জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অপসারণ, অধ্যাদেশ সংশোধনসহ কয়েকটি দাবি আদায়ে সোমবার (২৩ জুন) সকাল থেকে কাফনের কাপড় পরে কলম বিরতি পালন করছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। দুই দিন আগে এ কলম বিরতি কর্মসূচির ঘোষণা দিয়েছিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।  

সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড ভবনের সামনে গিয়ে দেখা গেছে, বিভিন্ন প্ল্যাকার্ড হাতে কর্মসূচিতে অংশ নিয়েছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। প্ল্যাকার্ডগুলোতে লেখা আছে— ‘গোলামী আইন বাতিল কর, করতে হবে’, ‘বদলির নামে প্রহসন, মানি না, মানব না’, ‘বদলির নামে জুলুমবাজি, বন্ধ কর, করতে হবে’, ‘এনবিআর হলো রাষ্ট্রের খুঁটি, বিলুপ্তিতে হবে দেশের ক্ষতি’ প্রভৃতি।

ঐক্য পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৫ মে একটি বিজ্ঞপ্তি জারির মাধ্যমে সরকার এনবিআর বিলুপ্ত না করে একে স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় আরো শক্তিশালী করা, রাজস্ব নীতি প্রণয়ণের লক্ষ্যে আলাদা একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠন করা এবং প্রয়োজনীয় সব সংস্কারের পূর্ব পর্যন্ত জারি করা অধ্যাদেশটি কার্যকর করা হবে না বলে জানালে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কর্মসূচি প্রত্যাহার করে। সরকারের এ সিদ্ধান্তের আলোকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ, সিভিল সোসাইটি, থিংক ট্যাংক, ব্যবসায়ী সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি স্টেকহোল্ডারদের অংশগ্রহণে দিনব্যাপী ‘কেমন এনবিআর চাই’ শীর্ষক সেমিনার আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু, এনবিআরের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সহযোগিতা করা হয়নি বলে ঐক্য পরিষদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

পরে সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদ জানায়, এনবিআর চেয়ারম্যান মো.

আবদুর রহমান খান অসহযোগিতা, নিয়মতান্ত্রিক কর্মসূচির ব্যাপকতা ও যৌক্তিকতার বিষয়ে সরকারের নীতিনির্ধারকদের সঠিক তথ্য না দিয়ে আড়াল করেছেন। এ কারণে তার অপসারণ দাবি করা হয়। বাজেটের আগে তার পদত্যাগের সময় বেঁধে দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বাজেটের পর আবার সংগঠনটির নেতৃত্বে ফের কাফনের কাপড় পড়ে কলম বিরতি শুরু করেছে এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। ঐক্য পরিষদের ঘোষণা অনুযায়ী আজ দুপুর পর্যন্ত চলবে এ কলম বিরতি।

ঢাকা/এনএফ/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সরক র

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ