মুক্ত আলোচনা করেন। আলোচনা সভায় উপস্থাপনা করেন বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো.

মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জান্নাতুল আরিফ। বাংলাদেশ থেকে চীন সরকারের আমন্ত্রণে আগত প্রায় ২৪ জন অতিথি এতে অংশগ্রহণ করেন। সিওয়াইএসএর সাধারণ সম্পাদক চীনে বিসিওয়াইএসএর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সবার সামনে তুলে ধরেন। এরপর ইয়ুথ লিডাররা বক্তব্য দেন। v

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবের ‘এক তর্জনী’ স্তম্ভ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে ঝিনাইদহে শেখ মুজিবের ‘এক তর্জনি’ স্তম্ভ গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরের স্বাধীনতা চত্বরে বুলডোজার দিয়ে স্তম্ভটি গুঁড়িয়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী জানান, আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে যানবাহনে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে সকালে বিক্ষোভ মিছিল বের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। একপর্যায়ে স্বাধীনতা চত্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ‘এক তর্জনি’ স্তম্ভ গুঁড়িয়ে দেওয়া হয়।

এর আগে, গত বছরের ৫ আগস্ট ‘এক তর্জনি’ স্তম্ভটি ভাঙচুর করা হয়। তবে, স্তম্ভের কিছু অংশ অবশিষ্ট ছিল। আজ সেই অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাইদুর রহমান বলেন, ‘‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে অতিতে অগ্নিসংযোগ করে মানুষ হত্যা করেছে। জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষকে আওয়ামী লীগ ও হাসিনা পঙ্গু করে দিয়েছে। দেড় হাজারের বেশি ছাত্র-জনতাকে হত্যা করেছে। আজও শহীদদের রক্তে রাজপথ ভেজা। আওয়ামী লীগ হায়েনার মতো আবারো অগ্নিসন্ত্রাসে মেতে উঠেছে। যে কারণে, ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে বাকশালের জনক শেখ মুজিবের স্তম্ভ গুঁড়িয়ে দিয়েছে।’’

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘‘বিক্ষুব্ধ ছাত্র-জনতা স্তম্ভটি গুঁড়িয়ে দিয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।’’

ঢাকা/শাহরিয়ার/রাজীব

সম্পর্কিত নিবন্ধ